কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৪:৪৯ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৮:১৯ এএম
প্রিন্ট সংস্করণ
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ

দ্রুত চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। ছবি : কালবেলা
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন। একই সঙ্গে তিনি ভিডিও বার্তাও দিয়েছেন। এ ছাড়া হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাহিদ ইসলাম, মাহিন সরকারসহ অন্য সমন্বয়ক ও সহ-সমন্বয়করাও ফেসবুকে স্ট্যাটাস বা গণমাধ্যমে বার্তা দিয়ে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার এ কর্মসূচি পালিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা। সে কারণেই কর্মসূচি এক দিন এগিয়ে আনা হয়েছে।

জানা গেছে, গতকাল রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই (সোমবার) সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই (রোববার) ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। চূড়ান্ত লড়াই; এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ থেকে সবাই ঢাকায় আসুন। যে যেভাবে পারেন ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে।

এর আগে, দুপুর পৌনে ২টায় এক বিজ্ঞপ্তিতে সোমবার সারা দেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করার কথা জানানো হয়েছিল। এ ছাড়া শাহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেওয়া হয়। পরের দিন মঙ্গলবার (৬ আগস্ট) সারা দেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। যেটিকে ‘লং মার্চ টু ঢাকা’ নাম দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় শাহবাগে জমায়েত করবেন বলে জানিয়েছিলেন আন্দোলনকারীরা।

এদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা এবং সংঘর্ষ ও সংঘাতের সময় তাদের রক্ষা করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্ল্যাটফর্মটির সহ-সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন জানিয়েছেন, আন্দোলনকারীদের মধ্যে যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় হিন্দু ও সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদের রক্ষা করার জন্য অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন। এই আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ জেলায় চাকরি দিচ্ছে এসিআই মটরস

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

০১ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১০

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

১১

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

১২

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

১৩

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

১৪

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১৫

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১৭

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৮

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৯

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

২০
X