স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

ম্যাচে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন গিল। ছবি : সংগৃহীত
ম্যাচে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন গিল। ছবি : সংগৃহীত

কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণার বিধ্বংসী চার উইকেট, তার সঙ্গে যশস্বী জয়সওয়ালের অনবদ্য সেঞ্চুরি—সব মিলিয়ে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত।

টস জিতে প্রথমবারের মতো বোলিং বেছে নেওয়া ভারত শুরুতেই নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। কুইন্টন ডি ককের দৃষ্টিনন্দন শতক (১০৬) সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় ২৭০ রানে। জবাবে ভারত মাত্র ৩৯.৫ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

ভারতের বোলিংয়ে কুলদীপ যাদব ছিলেন সবচেয়ে কার্যকর—৪১ রানে নেন ৪ উইকেট। সমান চার উইকেট পান প্রসিধ কৃষ্ণা (৪/৬৬), যিনি মাঝের ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ডি কক ও টেম্বা বাভুমা দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়লেও, বাভুমার বিদায়ের পর দ্রুত ধসে পড়ে প্রোটিয়াদের ইনিংস। শেষ দিকে সামান্য প্রতিরোধ এলেও ২৮০-এর আগে থামে দক্ষিণ আফ্রিকা।

রান তাড়ায় শুরুটা ছিল সতর্ক। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ধীরে ইনিংস গড়েন। এরপর অভিজ্ঞতা ও আক্রমণের নিখুঁত মিশেলে রোহিত গতি বাড়ান। ৫৪ বলে ফিফটি তুলে নেওয়ার পথে একের পর এক বাউন্ডারিতে চাপ সরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত রোহিত থামেন ৭৫ রানে।

জয়সওয়াল প্রথমদিকে কিছুটা অস্বস্তিতে থাকলেও ধীরে ধীরে থিতু হন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ইনিংসের পূর্ণ নিয়ন্ত্রণ নেন বাঁহাতি ওপেনার। রোহিত বিদায়ের পর বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে ম্যাচ শেষ করে আসেন তিনি। ১২১ বলে অপরাজিত ১১৬ রান করে নিজের প্রথম ওয়ানডে শতক তুলে নেন জয়সওয়াল—তিন ফরম্যাটেই শতক করা ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখান।

অন্যপ্রান্তে কোহলি ছিলেন যথারীতি নির্ভরযোগ্য। ঝুঁকিহীন ব্যাটিংয়ে অপরাজিত ৬৫ রান করে দলকে জয়রেখা পার করান তিনি। ভারতীয় ইনিংসে তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার বোলারদের আর কোনো সুযোগই মেলেনি।

এই জয়ের মাধ্যমে ভারতের সিরিজ জয় নিশ্চিত হলো, আর ঘরের মাঠে দলটির প্রভাবশালী পারফরম্যান্স আবারও প্রমাণ করল—সাদা বলের ক্রিকেটে তারা এখনো আলাদা মানদণ্ড।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ২৭০ (৪৭.৫ ওভার): কুইন্টন ডি কক ১০৬, টেম্বা বাভুমা ৪৮; কুলদীপ যাদব ৪/৪১, প্রসিধ কৃষ্ণা ৪/৬৬।

ভারত ২৭১/১ (৩৯.৫ ওভার): যশস্বী জয়সওয়াল ১১৬*, রোহিত শর্মা ৭৫, বিরাট কোহলি ৬৫*।

ভারত জয়ী ৯ উইকেটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

১০

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

১১

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

১২

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

১৩

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১৪

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১৫

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১৬

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১৮

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

১৯

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

২০
X