কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৩:২০ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার হলেন নোবিপ্রবির শিক্ষক শিবলুর রাহমান 

ড. মো. শিবলুর রাহমান। ছবি : সংগৃহীত
ড. মো. শিবলুর রাহমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হিসেবে নিয়োগ (সম্মাননা) পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রাহমান। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট স্বাক্ষরিত একটি নিয়োগপত্রের মাধ্যমে তাকে এই ‘ভিজিটিং স্কলার’ সম্মাননাটি দেওয়া হয়।

১৮৭৯ সালে টেক্সাসের হান্টসভিলে স্থাপিত স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম প্রসিদ্ধ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি টেক্সাসের তৃতীয় প্রাচীনতম পাবলিক বিশ্ববিদ্যালয়।

ড. মো. শিবলুর রাহমান গত বছর আমেরিকার বিশ্ববিখ্যাত National Institutes of Health (NIH) এর একটি গবেষণা প্রকল্পে ‘Research Scientist’ হিসাবে প্রশিক্ষণ ও উন্নতর গবেষণার জন্য নির্বাচিত হয়েছিলেন এবং গত ১ বছর ধরে তিনি উন্নতর গবেষণা ও প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন। তিনি যে গবেষণা প্রকল্পটির মাধ্যমে প্রশিক্ষণটি নিয়েছেন সেই গবেষণাটির শিরোনাম হলো ‘Building capacity to study mixed metal-induced neurotoxicity in rural Bangladeshi children’। ওই NIH R01 গবেষণা প্রকল্পটি NIH এর অর্থায়নে বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে যা বাংলাদেশ ও আমেরিকায় যৌথভাবে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), আইসিডিডিআরবি এবং আমেরিকার বিশ্ব বিখ্যাত কলাম্বিয়া ইউনিভার্সিটি, হিউস্টন ইউনিভার্সিটি, আইওয়া ইউনিভার্সিটি এবং টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই গবেষণাটি বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে।

এই গবেষণা প্রকল্পে ‘Research Scientist’ হিসাবে ড. রাহমান বাংলাদেশি শিশুদের ওপর আর্সেনিক, সিসা, ক্যাডমিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো বিষাক্ত ধাতুগুলোর মিশ্রণগুলো কীভাবে প্রারম্ভিক এবং শেষ শৈশবে মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করে তা বোঝার জন্য নিউরো-এপিডেমিওলজিকাল গবেষণা পদ্ধতিতে বিস্তারিত প্রশিক্ষণ ও উন্নতর গবেষণার সুযোগ পেয়েছেন।

ড. রাহমানকে তার অভিজ্ঞতা ও ‘ভিজিটিং স্কলার’ সম্মাননা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন এই ট্রেনিংয়ের অভিজ্ঞতা ও স্বীকৃতি অবশ্যই আনন্দ ও অনুপ্রেরণার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা, একজন তরুণ এনভায়রনমেন্টাল হেলথ গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমার প্রফেশনাল ডেভলপমেন্টে এবং বাংলাদেশে পরিবেশগত নিউরোটক্সিসিটি সমস্যাগুলো সমাধানে অবদান রাখবে। আনন্দের বিষয় হচ্ছে আমার পরিশ্রম ও গবেষণা কর্মের স্বীকৃতি হিসাবে ট্রেনিং শেষে বাংলাদেশে ফেরার আগেই আমি আমেরিকার Sam Houston State University তে ‘ভিজিটিং স্কলার’ হিসাবে সম্মাননা ও স্বীকৃতি পেয়েছি যা আমাদের নোবিপ্রবির জন্য অনেক বড় একটি অর্জন বলে আমি মনে করি। এই ভিজিটিং স্কলার সম্মাননার মাধ্যমে আমি বাংলাদেশে বসে নোবিপ্রবি থেকে আমেরিকার Sam Houston State University এর সঙ্গে যৌথ গবেষণা ও রিসার্চ কলাবোরেশনের সুযোগ পেলাম যা নোবিপ্রবির সার্বিক উন্নয়ন ও রাঙ্কিংয়ে সহায়ক হবে বলে আশা করি। আমি নোবিপ্রবি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে শিক্ষা ছুটি দিয়ে আমেরিকায় এমন একটি উন্নত প্রশিক্ষণ ও গবেষণা করার সুযোগ ও সার্বিক সহযোগিতার জন্য।

মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ড. রাহমান এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার, বৃত্তি, স্বীকৃতি ও সম্মান অর্জন করেছেন। এর আগেও তিনি তার পরিশ্রম ও গবেষণা কর্মের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ‘ভিজিটিং রিসার্চার’ সম্মাননা পান এবং ২০২২ সাল থেকে আজ পর্যন্ত তিনি ‘ভিজিটিং রিসার্চার’ হিসেবে জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সফলভাবে যৌথ গবেষণা পরিচালনা করে আসছেন।

তিনি ২০১৭ সালে জাপান সরকারের মনবুকাগাকুশো স্কলারশিপ (MEXT) নিয়ে জাপানের বিখ্যাত হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্সে পিএইচডি গবেষণা করতে যান এবং ২০২০ সালে সাফল্যের সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে দুই বছর (২০২১-২০২২) তিনি জাপান সরকারের মর্যাদাপূর্ণ একটি পোস্টডক্টরাল ফেলোশিপ (JSPS Fellowship) নিয়ে তার পোস্টডক্টরাল গবেষণা করেন জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার গবেষণার মূল বিষয়বস্তু ছিল পরিবেশগত আর্সেনিকের বিষাক্ততা ও বিষাক্ততার প্রক্রিয়া উৎঘাটন করা। তার গবেষণার স্বীকৃত হিসাবে ২০২৪ সালে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয় তার প্রকাশিত একটি গবেষণাপত্রকে ‘Most Valuable Paper’ হিসেবে মনোনীত করেছে ও অ্যাওয়ার্ড প্রদান করেছে।

তিনি জাপানে তার পিএইচডি এবং পোস্টডক্টরাল গবেষণা করার সময় বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মান অর্জন করেছেন। ২০২০ সালে থাইল্যান্ডের ব্যাংককে ‘The 20th International Congress for Tropical Medicine and Malaria’ সম্মেলনে অংশগ্রহণ ও গবেষণা উপস্থাপনের জন্য কংগ্রেস অ্যাওয়ার্ড, ২০২২ সালে নেদারল্যান্ডের মাস্ট্রিক্ট এ অনুষ্ঠিত, ‘International Congress of Toxicology 2022’- এ অংশগ্রহণ ও গবেষণা উপস্থাপনের জন্য ‘EUROTOX Travel Bursary 2022’ পেয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সূচনা

বগুড়ায় আলোচিত সন্ত্রাসী ঝুমুরসহ গ্রেপ্তার ২

কৃষক লীগ নেত্রী শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

আজাদ কাশ্মীরে ভারতের হামলায় হতাহতের খবর জানাল পাকিস্তান

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আসতে পারে যেসব সিদ্ধান্ত

চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

মৌলভীবাজারে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত চলছে 

সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ভারতের যে ২০ সামরিক ঘাঁটিতে হামলা চালাল পাকিস্তান

১০

অচলাবস্থা কাটেনি কুয়েটে, বিপাকে সাড়ে ৭ হাজার শিক্ষার্থী

১১

রাজধানীর ওয়ারীতে ফ্রাই বাকেটের আউটলেট চালু

১২

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

১৩

কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা

১৪

পাকিস্তানের পাল্টা হামলায় ৩ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত—ভারতের প্রথম স্বীকারোক্তি

১৫

তারুণ্যের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে মির্জা ফখরুল

১৬

পাকিস্তানের কাছে খেলার মাঠে হার মানলো ভারত!

১৭

সম্মেলনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

১৮

কক্সবাজারে যুবলীগ নেতা বাহাদুর গ্রেপ্তার

১৯

বড় মিছিল নিয়ে শাহবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ

২০
X