বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে আবারও হামলার কবলে পড়েছে মার্কিন রণতরী। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে।

সোমবার (১৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথিরা জানিয়েছে, ইয়েমেনে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। সোমবার হুথিদের এক মুখপাত্র বলেন, যোদ্ধারা বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজকে নিশানা করে ১৮টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতভর গোষ্ঠীটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গোষ্ঠীর দ্বারা দাবি করা মার্কিন নৌবাহিনীর ওপর এটি দ্বিতীয় হামলা। গত সপ্তাহে হুথিরা গাজায় ইসরায়েলের চলমান অবরোধের কারণে লোহিত সাগরে ইসরায়েলি-সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে আবারও আক্রমণ শুরু করার হুমকি দেয়। এরপর আমেরিকা সপ্তাহান্তে ইয়েমেনে একের পর এক বড় আকারের হামলা শুরু করে, যার ফলে কয়েক ডজন মানুষ নিহত এবং আরও অনেক আহত হয়।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হুথি মুখপাত্র বলেন, আমাদের দেশের বিরুদ্ধে অব্যাহত আমেরিকান আগ্রাসনের প্রতিশোধ হিসাবে এ হামলা চালানো হয়েছে।

আমেরিকা দাবি করা হামলার কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক্সে একটি ভিডিও পোস্ট করেছে। পোস্টে বলা হয়েছে, তাদের বাহিনী ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।

হুথি-সমর্থিত সংবাদমাধ্যম সাবা জানিয়েছে,সোমবার ভোরে রাজধানী সানা থেকে প্রায় ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) দূরে বন্দর শহর হোদেইদাহের আশেপাশে দুটি নতুন বিমান হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সাবা জানিয়েছে, রোববার সাদা শহরে নির্মিত একটি ক্যান্সার কেন্দ্রে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ" ঘটেছে।

আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা গত ১৮ মাস ধরে গাজায় ইসরায়েলের হামলার সময় ইয়েমেনের উপকূলের ব্যস্ত সমুদ্রপথ লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এই হামলার ফলে বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এশিয়া ও ইউরোপের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে সামুদ্রিক পরিবহন সুয়েজ খাল থেকে আফ্রিকার মধ্য দিয়ে দীর্ঘ যাত্রা করতে বাধ্য হয়েছে।

জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর, ইসরায়েলি সংযোগহীন জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দিয়েছে এই গোষ্ঠী। তবে, ইয়েমেনি গোষ্ঠীটি গত সপ্তাহে বলেছে যে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের নতুন করে অবরোধের কারণে তারা লোহিত সাগরে সমস্ত ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা পুনরায় চালু করছে।

এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে হুথিদের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের তথ্যানুসারে, হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ৪০টি অভিযানের বেশিরভাগই সানার উত্তরে হুথি-নিয়ন্ত্রিত সাদা প্রদেশে চালানো হয়েছিল।

লোহিত সাগরে হামলার খবরে তেলের দাম বেড়েছে। সোমবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানদণ্ড-ব্রেন্ট ফিউচার - ৪১ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০.৯৯ ডলারে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১০

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১১

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১২

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৩

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৪

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৫

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৬

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৭

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৮

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

১৯

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না : বিভাগীয় কমিশনার

২০
X