গুণধর পুত্র
গুণ আছে বটে যুক্তরাজ্যের ড্যানিয়েল কাথবার্টের। তবে সেটা কাজে লাগিয়েছেন ব্যাংকের অর্থ আত্মসাতে। আর সেই ব্যাংক অ্যাকাউন্ট আর কারও নয়, কাথবার্টের বাবা ও প্রয়াত মায়ের। ঘটনা ২০১৭ থেকে ২০১৮ সালব্যাপী হলেও ধরা পড়েছেন সম্প্রতি। ব্যাংকে ফোন করে কাথবার্ট নকল করেছিলেন নিজের প্রয়াত মা ও শোকসন্তপ্ত বাবার গলা। টানা ১৪ মাস ফোনের পর ফোন করে গেছেন গলা নকল করে। ব্যাংক কর্তৃপক্ষ টেরই পায়নি। আর এভাবেই নিজের মা-বাবার অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে সরিয়েছেন ৭০ হাজার ডলার। ধরা
পড়ে এখন জেলখানায় আছেন ৪২ বছর বয়সী কাথবার্ট।
পঁচিশ বছর ধরে
পঁচিশ বছর ধরে একটি শিয়াল পরিবারের দেখভাল করে আসছেন যুক্তরাজ্যের দক্ষিণ ল্যাংকাশায়ারের বাসিন্দা শ্যারন হিউস। শিয়ালগুলো প্রতিদিনই সময়মতো দল বেঁধে হাজির হয় শ্যারনের বাড়ির সামনে। ইদানীং ওদের খাওয়ানোর দৃশ্য ইন্টারনেটে শেয়ার করতে শুরু করলেই তারকা বনে যান শ্যারন। শ্যারন জানান, ২৫ বছর আগে একদিন দুই শিয়াল তার বাড়ির সামনে এলে তিনি একটু খাবার ছুড়ে দিয়েছিলেন। পরদিনও তারা হাজির। সেই থেকে বংশপরম্পরায় এখন গোটা পরিবার এসে হাজির হয় সসেজ দিয়ে ব্রেকফাস্ট করতে।
চীনা খামারির কাণ্ড
ছিলেন গ্রামে। এখন থেকে থাকতে হবে সিচুয়ান শহরে। তাও আবার একটি ভবনের ছয়তলায়। তাই বলে কি আর গ্রামের খামারি জীবন ছেড়ে দেবেন? তাই সঙ্গে নিয়ে এসেছিলেন বাছুর আর ছাগলছানাগুলোকেও। অবলীলায় সেগুলোকে ‘লালন-পালন’ করতে লাগলেন বারান্দায়। তবে শেষ রক্ষা হয়নি। বাছুর ও ছাগলের ক্রমাগত ডাকাডাকি এবং বর্জ্যের গন্ধে প্রতিবেশীরা উঠেপড়ে লাগেন তার বিরুদ্ধে। তাদের আরও অভিযোগ, ওই খামারির মতো আশপাশের আরও অনেকেই যার যার ফ্ল্যাটে হাঁস-মুরগি নিয়ে দেদার দিন কাটাচ্ছেন।
মন্তব্য করুন