কর্মসংস্থান ব্যাংক পর্ষদে চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন ড. এ এফ এম মতিউর রহমান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
১৯৭৩ সালে মতিউর রহমানের সরকারি চাকরি জীবন শুরু। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত কর্মসংস্থান ব্যাংক পর্ষদে পরিচালক ছিলেন। তিনি একজন অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। যুক্তরাষ্ট্রের প্রিস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে (মাইক্রোক্রেডিট) পিএইচডি করেন। তার গবেষণা ও প্রকাশনার মধ্যে ‘আমার যাপিত জীবন ও প্রশাসন’, ‘পটেনশিয়াল অ্যান্ড প্রসপেক্টস অব বিআরডিবি’, ‘ইমপ্যাক্ট অন স্কিল ট্রেনিং আন্ডার পিএ প্রজেক্টস অব বিআরডিবি’, ‘হোয়াই উই আর পুওর’ উল্লেখযোগ্য। সংবাদ বিজ্ঞপ্তি।