কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

বছরভর মন্দা পুঁজিবাজারে

ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি: সংগৃহীত
ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি: সংগৃহীত

অর্থনীতির নানা সংকটে বছরজুড়ে দেশের পুঁজিবাজার ছিল মন্দার কবলে। তবে বাজার মূলধন কিছুটা বেড়েছে। এ সময় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন কমেছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিষয়ে গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রক সংস্থার আরোপিত দীর্ঘমেয়াদি বিধিনিষেধে বাজারে বিরূপ প্রভাব পড়েছে। সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে বাজার পরিস্থিতি প্রাণ ফিরে পাবে বলেও মনে করছেন তারা।

একনজরে ডিএসই ২০২৩

টার্নওভার বা লেনদেন: ২০২৩ সালে টার্নওভার কমেছে। এ বছর শেষে মোট লেনদেন দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৯ কোটি টাকা। এ সময় দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৭৮ কোটি টাকা। ২০২২ সালে ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৪৭ কোটি ৯৩ লাখ টাকা। এ সময় গড় লেনদেন ছিল ৯৬০ কোটি টাকা।

এ ছাড়া ২০২৩ সালে ব্লক মার্কেটে মোট লেনদেন হয় ১৪ হাজার ১৭৭ কোটি ১০ লাখ টাকা। ২০২২ সালে ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল ১৪ হাজার ২৫৩ কোটি টাকা। বছরের ব্যবধানে বাজারে লেনদেন কমেছে।

এসএমই মার্কেটে লেনদেন: এসএমই মার্কেটে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৪২ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকা। ২০২২ সালে লেনদেন হয় ২ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা। বছরের ব্যবধানে এসএমই মার্কেটেও লেনদেন কমেছে।

মোবাইল লেনদেন: মোবাইল লেনদেন হয়েছে ১৬ হাজার ৮৪৮ কোটি ৫১ লাখ টাকা, যা মোট লেনদেনের ১১ দশমিক ৭৯ শতাংশ। ২০২২ সালে লেনদেন হয়েছিল ৩০ হাজার ৭৯ কোটি ৮৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ১২ দশমিক ৭০ শতাংশ। বছরের ব্যবধানে মোবাইল লেনদেনও কমেছে।

বাজার মূলধন: বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ হাজার ৮০৮ বিলিয়ন টাকা। আগের বছর বাজার মূলধন ছিল ৭ হাজার ৬০৯ বিলিয়ন টাকা।

জিডিপি অনুপাতে মূলধন: জিডিপি অনুপাতে ডিএসইতে মূলধন কমেছে। বছরের ব্যবধানে দেশের মোট জিডিপির বিপরীতে পুঁজিবাজারের মূলধন অনুপাত কমেছে ১ দশমিক ৫৫ শতাংশ পয়েন্ট। বছর শেষে জিডিপির বিপরীতে পুঁজিবাজারের মূলধন দাঁড়িয়েছে ১৭ দশমিক ৫৯ শতাংশ। ২০২২ সালে যা ছিল ১৯ দশমিক ১৪ শতাংশ।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বছর শেষে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৬, ডিএসই৩০ সূচক ২ হাজার ৯৩ ও ডিএসইএক্স শরিয়াহ সূচক ১ হাজার ৩৬৪ পয়েন্টে। আগের বছর ডিএসইএক্স ছিল ৬ হাজার ২০৬, ডিএসই৩০ সূচক ২ হাজার ১৯৫ এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১ হাজার ৩৫৮ পয়েন্টে। বছরের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬৯ এবং শরিয়াহ সূচক ৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়েছে। ডিএসই৩০ সূচক ১০১ পয়েন্ট কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১০

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১১

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১২

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৩

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৪

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৫

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৬

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৭

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৮

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

১৯

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

২০
X