শফিকুল ইসলাম
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ মে ২০২৫, ০৫:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ
বিশিষ্টজনের সঙ্গে তারেক রহমান

সরকারকে চাপ অব্যাহত রাখতে হবে

সরকারকে চাপ অব্যাহত রাখতে হবে

অতিপ্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বর বা তার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচন চায় বিএনপি। সেজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। গতকাল সোমবার দলের পক্ষে যেসব বুদ্ধিজীবী ও নেতা-নেত্রী টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন, তাদের নিয়ে এক বৈঠকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সরকারকে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।

গতকাল বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও দলীয় নেতা-নেত্রী টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে যারা কথা বলেন, তাদের সঙ্গে বিশেষ এ বৈঠক করেন তারেক রহমান। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেশাজীবী, চিকিৎসক, রাজনীতিবিদসহ ৬২ বিশিষ্ট ব্যক্তি বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন তারেক রহমান।

বৈঠকে দেশের চলমান পরিস্থিতিতে কোন বিষয়ে গুরুত্ব দিয়ে কথা বলতে হবে, সেসব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে মূল কথা ছিল, চলতি বছরের ডিসেম্বর কিংবা তার আগেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বৈঠকে উপস্থিত কয়েকজন ব্যক্তি কালবেলাকে জানান, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দ্রুত অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় দেখতে চান। সংস্কার শেষে ডিসেম্বর বা তার আগেই নির্বাচন সম্ভব।’ এজন্য সংশ্লিষ্ট শিক্ষক-বুদ্ধিজীবী, লেখক, টকশো ব্যক্তিদের কথা ও যুক্তিতর্ক তুলে ধরতে দলীয় নির্দেশনা দেন

তারেক রহমান। চলমান অস্থির পরিস্থিতিতে কীভাবে কথা বলতে ও লিখতে হবে, সে বিষয়েও তাগিদ দেন তিনি।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে কয়েকজন টকশো ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং কয়েকজন উপদেষ্টার ‘দুর্নীতি’র

ব্যাপক সমালোচনা করে বক্তব্য দেন। তারা বলেন, কয়েকজন উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করছেন। বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কোথাও সরকারের কোনো ব্যর্থতা হলে বা অঘটন ঘটলে, সেটি ঢাকতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র ৯ মাসেই কয়েকজন উপদেষ্টা ও তাদের সুবিধাভোগীরা যেভাবে অর্থ-সম্পদের অধিকারী হয়েছেন, তাতে বোঝা যায় আরও কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের কী অবস্থা হবে। ফলে এ সরকারের প্রতি সমর্থন থাকলেও সরকারকে অতিদ্রুত নির্বাচনমুখী হতে চাপ প্রয়োগ করতে হবে। তা না হলে দেশের রাজনীতি ও গণতন্ত্র আরও ক্ষতিগ্রস্ত হবে।

বৈঠকে উপস্থিত কয়েকজনের কথা শুনে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তারেক রহমান। তিনি বলেন, সংস্কার শেষে ডিসেম্বর বা তার আগেই নির্বাচন সম্ভব। এ বিষয়ে নানাভাবে যুক্তিতর্ক তুলে ধরতে হবে। বিশেষ করে সরকারকে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রেখেই দ্রুত নির্বাচনসহ দেশের চলমান সংকটের সমাধান চান রাজনীতিকরা। গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পরদিন রাজনীতিবিদদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন। কেউ কেউ সংবাদমাধ্যমের কাছেও মতামত ব্যক্ত করেছেন। তাদের বেশিরভাগই চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থেকে ঐক্য বজায় রাখার পক্ষে। অধিকাংশ রাজনীতিক মনে করেন, জাতির বৃহত্তর স্বার্থে ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারে রাখতে হবে। বিশ্লেষকরাও বলছেন, ড. ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হবে—এটি মনে করার কারণ নেই। এতে বরং সংকট আরও তীব্র হবে, ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনাও।

এ ছাড়া গত রোববার রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি নিবাস যমুনায় দেশের কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে দুই পর্বে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি রাজনীতিকদের সঙ্গে আলোচনায় আশ্বস্ত করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আর বাড়বে না এবং নিজের ক্ষমতাও দীর্ঘায়িত করতে চান না। জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেছেন, এপ্রিলের পর কোনোভাবেই আর সময় গড়াবে না। এর আগে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

মূলত মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডোর’, চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়া, জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দেওয়া, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র পদে শপথ পড়ানো নিয়ে অচলাবস্থা, নারী সংস্কার কমিশন বাতিলসহ বেশকিছু ইস্যু ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমেই বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝরাতে মিথিলার খুশির খবর

‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ করতে চায় যুক্তরাষ্ট্র

সাব ব্রাঞ্চ ইনচার্জ পদে ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

এসএমসিতে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে নাতির পর নানির মৃত্যু

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২৬ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ

১০

তিন সহযোগীসহ ‘মাদক সম্রাট’ শাওন গ্রেপ্তার

১১

ফের সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

২৬ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৪

পাঁচ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৫

ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান করবে বিএনপি : টুকু

১৬

ড. ইউনুস কি ভালো ভোট করতে পারবেন : মান্না

১৭

ষড়যন্ত্রকারীদের সতর্কবার্তা দিলেন আমিনুল হক

১৮

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচাতো চাচা রফিকুল রিমান্ডে 

১৯

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর

২০
X