সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

অত্যন্ত দৃঢ় খালেদা জিয়ার মনোবল

খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি শারীরিকভাবে সুস্থ না হলেও তার মনোবল অত্যন্ত দৃঢ় ও চাঙ্গা রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে এ তথ্য জানা যায়।

নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় সাবেক এ প্রধানমন্ত্রীকে। তিনি দীর্ঘদিন ধরে লিভার জটিলতাসহ আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। লিভারের সমস্যা ক্রমেই জটিল হচ্ছে।

মেডিকেল বোর্ডের বরাত দিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গতকাল রাতে কালবেলাকে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার কিছুটা অবনতি হয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নিরলস পরিশ্রম করে সাপোর্টিভ চিকিৎসা দিয়ে সেগুলো যথাসম্ভব রিকভারির চেষ্টা করছেন। সার্বক্ষণিক তারা তাকে মনিটরিংয়ে রাখছেন। তবে তার পূর্ণাঙ্গ চিকিৎসা এখানে সম্ভব নয়। লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তার জন্য মাল্টি ডিসিপ্লিনারি হায়ার মেডিকেল সেন্টার দরকার। সেজন্য মেডিকেল বোর্ড আগেই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে এমন সেন্টারে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সবসময় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মনিটর করছেন।

খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল: খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে। পরিবারের আবেদনে এ বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল রোববার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে তার পরিবারের পক্ষ থেকে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। নিয়মানুযায়ী আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের শীর্ষ মহলের অনুমতি নিয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে এ বিষয়ে আদেশ জারি করে। সর্বশেষ গত মার্চ মাসে খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১০

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১১

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১২

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৩

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৪

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১৫

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১৬

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১৭

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৮

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৯

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

২০
X