কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

দেশকে কেউ অন্ধকারে ফেলে দিতে পারবে না : প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ দেশকে পেছনে ঠেলে দিতে পারবে না, অন্ধকারে ফেলে দিতে পারবে না। গতকাল রোববার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, টিউশন ফি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাধ্যমিক থেকে স্নাতক ও সম্মান পর্যায়ের অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম’ উদ্বোধন, ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩’-এর সেরা মেধাবী পুরস্কার এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যতক্ষণ তার দেহে প্রাণ আছে, ততক্ষণ তিনি জঞ্জাল সরাতে কাজ করে যাবেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব সময় এ কথা মনে রাখতে হবে যে, এ জাতি বীরের জাতি। তারা কারও কাছে মাথা নত করে না। আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমরা পথ দেখিয়েছি। আমাদের মেধাবী শিশুরা এ পথেই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

শেখ হাসিনা বলেন, কারও কাছে মাথা নত না করে বিশ্বমঞ্চে আত্মমর্যাদার সঙ্গে আবারও মাথা উঁচু করে দেশকে এগিয়ে নিতে সঠিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। এ বাংলাদেশ ও বাঙালি জাতি এগিয়ে যাবে, আত্মমর্যাদা ও আত্মসম্মান নিয়ে বিশ্ব-অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা কারও কাছে মাথা নত করব না। এটি আমাদের অঙ্গীকার।

আমাদের মেধাবী ছেলেমেয়েরা দেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন, কি পারবে না? তখন সবাই সমস্বরে চিৎকার করে পারব বলে প্রধানমন্ত্রীর কাছে অঙ্গীকার করেন।

আজকের শিক্ষার্থীরা আগামী দিনে জাতির হাল ধরবে, সে কথা স্মরণ করিয়ে তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, দেশের মানুষকে ভুলবে না। মানুষের জন্য কিন্তু সব। জাতির পিতা বলেছিলেন, শিক্ষিত ভাইয়েরা, আপনাদের লেখাপড়ার যে খরচ জনগণ দিয়েছে, তা শুধু আপনাদের সংসার দেখার জন্য নয়। দিয়েছে এজন্য যে, তাদের জন্য আপনারা কাজ করবেন, তাদের সেবা করবেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবা করতে হবে। জনসেবার চেয়ে আর কোনো কিছু বড় না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, বিশ্ব পরিবর্তনশীল, এর সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আজ প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, গবেষণার যুগ।

শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকারের নানা সৃজনশীল কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি মনে করি, আমাদের ছেলেমেয়েদের যে মেধা, সেই মেধা যদি বিকাশের সুযোগ আমরা দিই, তাহলে এ দেশকে কখনো কেউ আর পেছাতে পারবে না। আমরা এগিয়ে যাব।

স্বাস্থ্য, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা জায়গায় আমাদের গবেষণা একটু পিছিয়ে আছে, সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে, স্বাস্থ্য বিজ্ঞানে গবেষণার ওপর আমি গুরুত্ব দিচ্ছি। কৃষিতে আমরা যথেষ্ট অগ্রগতি লাভ করেছি। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু অতটা করতে পারিনি।

বিগত বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ও সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮-এর পর ২০০৯ থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বাংলাদেশে এই প্রথম, ৫০ বছরের ইতিহাসে এই প্রথম। আর সেটা আছে বলেই আজ আমাদের দেশটা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক স্মৃতি কর্মকার।

মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সম্মান পর্যায়ের প্রায় ৫৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী উপবৃত্তি এবং টিউশন ফি হিসাবে মোট ১ হাজার ২০০ কোটি টাকা পাচ্ছেন। পাশাপাশি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩-এ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ১৫ জন মেধাবী শিক্ষার্থী পুরস্কার পায়। স্নাতকোত্তর পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলারশিপ অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন ২২ শিক্ষার্থী। পুরস্কারপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

কমনওয়েলথ দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর আহ্বান: কমনওয়েলথ দেশগুলোকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় গণভবনে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের ডেপুটি চেয়ার লর্ড হুগো জর্জ উইলিয়াম সোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কমনওয়েলথ দেশগুলোকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা জোরদার করা উচিত। কমনওয়েলথের বাইরের দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সৌদি আরব, কাতারসহ তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে আগামী ১৩-১৪ সেপ্টেম্বর ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ‘কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’-এর বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এই ট্রেড অ্যান্ড ইনভেস্ট ফোরাম আয়োজন করবে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল।

কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের এই আয়োজনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৭ সালে তাকে দেশে ফেরার অনুমতি দেওয়ার জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দেওয়াসহ কমনওয়েলথ দেশগুলোর ভূমিকার কথা স্মরণ করেন।

কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন এর পরিচালক (অপারেশন) ড্যানিয়েল সিয়ান লেনো, কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসাইন, কৌশলগত অংশীদার শাহিনুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরের মধ্যে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

পদ্মা ব্যাংকের ১২৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত

নতুন ভূমিকায় এবার দেখা মিলবে সৌরভ গাঙ্গুলির

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ 

বিপাকে পড়েছেন শ্রদ্ধা কাপুর

বিয়ের আগে মা হওয়া নিয়ে গর্ববোধ করেন নেহা ধুপিয়া

পেনাল্টি মিসের দোষ রেফারির ঘাড়ে চাপালেন ম্যানইউ অধিনায়ক

৪ ইভেন্টে ৩ রেকর্ডে যে বার্তা দিলেন রিংকি

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্যতম প্রতিভাবান ক্রিকেটার

১১

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদের

১২

গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা জানালেন তৌহিদ আফ্রিদি

১৩

সুনামগঞ্জে বালু-পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান

১৪

টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য রেকর্ড গড়ে যা বললেন সাকিব

১৫

ইসির শুনানিতে হট্টগোল / রুমিন ফারহানার সমর্থকদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ 

১৬

কারাগারে বিক্রমাসিংহে, মুখ খুললেন সাবেক তিন প্রেসিডেন্ট

১৭

গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

১৮

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে দ্বিগুণের বেশি

১৯

জুম টিভির অফিসে নিরাপত্তা বাহিনীর অভিযান

২০
X