কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আসতে পারে যেসব সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা টানা আন্দোলন করে আসছেন।

এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) রাত ৮টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশি সংবাদ সংস্থা ইউএনবি।

এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে গতকাল শুক্রবার (৯ মে) সারা দিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণজমায়েতের পর বিকাল ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। তাদের কর্মসূচি আজ শনিবারও চলছে।

টানা এ কর্মসূচির মধ্যে উপদেষ্টার পরিষদের জরুরি এই বৈঠক আহ্বান করা হলো।

অন্তর্বর্তী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমার জানা মতে অন্য কোনো বিষয় নেই। বৈঠকে কেবল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের খসড়া সংশোধনী নিয়ে আলোচনা হবে।’

তবে গতকাল শুক্রবার সরকার বলেছিল, তারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত রাজনৈতিক দল, দলের সহযোগী সংগঠন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বিচারের বিধান অন্তর্ভুক্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অবিলম্বে সংশোধন করার পরিকল্পনা করা হয়েছে।

তবে একটি সূত্র জানিয়েছে, বৈঠকে জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী লীগের সরকার কর্তৃক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং দলের শীর্ষ নেতৃত্বে বিচারের জন্য এই আইন সংশোধন হতে যাচ্ছে।

গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার।

অন্তর্বর্তী সরকার জানায়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে জাতিসংঘের প্রতিবেদনও তারা বিবেচনায় রাখছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

সরকার আরও জানিয়েছে, জনদাবির প্রতি সম্মান জানিয়ে ছাত্রলীগকে ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবি-আরতির বিচ্ছেদে বিপাকে কেনিশা

কোন পথে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড?

কিশোরগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

‘ড. ইউনূস পদত্যাগ করবেন না’

আলিয়ার কানে আত্মপ্রকাশ, এয়ারপোর্টেই বাজিমাত

হাসপাতালে থাকতে হবে মির্জা ফখরুলকে

বার্সেলোনার জার্সিতেই ক্যারিয়ার শেষ করতে চান রাফিনিয়া

৪০ কোটি ডলারের ‘উপহার’ পেয়ে বিপাকে ট্রাম্প

পাইকগাছায় বিএনপি নেতাকে অব্যাহতি

গুজবে কান দেবেন না : সেনাবাহিনী

১০

নেত্রকোনায় পোস্টার লাগানো নিয়ে বিএনপির দলীয় কোন্দলে নিহত ১

১১

ড. ইউনূসের পদত্যাগ তার জন্য আত্মঘাতী হবে : ফরহাদ মজহার

১২

নিয়োগ দিতে না পেরে ঘুষ ফেরত দিলেন প্রধান শিক্ষক

১৩

জাতীয় দল নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই ভবিষ্যৎ দেখছেন সাকিব

১৪

স্কুলে নেই শৌচাগার, যেতে হয় অন্যের বাড়িতে

১৫

তিনটি গরু কিনলেই ওমরাহ্ ফ্রি 

১৬

দুর্বল হয়ে পড়েছে ইরানবিরোধী মার্কিন জোট 

১৭

নিজের প্রিয় গোল কোনটি জানালেন মেসি!

১৮

খেলাফত মজলিসের রাজনৈতিক কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৯

জুলাই অভ্যুত্থানের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন : তাসনিম জারা

২০
X