কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

শক্তি দেখানোর আগেই হার মানা যুদ্ধজাহাজ

বিআরপি মিগুয়েল মালভার। ছবি: ফিলিপাইন নেভি
বিআরপি মিগুয়েল মালভার। ছবি: ফিলিপাইন নেভি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত যুদ্ধজাহাজ ‘বিআরপি মিগুয়েল মালভার’ শেষবারের মতো শক্তি প্রদর্শনের আগেই সাগরের ঢেউয়ে হার মেনেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া ‘বালিকাতান’ শুরু হওয়ার আগেই জাহাজটি আকস্মিকভাবে ডুবে যায়। এতে বাতিল হয়ে যায় পরিকল্পিত মহড়া।

ফিলিপাইনের নৌবাহিনী জানায়, পশ্চিম উপকূলে মহড়ার প্রস্তুতির সময় সমুদ্রের প্রতিকূল পরিস্থিতি ও জাহাজটির অতিরিক্ত বয়সের ভারে এর ভেতরে পানি ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি তলিয়ে যায়।

মহড়ায় বিআরপি মিগুয়েল মালভার (পিএস-১৯)

এক নজরে বিআরপি মিগুয়েল মালভার–

  • মূল নাম: ইউএসএস ব্র্যাটলবোরো
  • নির্মাণকাল ও স্থান: ১৯৪৪ সালে, যুক্তরাষ্ট্রের মিশিগানে
  • ধরন: পেট্রোল ক্রাফট এস্কর্ট (রেসকিউ)
  • জাহাজটির ওজন ছিল ৯১৪ টন
  • দৈর্ঘ্য: প্রায় ৫৬ মিটার (১৮৪ ফুট)

জাহাজটি ১৯৪৫ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হয়ে জাপানি সাবমেরিন প্রতিরোধ ও জার্মান বন্দী পরিবহণে ব্যবহৃত হয়। ১৯৬৬ সালে এটি রিপাবলিক অব ভিয়েতনামের নৌবাহিনীতে হস্তান্তর করা হয়।

১৯৭৫ সালে সাইগনের পতনের পর ফিলিপাইনে আশ্রয় নেয় এবং ১৯৭৭ সালে বিআরপি মিগুয়েল মালভার (পিএস-১৯) নামে ফিলিপাইন নৌবাহিনীতে যুক্ত হয়।

বিআরপি মিগুয়েল মালভার (পিএস-১৯)

জাহাজটির নামকরণ করা হয় ফিলিপাইনের বিপ্লবী নেতা মিগুয়েল মালভার-এর নামে। জাহাজটি বহু উদ্ধার, টহল, এবং মানবিক সহায়তা মিশনে অংশগ্রহণ করে। ফিলিপাইন নৌবাহিনীর সবচেয়ে দীর্ঘসময় সেবায় থাকা যুদ্ধজাহাজগুলোর অন্যতম ছিল এটি।

২০১১ সালে তাউই-তাউই প্রদেশে একটি বিপদগ্রস্ত জাহাজ থেকে প্রায় ৬০ জন যাত্রীকে উদ্ধার করে। ২০১৮ সালে তাউই-তাউইতে একটি বড় অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি পরিবারকে উদ্ধার করে এবং অগ্নিনির্বাপণে সহায়তা করে।

১০ ডিসেম্বর ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করে।

ফিলিপাইনের সামরিক মহড়া। ছবি: সংগৃহীত

গত ৫ মে ‘বালিকাতান’ যৌথ মহড়ায় এটি লক্ষ্যবস্তু জাহাজ হিসেবে ব্যবহারের কথা ছিল। তবে ফিলিপাইনের জাম্বালেস উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থানকালে খারাপ আবহাওয়ার কারণে পানি ঢুকে পড়ে এবং সকাল ৭টা ২০ মিনিটে এটি ডুবে যায়।

বালিকাতান মহড়া গত ২১ এপ্রিল থেকে শুরু হয়। শেষ হবে ৯ মে। এই মহড়ায় প্রায় ১৪ হাজার সেনা অংশ নেয়। মহড়াটি দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিপাইনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।

বিআরপি মিগুয়েল মালভারের (পিএস-১৯) উত্তরসূরি হিসেবে ফিলিপাইন নৌবাহিনী ২০২৫ সালে নতুন গাইডেড মিসাইল ফ্রিগেট বিআরপি মিগুয়েল মালভার (এফএফজি-০৬) গ্রহণ করে। এই জাহাজটি দক্ষিণ কোরিয়ার নির্মিত এবং এটি আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তিতে সজ্জিত।

নতুন বিআরপি মিগুয়েল মালভার (এফএফজি-০৬)

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, প্রতীকী ‘শেষ অভিযান’-এ মালভার তার শক্তি দেখানোর সুযোগ না পেলেও ইতিহাসে তার অবস্থান অম্লান থাকবে। দীর্ঘকাল ধরে ফিলিপাইন নৌবাহিনীর অন্যতম অলঙ্কৃত এই যুদ্ধজাহাজ এবার চিরবিদায় নিল নিরবেই।

তথ্য সূত্র: এপি, নিউজ উইক, ওয়ার জোন, সাউথ চায়না মর্নিং পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

১০

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

১১

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

১২

মানুষ ভাত পাচ্ছে না আর উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন : আলাল

১৩

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

১৪

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

১৫

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

১৬

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

১৭

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

১৮

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

১৯

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

২০
X