শাওন সোলায়মান
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫৫ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

সাইবার হামলার বেশি ঝুঁকি ব্যাংকে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশজুড়ে ১৫ আগস্ট বড় ধরনের সাইবার আক্রমণের হুমকি রয়েছে। এই আক্রমণে সর্বাধিক ঝুঁকিতে রয়েছে আর্থিক খাত তথা ব্যাংক ও নন-ব্যাংকিং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়েল সার্ভিস’ বা ‘ডিডস’ আক্রমণ হতে পারে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে। আর এমনটা হলে ডিজিটাল লেনদেন প্রক্রিয়া ধীর হতে পারে। তবে সাইবার অপরাধীদের দেওয়া হুমকি অনুযায়ী শুধু ১৫ আগস্ট এক দিন না; বরং পুরো মাসজুড়েই সতর্ক থাকার কথা বলেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা বিজিডি ই-গভ সার্ট। তবে হ্যাকারদের হুমকির গ্রহণযোগ্যতা নিয়েও সন্দেহ রয়েছে কোনো কোনো সাইবার নিরাপত্তা বিশ্লেষকের।

১৫ আগস্ট সাইবার আক্রমণের হুমকি রয়েছে জানিয়ে গত শুক্রবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় সার্ট। এতে বলা হয়, ধর্মীয় ও ভিন্ন মতাদর্শে উদ্বুদ্ধ একটি হ্যাকারগোষ্ঠী ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিআইআইসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবাবিষয়ক প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি সংস্থার প্রতি সতর্কতা জারি করা হচ্ছে। সার্টের এমন বিজ্ঞপ্তির পর দেশজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাধীন সার্ট প্রকল্পের পরিচালক সাইফুল আলম খান কালবেলাকে বলেন, হ্যাকাররা ডার্ক ওয়েব কমিউনিটিতে বাংলাদেশে সাইবার হামলা চালানোর এ হুমকি দিয়েছে। তারা ডার্ক ওয়েবে বিভিন্ন কমিউনিটিতে একাধিক পোস্ট করেছে, যেখানে বাংলাদেশে ১৫ আগস্ট সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয়। আমরা এখনো তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানতে পারিনি; এ বিষয়ে কাজ চলছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, যে তারিখে হামলার কথা বলা হচ্ছে, হামলা কিন্তু শুধু সেই তারিখেই হবে; এটা নিশ্চিত করে বলা যায় না। তাৎক্ষণিক হামলা না করে দু-এক দিন আগে বা পরও এটি হতে পারে। এজন্য আমরা শুধু ১৫ আগস্ট এক দিন না বরং মাসজুড়েই সতর্ক থাকব।

সাইবার হামলার হুমকিদাতাদের পরিচয় ও অবস্থান শনাক্তে আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা আইনি পদক্ষেপের মাধ্যমে ফেসবুক ও টেলিগ্রাম থেকে অপরাধীদের পরিচয় ও সঠিক অবস্থান শনাক্তের প্রতি গুরুত্বারোপ করেন। জোহা বলেন, হুমকির ঘটনা গণমাধ্যমে ঢালাওভাবে প্রচারের ফলে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এটা না করে অপরাধীদের শনাক্তে আইনি পদক্ষেপ নেওয়া যেত। হুমকিদাতাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে। রাষ্ট্রীয় আইনে মামলা করে ফেসবুক এবং টেলিগ্রামের কাছ থেকে তাদের অবস্থান সম্পর্কে জানতে চাইতে পারে সরকার। হ্যাকাররা যা করছে সেটা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের পরিপন্থি। ফলে তারা তথ্য দেবে।

আক্রমণের দিন হিসেবে ১৫ আগস্টকে বেছে নেওয়ার পেছনে বিশেষ কারণ দেখেন কি না এবং সাইবার আক্রমণ হলে তার ধরন কেমন হতে পারে—এমন প্রশ্নের জবাবে জোহা বলেন, ১৫ আগস্ট এবং আশপাশের কয়েকটি দিন দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্সে (ভূ-রাজনীতি) খুবই তাৎপর্যপূর্ণ। এমন সময়ে সত্যি সত্যিই যদি সাইবার আক্রমণ হয় তাহলে আমি বলব যে, অত্র অঞ্চলে সাইবার যুদ্ধ শুরু হলো। আর সাইবার আক্রমণের ধরন হিসেবে আমরা মূলত ডিডস আক্রমণের আশঙ্কা করছি, যেটা ব্যাংকিং ও আর্থিক খাতকে লক্ষ্য করে হবে। এর ব্যাংকিং সেবায় ধীরগতি আসবে, বিশেষ করে কার্ড ও অনলাইন লেনদেনের মতো ডিজিটাল লেনদেন ধীর হয়ে যাবে। তবে এটা সাময়িক প্রভাব ফেলবে।

এদিকে হ্যাকারদের এমন হুমকি খুব একটা গুরুতরভাবে দেখছেন না একাধিক সাইবার নিরাপত্তা বিশ্লেষক। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মঈনুদ্দীন বলেন, হ্যাকাররা সাধারণত এমন পূর্ব ঘোষণা দিয়ে আক্রমণ করে না। গুরুতর আক্রমণ যারা করে, তারা বলে কয়ে করে না।

তবে ভবিষ্যতে যাই হোক না কেন—হামলার হুমকিকে মোটেও হালকা করে দেখছে না সার্ট। সার্টের প্রকল্প পরিচালক সাইফুল আলম খান বলেন, বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই এবং দেখছিও না। সব সরকারি সংস্থাকে সতর্ক করা হয়েছে এবং তারা সতর্ক আছে বলে আমাদের জানিয়েছে।

এ বিষয়ে ব্যাংকগুলোর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন কালবেলাকে বলেন, সাইবার নিরাপত্তায় বাংলাদেশের ব্যাংকগুলো এখন অনেক বেশি সতর্ক। ব্যাংকগুলো এ বিষয়ে তাদের বিনিয়োগও বাড়িয়েছে এবং এবিবির পক্ষ থেকেও নানা প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্মকর্তাদের শিক্ষা ও সচেতনতায় আমরা কাজ করছি। তবে সুনির্দিষ্ট করে ওই দিনটির জন্য আলাদা করে কেউ কিছু করছে না। একটু বাড়তি সতর্কতা নিতে হবে সবাইকে, এটুকুই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য ভাতিজার হাতে ফুফু খুন

কয়রায় আ.লীগের নেতাকর্মীদের নিয়ে সভা, মুচলেকায় মুক্ত উপ-পরিচালক

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৫ জন

চেক ডিজঅনার মামলায় শিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

র‌্যাব বিলুপ্তিসহ ১০ দফা সুপারিশ

অল্পের জন্য প্রাণে বাঁচল বাসভর্তি যাত্রী

নির্বাচন কমিশনের ওপর যে ‘অভিযোগ’ তুললেন ব্যারিস্টার ফুয়াদ

আখের রস খাওয়া কি ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদ

জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে : ফজলুর রহমান

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং ইতিহাসে রেকর্ড

১০

৩১ দফা দেশকে সংকট থেকে উত্তরণের রূপরেখা : কফিল উদ্দিন

১১

‘আ.লীগের কোনো প্রেতাত্মা বিএনপির সদস্য হতে পারবে না’

১২

যুক্তরাজ্য থেকে ফেরত এলো ১৫ বাংলাদেশি

১৩

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

১৪

ডাকাতির অভিযোগে বিশ্বকাপ খেলা ক্রিকেটার গ্রেপ্তার

১৫

প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘খোলামেলা’ লায়লা আখতার

১৬

ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল

১৭

শখ করে মাছ ধরতে যাওয়া কাল হলো হাবিবুল-সাঈমের

১৮

‘বিতর্কিত ভোট হলে জুতার মালা ও জেলের কথাও ভাবতে হবে’

১৯

বাংলাদেশের খেলা সরাসরি দেখতে হলে মানতে হবে এই ১২ নির্দেশনা

২০
X