কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২২ এএম
প্রিন্ট সংস্করণ
ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে ড. আহসান এইচ মনসুর

অনাদায়ী ঋণ শোধে দরকার সরকার-দাতার সমঝোতা

অনাদায়ী ঋণ শোধে দরকার সরকার-দাতার সমঝোতা

বর্তমানে সরকারি ব্যয়ের ৩৭ শতাংশ বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস থেকে নির্বাহ করা হচ্ছে। এ বৈদেশিক ঋণের অনেকাংশই অনাদায়ী। অথচ এগুলো বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হবে। কিন্তু কীভাবে তা শোধ করা হবে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এমন মন্তব্য করে বেসরকারি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর সরকারের প্রতি পরামর্শ রেখে বলেছেন, এ লক্ষ্যে উন্নয়ন-সহযোগী সংস্থাগুলোর সঙ্গে ঋণ শোধ করার বিষয়ে সরকারের একটি সমঝোতা হওয়া দরকার। অন্যথায় এ বৈদেশিক ঋণের সুদ পরিশোধের চাপ অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

গতকাল রোববার জুয়েলারি শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোক্তাতাদের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এ প্রতিযোগিতা অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অনুষ্ঠানে ড. আহসান এইচ মনসুর অর্থনীতির বিভিন্ন খাতের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সরকারের কিছু উদ্যোগের গঠনমূলক সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নে যে পদক্ষেপ নিচ্ছে, তা টেকসই হবে না। এটি একটি গর্হিত কাজ। বর্তমানে রিজার্ভ কমে ২২ বিলিয়নে এসেছে। অন্যদিকে, ব্যাংকিং খাতের পরিধি ক্রমে সংকুচিত হয়ে আসছে। ফলে আগামী সময়ে মূল্যস্ফীতি বাড়বে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ বছর বাংলাদেশের জিডিপি কমার শঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাজার ব্যবস্থাপনার সঙ্গে ডলারের মূল্য নির্ধারণ না করলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব বাড়বে।

অনুষ্ঠানে জুয়েলারি শিল্পবিষয়ক আলোচনায় তিনি দাবি করেন, জুয়েলারি শিল্পে সম্পৃক্ত ব্যবসায়ীরা স্বর্ণ চোরাচালানে জড়িত নন। তাই স্বর্ণ চোরাচালানের প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। আইনি দুর্বলতার করণে স্বর্ণ চোরাচালানের সংক্রান্ত মামলার বিচার দীর্ঘায়িত হচ্ছে। দেশে শুল্ক গোয়েন্দারা যেভাবে স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে মিডিয়া ট্রায়াল করে, তা সঠিক নয় বলেও মনে করেন তিনি। আহসান এইচ মনসুর খাতটির সম্প্রসারণে একটি বিশেষ অর্থনৈতিক জোন করে ট্যাক্স, ভ্যাট সুবিধা প্রদানের মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, স্বর্ণ আমদানি ব্যাহত হলে চোরাচালান বাড়বে, সরকার রাজস্ব হারাবে। তাই দেশের চাহিদা অনুযায়ী ন্যূনতম হলেও বাংলাদেশ ব্যাংক স্বর্ণ আমদানিতে ছাড় দিলে চোরাচালান বন্ধ হবে, রাজস্বও বাড়বে। এ সময় জুয়েলারি শিল্পের বিকাশে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠান থেকে ১০ দফা সুপারিশ করা হয়।

এগুলোর মধ্যে স্বর্ণ, স্বর্ণালংকার, রুপা বা রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে আরোপিত ভ্যাট হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা, স্বর্ণালংকার রপ্তানি ও দেশীয় চাহিদা মেটানোর লক্ষ্যে অলংকার প্রস্তুত করার কাঁচামাল ও মেশিনারিজের ওপর বিশেষ শুল্ক ছাড় দেওয়াসহ অন্তত ৫ বছরের জন্য কর অবকাশ প্রদান করা, নিম্নমানের অলংকার, জুয়েলারি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে কঠিন শাস্তির আওতায় আনা, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্যের ১০ শতাংশ পুরস্কার হিসেবে প্রদান, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অনিবন্ধিত জুয়েলারি বিক্রয়কারী প্রতিষ্ঠানকে বাজুসের সদস্যপদ না দেওয়া এবং নিবন্ধিত সব প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) যত দ্রুত সম্ভব বিতরণ করা উল্লেখযোগ্য।

জুয়েলারি শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে ঢাকা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আলমগীর হোসেন, রুহুল আমিন রাসেল, কাবেরী মৈত্রেয় ও রেফায়েত উল্লাহ মীরধা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু বিষয় আলোচনা না হলেও জুলাই সনদে রাখা হয়েছে : সালাহউদ্দিন

খাবারে বিষক্রিয়া, বন্ধ হলো রণবীরের সিনেমার শুটিং

ভিটাসহ শ্বশুরবাড়ি বিক্রি করে দিলেন নাজমুল

ব্রাজিল দলে জায়গা হারাচ্ছেন ভিনি!

সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন সানি লিওন

কম্পিউটারের জন্য নিখোঁজ, ১০ দিনেও মেলেনি রাকিবের সন্ধান

বুকে ব্যথা, জ্ঞান হারালেন পাকিস্তানি অভিনেত্রী

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে : রিজভী

আশুলিয়ায় হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

ওয়াইফাইয়ের গতি কম? বাড়াবেন যে ১০ উপায়ে

১০

জেনেভা ক্যাম্পের হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার  

১১

রিয়ালের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনি

১২

মাউশির চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৩

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

১৪

শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে চৌদ্দগ্রাম ইউএনওর অভিযান

১৫

কাজে আসছে না কোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

১৬

আইপিএলের পর দ্বিতীয় সেরা হতে চায় যে টি-টোয়েন্টি লিগ

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে সেমিস্টার ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

১৮

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন : আইন উপদেষ্টা

১৯

নাটোরে ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

২০
X