কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
কল্যাণ ফ্রন্টের সম্মেলনে ফখরুল

বিএনপির বিরুদ্ধে ভারতে অপপ্রচার চালানো হয়েছে

বিএনপির বিরুদ্ধে ভারতে অপপ্রচার চালানো হয়েছে

বিএনপিকে হিন্দুবিদ্বেষী হিসেবে আওয়ামী লীগ ভারতে অপপ্রচার চালায় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এরা একটা মার্কেটিং করে। মার্কেটিংটা হচ্ছে—প্রতিবেশী দেশ ভারতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি, তাদের কাছে একটা অপপ্রচার চালায় যে, বাংলাদেশে বিএনপি হচ্ছে হিন্দুবিরোধী দল। তবে মানুষ এ কথা বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, বরং বিএনপি ক্ষমতায় থাকাকালে হিন্দুরা নিরাপদ থাকেন। হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য বিভিন্ন সময়ে আওয়ামী লীগের লোকজনই দখল করে।

গতকাল শনিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি সমর্থিত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। সম্মেলনে সারা দেশ থেকে শতাধিক প্রতিনিধি অংশ নেন। এতে লন্ডন থেকে স্কাইপের

মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন। সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএন তপন দের সঞ্চালনায় ফ্রন্টের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, অ্যালবার্ট পি কস্টা, অর্পনা রায় দাস, সুশীল বড়ুয়া, জন গোমেজ প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উদ্বিগ্ন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা বলছেন, আমাদের চিকিৎসার যে ব্যবস্থা, আমরা কী করতে পারব জানি না। তাই তারা বারবার বলেছেন, চিকিৎসার জন্য তাকে বিদেশে অ্যাডভান্স সেন্টারে পাঠানো উচিত। তাকে বিদেশে পাঠানো খুবই দরকার।

চেয়ারপারসনের মুক্তি চেয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশবাসী ও যারা দায়িত্বে আছেন, তাদের আমি পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন এবং সুচিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় গণতন্ত্র মুক্তির জন্য একদফা দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, সেই দাবি আদায় করে জনগণ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবে এবং তার মুক্তির ব্যবস্থা করবে। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিরোধী দলের নেতাদের সাজা দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। আজ কেউ ভোট দিতে পারে না। তরুণদের কাছে আমার অনুরোধ, আপনাদের কমিউনিটিসহ সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। তাদের বোঝাতে হবে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের জয়ী হওয়ার কোনো বিকল্প নেই। এবার যদি না পারেন, তাহলে বাংলাদেশ অন্তত ৫০ বছরের জন্য একটি কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী রাষ্ট্রের মধ্যে পড়বে।

কোকোর জন্মবার্ষিকী উদযাপন

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মদিন উপলক্ষে বনানীতে তার কবর জিয়ারতসহ দেশের বিভিন্ন স্থানে কোরআন খতম, দোয়া মাহফিল, খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল শনিবার সকালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর উত্তর বিএনপির আমান উল্লাহ আমান, আমিনুল হক, দক্ষিণ বিএনপির আবদুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, মীর সরফত আলী সপু, রকিবুল ইসলাম বকুল, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ওলামা দলের শাহ মো. নেছারুল হক, নজরুল ইসলাম তালকুদারসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান কোকো।

কোকোর স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, অত্যন্ত মেধাবী ও অসাধারণ এ সংগঠককে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার নির্লজ্জ ও নির্মমভাবে অত্যাচার-নির্যাতন করে। শারীরিক নির্যাতনে তিনি অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হওয়ার পর মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ : ডা. তাহের

স্মরণসভায় সাংবাদিকরা / গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি আবদুস শহিদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই বাসটি জব্দ

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

বাংলাদেশের এলডিসি উত্তরণে আরও সময় প্রয়োজন : ডিসিসিআই সভাপতি

১০

‘অলৌকিকভাবে’ ঘরবাড়িতে ধরছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

১১

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন

১২

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

১৩

ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল বিএনপি

১৪

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল / ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল আমিন, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত

১৫

রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

১৬

উপদেষ্টা আসিফের নামে ভুয়া ছবি প্রচার

১৭

নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট সুরক্ষা দেবে দাঁতকে : গবেষণা

১৮

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৯

নখসহ মানুষের আঙুল পাওয়া গেল চিকেন রোলে, অতঃপর...

২০
X