মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

পুরুষদের প্রস্টেট চেক করানো কেন জরুরি

ফাইল ছবি
ফাইল ছবি

পুরুষদের স্বাস্থ্য নিয়ে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা সাধারণত সচেতন নই। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় অবহেলিত বিষয় হলো প্রস্টেট স্বাস্থ্য।

প্রস্টেট একটি ছোট গ্রন্থি (গ্রন্থি মানে গ্ল্যান্ড), যা মূত্রথলির নিচে এবং পায়ুর সামনের দিকে অবস্থান করে। এটি পুরুষদের প্রজনন ক্ষমতার সঙ্গে জড়িত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রস্টেটে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে - যেমন প্রস্টেট ক্যানসার, সাধারণভাবে প্রস্টেট বড় হওয়া (BPH), কিংবা প্রস্টেটের সংক্রমণ (Prostatitis)।

আরও পড়ুন : শীতে কলা খাওয়া কি ক্ষতিকর

আরও পড়ুন : গরম না ঠান্ডা... কোন কফি শরীরের জন্য ভালো?

অনেক পুরুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলতে লজ্জা পান বা ভয় পান। কিন্তু নিয়মিত প্রস্টেট চেক করানো জীবন বাঁচাতে পারে। নিচে জানানো হলো কেন প্রস্টেট পরীক্ষা করানো এত গুরুত্বপূর্ণ:

প্রস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে অন্যতম সাধারণ ক্যানসার : পুরুষদের মধ্যে স্কিন ক্যানসারের পরই সবচেয়ে বেশি যেটা দেখা যায়, সেটা হলো প্রস্টেট ক্যানসার। প্রতি ৮ জন পুরুষের মধ্যে ১ জনের এটি হতে পারে।

সমস্যা হলো, প্রস্টেট ক্যানসার শুরুর দিকে সাধারণত কোনো উপসর্গ (লক্ষণ) দেয় না। তাই পরীক্ষা ছাড়া বোঝা যায় না। কিন্তু যদি আগে ধরা পড়ে, তাহলে তা পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ৫ বছরের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১০০%।

লক্ষণ সাধারণত অনেক দেরিতে দেখা দেয় : প্রস্টেটের সমস্যা অনেক সময় চুপচাপ বাড়তে থাকে, কোনো লক্ষণ ছাড়াই। যখন সমস্যা বুঝতে পারা যায় (যেমন প্রস্রাবে সমস্যা, ব্যথা বা রক্ত আসা), তখন অনেক সময় দেরি হয়ে যায়।

তাই আগেই PSA রক্ত পরীক্ষা বা ডিজিটাল রেকটাল পরীক্ষা (DRE) করিয়ে সমস্যাটি ধরা গেলে চিকিৎসা সহজ হয়।

অন্যান্য প্রস্টেট সমস্যা থেকেও বাঁচা যায় : শুধু ক্যানসার নয়, প্রস্টেট বড় হওয়া (BPH) বা ইনফেকশন (প্রোস্টাটাইটিস) থেকেও অনেক সমস্যা হতে পারে - যেমন ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালা, বা রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া। এসব সমস্যা জীবনযাত্রাকে কষ্টদায়ক করে তোলে।

চিকিৎসা করলে এসব সমস্যা থেকে দ্রুত আরাম পাওয়া যায়। কিন্তু তার জন্য আগে ধরা পড়া জরুরি।

বয়স ও পারিবারিক ইতিহাসে ঝুঁকি বাড়ে : যারা ৫০ বছরের বেশি বয়সী, তাদের প্রস্টেটের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি। যদি বাবা, ভাই বা পরিবারের কারও প্রস্টেট ক্যান্সার থেকে থাকে, তাহলে ঝুঁকি আরও বেড়ে যায়।

আবার আফ্রিকান বা ক্যারিবিয়ান বংশোদ্ভূত পুরুষদের মধ্যেও এই ঝুঁকি বেশি দেখা যায়। এসব ক্ষেত্রে ৪০ বা ৪৫ বছর বয়স থেকেই চেকআপ শুরু করা ভালো।

এখনকার পরীক্ষাগুলো সহজ ও নির্ভরযোগ্য : অনেকেই ভয় পান, ভাবেন পরীক্ষা করতে গিয়ে হয়তো অনেক কষ্ট হবে। কিন্তু বাস্তবে এখনকার প্রস্টেট পরীক্ষা খুবই সহজ - যেমন একটি সাধারণ রক্ত পরীক্ষা (PSA)। আর প্রয়োজন হলে যে ডিজিটাল পরীক্ষা করা হয়, তাও মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার।

এ ছাড়া আধুনিক সময়ের MRI বা বায়োপসি পরীক্ষার মাধ্যমে খুব নির্ভুলভাবে বোঝা যায় কোনো সমস্যা আছে কি না।

নিজের যত্ন নেওয়া মানে মানসিক শান্তিও পাওয়া : প্রস্টেট চেকআপ করানো শুধু অসুখ ঠেকানোর জন্য নয়, এটা নিজের প্রতি যত্ন নেওয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে মনেও একটা শান্তি পাওয়া যায়। আর যদি কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে আগে থেকেই চিকিৎসা শুরু করা যায়।

প্রস্টেট চেকআপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটি খুবই সাধারণ ও দরকারি একটি স্বাস্থ্য পরীক্ষা। আপনি যদি ৫০-এর বেশি হন, কিংবা পরিবারের কারও প্রস্টেট সমস্যা থাকে, তাহলে এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার।

আরও পড়ুন : ডিম কি হার্টের জন্য ক্ষতিকর

আরও পড়ুন : ঘুমের মধ্যেও হতে পারে হার্ট ফেইলিওর

নিজের শরীরের যত্ন নিন। কয়েক মিনিটের একটি পরীক্ষা হয়তো আপনার জীবন বাঁচাতে পারে।

কখন প্রস্টেট চেক করাবেন?

৫০ বছর বয়সের পর: সব পুরুষেরই চিকিৎসকের সঙ্গে আলাপ করা উচিত।

৪০-৪৫ বছর বয়সে: যদি পারিবারিক ইতিহাস থাকে বা আপনি বেশি ঝুঁকিতে থাকেন।

যে কোনো বয়সে: যদি প্রস্রাবে সমস্যা, ব্যথা বা অন্য কোনো উপসর্গ দেখা দেয়।

স্বাস্থ্যই সম্পদ। তাই নিজের প্রতি যত্নবান হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১০

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১১

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১২

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৩

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৪

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

১৫

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

১৬

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

১৭

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

১৮

যা কিছু রেখে গেলেন ধর্মেন্দ্র

১৯

এবার একাত্তর ইস্যুতে যাদের বিচার চাইলেন নাসীরুদ্দীন

২০
X