

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় চ্যালেঞ্জের মুখে দেশটির পর্যটনভিত্তিক অর্থনীতি। গত সপ্তাহে ঘূর্ণিঝড় ডিটওয়া দ্বীপজুড়ে তাণ্ডব চালানোর পর পরিস্থিতি পাল্টে গেছে। এতে প্রায় ৫০০ মানুষের প্রাণ কেড়ে নেয়। দেশের তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের খাত পর্যটন। মূলত ছোট অপারেটরদের ওপরই নির্ভরশীল, যা জিডিপির প্রায় ৪ শতাংশ। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। কিন্তু ঘূর্ণিঝড় ডিটওয়ার ব্যাপক ক্ষতি আবারও নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ঘূর্ণিঝড়টি দেশের ২২ মিলিয়ন মানুষের প্রায় ১০ শতাংশ-এর ওপর প্রভাব ফেলেছে, হাজারো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, মারা গেছেন অন্তত ৪৮৬ জন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বিদ্যুৎলাইন, টেলিকম সেবা এবং কৃষি খাত। এ বছর মধ্য নভেম্বর পর্যন্ত পর্যটক আগমন দুই মিলিয়ন ছাড়িয়েছে, আর সরকার আশা করছে, বছর শেষে এ সংখ্যা ২ দশমিক ৬ মিলিয়ন হবে, যা কোভিড-পরবর্তী সময়ে সর্বোচ্চ।
মন্তব্য করুন