বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ এবং যাত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি স্বাক্ষর হয়েছে।
গতকাল বুধবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে টিকিট বিক্রিসহ অন্যান্য ক্ষেত্রে উভয় এয়ারলাইন্স পরস্পরকে সহযোগিতা করবে, যা এয়ারলাইন্স দুটির অপারেশনাল সক্ষমতা ঘটাবে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় হবে এবং এতে উভয় এয়ারলাইন্স এর সুবিধা পাবে। এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি উভয় এয়ারলাইন্সের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। এটি সম্মানিত যাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্ধনকে আরও শক্তিশালী করবে।
অন্যদিকে গালফ এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি বলেন, এর ফলে আমাদের নেটওয়ার্ক সম্প্রসারিত হবে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ উপভোগ করতে পারবেন।
মন্তব্য করুন