একটি কৃষি খামারের জমি খুঁড়তে গিয়ে ৭ শতাধিক স্বর্ণমুদ্রা পেয়েছেন এক কৃষক। ঘটনাটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কেনটাকির ব্লুগ্রাস স্টেট এলাকার। অ্যান্টিক মুদ্রা ক্রয়-বিক্রিয়ের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কোম্পানি গোভমিন্ট ডটকম তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া এই মুদ্রাগুলোর কোনোটি ১ ডলার, কোনোটি ১০ ডলার এবং কোনোটি ২০ ডলারের। ওই সময়ে ২০ ডলার মূল্যমানের বেশি অর্থের স্বর্ণমুদ্রা পাওয়া যেত না যুক্তরাষ্ট্রে। যে স্বর্ণমুদ্রাগুলো পাওয়া গেছে, সেগুলোর মধ্যে ২০ ডলারের মুদ্রা রয়েছে মাত্র ১৮টি।
যার খামারের জমি থেকে এই মুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে, তার নাম-পরিচয় গোপন রেখেছে গোভমিন্ট ডটকম। খামারের মালিকের কাছ থেকে স্বর্ণমুদ্রাগুলো কিনে নিয়েছে গোভমিন্ট ডটকম; আর এক্ষেত্রে মধ্যস্থতা করেছে জেফ গ্যারেট নামের আরেকটি অ্যান্টিক মুদ্রা ব্যবসায়ী সংস্থা।
এক বিবৃতিতে জেফ গ্যারেট জানিয়েছে, ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্রের যে ১১টি রাজ্য কেন্দ্রীয় ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল-কেনটাকি ছিল সেগুলোর মধ্যে অন্যতম।
মন্তব্য করুন