কালবেলা প্রতিবেদক, ঢাকা ও সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০২:৩৫ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ
পরিবার বলছে নির্দোষ

সাংগঠনিক সিদ্ধান্তে ‘চাঙ্গা হতে’ হাওরে যান ৩৪ শিক্ষার্থী

সুনামগঞ্জের আদালতে বুয়েট শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সুনামগঞ্জের আদালতে বুয়েট শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ শিক্ষার্থীসহ ৩৪ জন ছাত্রশিবিরের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ। সাংগঠনিক সিদ্ধান্তে তারা মোটিভেশনাল কার্যক্রমের অংশ হিসেবে চাঙ্গা হতে সেখানে অবস্থান করছিলেন। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কী ধরনের কার্যক্রম চালাতে হবে, সেই শিক্ষা দিতে তাদের হাওরের মতো নিরিবিলি এলাকায় নিয়ে যাওয়া হয়। এই দলের নেতৃত্বে ছিলেন বুয়েট শাখা ছাত্রশিবিরের বায়তুলমাল বিষয়ক সম্পাদক আফিফ আনোয়ার। ওই ছাত্রদের কাছ থেকে জব্দ করা ডিভাইসসহ বিভিন্ন আলামত পরীক্ষায় এসব তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রের দাবি।

অবশ্য ওই ছাত্রদের অভিভাবকরা বলছেন, বুয়েটের গ্রেপ্তার হওয়া ছাত্রদের কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন, সবাই সাধারণ ছাত্র। পরিবারের অনুমতি নিয়েই তারা হাওরে বেড়াতে গিয়েছিলেন। পুলিশ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

অভিভাবকরা অভিযোগ করেছেন, তারা এমন পরিস্থিতিতে বুয়েট কর্তৃপক্ষের কোনো সহায়তা পাচ্ছেন না। কর্তৃপক্ষ তাদের বলেছে, এই ভ্রমণে প্রতিষ্ঠান যুক্ত ছিল না, এটা ছাত্রদের ব্যক্তিগত ভ্রমণ ছিল। তাই আইনগত বিষয়গুলো পরিবারকেই দেখতে হবে।

সুনামগঞ্জ জেলা পুলিশ কর্মকর্তারা দাবি করছেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ঢাকার শিবিরের নেতাদের মোবাইল নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের মোবাইল ফোন সেটে সংগঠনের নানা কার্যক্রম এবং ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে নানা কৌশলের বিষয় পাওয়া গেছে। মোটিভেশনাল স্পেসও উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষা করা হবে।

সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ বলেন, গ্রেপ্তার ৩৪ জনই শিবিরের নেতাকর্মী। তারা দেশের নিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতি এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে বৈঠক করার জন্য হাওরের মতো শান্তিপূর্ণ ও নিরিবিলি জায়গা বেছে নিয়েছিল।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরে শহীদুলের মালিকানাধীন হাউসবোট থেকে ওই ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২৪ জন বুয়েটের শিক্ষার্থী, ৭ জন সাবেক শিক্ষার্থী এবং তিনজন শিক্ষার্থী বাবুর্চি। সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

বুয়েটের গ্রেপ্তার শিক্ষার্থী যারা: ম্যাটারিয়ালস অ্যান্ড মেটারলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের আফিফ আনোয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র বখতিয়ার নাফিস ও ফায়েজ উস সোয়াইব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সাইখ সাদিক, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইসমাইল ইবনে আজাদ, সাকিব শাহরিয়ার, সাব্বির আহম্মেদ ও তাজিমুর রাফি, বস্তু ও ধাতব কৌশল বিভাগের সাদ আদনান অপি ও শামীম আল রাজি, যন্ত্রকৌশল বিভাগের ছাত্র আব্দুলাহ আল মুকিত, শিল্প ও উৎপাদন কৌশল বিভাগের ছাত্র জায়িম সরকার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের হাইছাম বিন মাহবুব, যন্ত্রকৌশল বিভাগের ছাত্র মাহমুদুর হাসান, আইপিই বিভাগের খালিদ আম্মার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ফাহাদুল ইসলাম ও তানভির আরাফাত ফাহিম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এটিএম আবরার মুহতাদী ও ফয়সাল হাবিব, বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের ছাত্র আনোয়ারুল্লাহ সিদ্দিকী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আলী আম্মার মৌয়াজ, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ের রাশেদ রায়হান, কম্পিউটার সায়েন্সের আব্দুর রাফি এবং তড়িৎ ও ইলেকট্রনিক বিভাগের ছাত্র মাঈন উদ্দিন।

অভিভাবকদের সংবাদ সম্মেলন: ৩৪ শিক্ষার্থীকে অন্যায়ভাবে আটক করে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীদের অভিভাবকরা। গতকাল মঙ্গলবার বিকেলে বুয়েট শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিভাবকরা এই দাবি করেন।

লিখিত বক্তব্যে আলী আহসান জুনায়েদ নামে একজন অভিভাবক বলেন, তাদের অবগত করেই গত শনিবার আমাদের সন্তান ও স্বজনরা ক্যাম্পাসের বন্ধুদের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়। ভ্রমণের একপর্যায়ে গত রোববার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের আটক করে। এর পর থেকে তাদের ফোনে পাওয়া যাচ্ছিল না। কিন্তু পরে রাতে ভিন্ন মাধ্যমে জানতে পারেন, ভ্রমণকারী সবাইকে তাহিরপুর থানায় নিয়ে গেছে পুলিশ। পরে জানতে পারেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। তারা নাকি নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য সেখানে গেছে! আমরা মনে করি এরকম হাস্যকর ও বানোয়াট অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক। স্থানীয় ওসি ও এসপিকে ফোন দেওয়ার পাশাপাশি আমরা রাত থেকে বুয়েটের ভিসিকে ফোন দিয়েছিলাম অসংখ্যবার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কারও সঙ্গেই যোগাযোগে সক্ষম হইনি।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই পুরো বিষয়টি আমাদের প্রচণ্ড উদ্বিগ্ন করে তুলেছে। এ ধরনের ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা কারা করছে এবং কোন উদ্দেশ্যে করছে—এ বিষয়টি নিয়ে যে আমরা উদ্বিগ্ন এবং আমাদের সন্তানদের শিক্ষাজীবন ও ক্যারিয়ার হুমকির সম্মুখীন সেটা বুয়েট কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধও জানিয়েছি। তারা তাদের প্রসিডিউর অনুযায়ী চেষ্টা করবেন বলে বলেছেন।

নাশকতার পরিকল্পনা হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, জব্দকৃত মালপত্র হিসেবে কতগুলো জিনিসপত্র তাদের কাছ থেকে উদ্ধারের যে প্রসঙ্গ অবতারণা করা হয়েছে এটি অত্যন্ত হাস্যকর এবং পরিষ্কারভাবে বানোয়াট বিষয়। তারা টার্ম-ব্রেকের বন্ধের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে ওখানে গেছে। আর টাঙ্গুয়ার হাওরে গিয়ে কেউ নাশকতার পরিকল্পনা করবে, এমন অভিযোগও হাস্যকর। আমরা বুয়েট প্রশাসনকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে আমাদের সন্তানরা জড়িত নয়। কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত—এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা পরিষ্কার ভাষায় বলছি, তারা সাধারণ শিক্ষার্থী মাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১০

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১২

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৩

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৪

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৫

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৬

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৭

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৮

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৯

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

২০
X