কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ
গাজায় হামলা

ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারানো শিশুর পায়ে চুমু খাচ্ছেন একজন শোকাহত ব্যক্তি। ছবি: আনাদোলু এজেন্সি
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারানো শিশুর পায়ে চুমু খাচ্ছেন একজন শোকাহত ব্যক্তি। ছবি: আনাদোলু এজেন্সি

গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ‘হামাসের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’

বুধবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে ব্রুস বলেন, ‘যুক্তরাষ্ট্র সব পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকবে। এটি দুঃখজনক যে হামাস এই যুদ্ধকে আবার শুরু হতে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করছি, যেমন ইসরায়েলিরাও করছে। এগুলো এমন ঘটনা যা কেউই চাই না। তাই এটি সবসময়ই... কঠিন। তবে আলোচনা চলছে এবং অবশ্যই আমরা সবসময় ইসরায়েলের পাশে থাকব। তারা আমাদের মিত্র।’

ব্রুস আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিটি ক্ষেত্রেই মূল লক্ষ্য সবসময় ছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। তিনি এই ফলাফল আনতে পারেন, তিনি অত্যন্ত আন্তরিক। আমরা দেখছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এগিয়ে যাচ্ছে। তাই এটি খুবই দুঃখজনক যে হামাস এই পরিস্থিতি সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘হামাস যুক্তরাষ্ট্রের দূতের মধ্যস্থতাকারী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওই প্রস্তাবে গাজার সব বন্দিকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়ার কথা ছিল। তবে হামাস বলেছে, উভয় পক্ষের সম্মতিতে দ্বিতীয় ধাপে এগিয়ে যাওয়া উচিত ছিল।’

ব্রুস বলেন, ‘এই সিদ্ধান্তের ফল ভালো হবে না, তা স্পষ্ট ছিল। তবুও তারা এটি প্রত্যাখ্যান করল। এটি হামাসের আরও একটি ভুল সিদ্ধান্ত, যা মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার যুদ্ধবিরতি ভাঙার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮৩ জন শিশু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও ‘তীব্র’ হবে এবং এটি দখলকৃত পশ্চিম তীরেও ছড়িয়ে পড়তে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৫৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১২ হাজার ৭১৯ জন আহত হয়েছেন। গাজার সরকার পরিচালিত গণমাধ্যম অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষকে মৃত বলে ধরে নেওয়া হলে মৃতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০-তে পৌঁছাবে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষকে বন্দি করা হয়।

তথ্য: মিডলইস্ট আই, আলজাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১০

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১১

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১২

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

১৩

মাটির নিচে মিলল পিস্তল-গুলি

১৪

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য

১৫

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

১৬

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

১৭

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

১৮

ভারতীয়রা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে?

১৯

আ.লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড

২০
X