রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

ম্যাচে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন গিল। ছবি : সংগৃহীত
ম্যাচে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন গিল। ছবি : সংগৃহীত

কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণার বিধ্বংসী চার উইকেট, তার সঙ্গে যশস্বী জয়সওয়ালের অনবদ্য সেঞ্চুরি—সব মিলিয়ে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত।

টস জিতে প্রথমবারের মতো বোলিং বেছে নেওয়া ভারত শুরুতেই নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। কুইন্টন ডি ককের দৃষ্টিনন্দন শতক (১০৬) সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় ২৭০ রানে। জবাবে ভারত মাত্র ৩৯.৫ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

ভারতের বোলিংয়ে কুলদীপ যাদব ছিলেন সবচেয়ে কার্যকর—৪১ রানে নেন ৪ উইকেট। সমান চার উইকেট পান প্রসিধ কৃষ্ণা (৪/৬৬), যিনি মাঝের ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ডি কক ও টেম্বা বাভুমা দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়লেও, বাভুমার বিদায়ের পর দ্রুত ধসে পড়ে প্রোটিয়াদের ইনিংস। শেষ দিকে সামান্য প্রতিরোধ এলেও ২৮০-এর আগে থামে দক্ষিণ আফ্রিকা।

রান তাড়ায় শুরুটা ছিল সতর্ক। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ধীরে ইনিংস গড়েন। এরপর অভিজ্ঞতা ও আক্রমণের নিখুঁত মিশেলে রোহিত গতি বাড়ান। ৫৪ বলে ফিফটি তুলে নেওয়ার পথে একের পর এক বাউন্ডারিতে চাপ সরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত রোহিত থামেন ৭৫ রানে।

জয়সওয়াল প্রথমদিকে কিছুটা অস্বস্তিতে থাকলেও ধীরে ধীরে থিতু হন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ইনিংসের পূর্ণ নিয়ন্ত্রণ নেন বাঁহাতি ওপেনার। রোহিত বিদায়ের পর বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে ম্যাচ শেষ করে আসেন তিনি। ১২১ বলে অপরাজিত ১১৬ রান করে নিজের প্রথম ওয়ানডে শতক তুলে নেন জয়সওয়াল—তিন ফরম্যাটেই শতক করা ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখান।

অন্যপ্রান্তে কোহলি ছিলেন যথারীতি নির্ভরযোগ্য। ঝুঁকিহীন ব্যাটিংয়ে অপরাজিত ৬৫ রান করে দলকে জয়রেখা পার করান তিনি। ভারতীয় ইনিংসে তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার বোলারদের আর কোনো সুযোগই মেলেনি।

এই জয়ের মাধ্যমে ভারতের সিরিজ জয় নিশ্চিত হলো, আর ঘরের মাঠে দলটির প্রভাবশালী পারফরম্যান্স আবারও প্রমাণ করল—সাদা বলের ক্রিকেটে তারা এখনো আলাদা মানদণ্ড।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ২৭০ (৪৭.৫ ওভার): কুইন্টন ডি কক ১০৬, টেম্বা বাভুমা ৪৮; কুলদীপ যাদব ৪/৪১, প্রসিধ কৃষ্ণা ৪/৬৬।

ভারত ২৭১/১ (৩৯.৫ ওভার): যশস্বী জয়সওয়াল ১১৬*, রোহিত শর্মা ৭৫, বিরাট কোহলি ৬৫*।

ভারত জয়ী ৯ উইকেটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১০

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১১

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১২

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৩

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৪

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৫

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৬

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১৭

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১৮

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৯

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

২০
X