চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৮তম বার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার মিরাকাঁঠাল সার্বজনীন ধোবাপুকুর শ্মশান রক্ষা কমিটির আয়োজনে দিবসটি পালন করা হয়।
হুল-হুল-হুল; সিধু-কানুর হুল, স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাঁওতাল বিদ্রোহের বিপ্লবী নেতা সিধু-কানুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভার মধ্য দিয়ে মিরাকাঁঠাল ও আশপাশের গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ এই প্রথমবার গ্রামে পালন করেছে সাঁওতাল বিদ্রোহ দিবস।
ধামসা মাদলের তালে নেচে গেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ শিশুরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে, বিপ্লবী সিধু-কানুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আলোচনা সভায় জগদীশ সরেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিরেন বেশরা, মাতি মুরমু, ডলি সরেন প্রমুখ।
মন্তব্য করুন