কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

কাঁদিয়ে চলে গেলেন আঁখি

আখির মৃত্যুতে বোন খাদিজার আহাজারি ও ইনসেটে আখি। ছবি: কালবেলা
আখির মৃত্যুতে বোন খাদিজার আহাজারি ও ইনসেটে আখি। ছবি: কালবেলা

সিজার ছাড়া স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে চেয়েছিলেন মাহবুবা রহমান আঁখি। সেই আশায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে কুমিল্লা থেকে রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ছুটে এসেছিলেন। ভরসা চাইছিলেন চিকিৎসকের কাছে। কিন্তু প্রতারণা আর ভুল চিকিৎসায় আঁখি প্রথমে হারিয়েছেন নবজাতক। শেষমেশ নিজেও চিরবিদায় নিয়েছেন। প্রথম সন্তান কোলে আসার যে স্বপ্ন, তা পূরণ হলো না। নবজাতক ও মা দুজনেরই এখন প্রাণহীন দেহ।

গতকাল রোববার দুপুরে মা আঁখির মৃত্যুর পর বিকেলে ধানমন্ডি থানা পুলিশ দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে এনে রেখে যায়। আজ সোমবার তাদের ময়নাতদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে। মৃত্যুর পর থেকেই নবজাতকের মরদেহ সেন্ট্রাল হসপিটালের মরচুয়ারিতে ছিল।

ধানমন্ডি থানার ওসি পারভেজ বলেন, আঁখির অবস্থা সংকটাপন্ন হওয়ায় নবজাতকের লাশ তার বাবা ইয়াকুব আলী সুমনের অনুরোধে ময়নাতদন্তের জন্য না পাঠিয়ে তখন হিমঘরে রাখা হয়। আঁখি মারা যাওয়ার পর আঁখি এবং নবজাতকের মরদেহ একসঙ্গে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।

কুমিল্লার তিতাসের বাসিন্দা মাহবুবা রহমান আঁখি গর্ভে সন্তান আসার পর থেকে ঢাকার সেন্ট্রাল হসপিটালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার চিকিৎসা নিয়েছেন। প্রসব ব্যথা উঠলে গত ৯ জুন মধ্যরাতে কুমিল্লা থেকে সেন্ট্রাল হসপিটালে তাকে নিয়ে আসে তার পরিবার।

ইয়াকুব আলী সুমনের ভাষ্য, তার স্ত্রীকে ভর্তির সময় ডা. সংযুক্তা হাসপাতালেই আছেন বলা হলেও আসলে তিনি ছিলেন না। সেই রাতে ওই চিকিৎসকের সহকারীরা প্রথমে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের চেষ্টা করেন। সে সময় জটিলতা তৈরি হলে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটি ওইদিনই মারা যায়। সংকটাপন্ন অবস্থায় আঁখিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনাকে দুঃখজনক হিসেবে বর্ণনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বিকেলে তিনি বলেন, এ ধরনের মৃত্যু অপ্রত্যাশিত। আমাদের আশা থাকে বেসরকারি হাসপাতালে মানসম্মত সেবা দেবে। এ ধরনের অবহেলাজনিত মৃত্যু দুঃখজনক। আইসিইউ ও জরুরি সেবার মান সন্তোষজনক না হওয়ায় সেন্ট্রাল হসপিটালের অপারেশন থিয়েটারের কার্যক্রম ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক অধ্যাপক সংযুক্তা সাহা ওই হাসপাতালে আপাতত কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ধানমন্ডি থানায় মামলা করেছেন আঁখির স্বামী ইয়াকুব। সেই মামলায় ডা. সংযুক্তা সাহার দুই সহযোগী ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আঁখির স্বজনরা জানান, সন্তান হওয়ার সময় অজ্ঞান ছিল আঁখি। আর তারপর থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল। সন্তানের মুখ আর দেখতে পেল না।

আঁখির মৃত্যুর কারণ পরিষ্কার করেনি ল্যাবএইড

সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনা নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করেছে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় আঁখির মৃত্যুর কারণ জানতে চাইলে সঠিক ব্যাখ্যা না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করা হয়।

আঁখির চিকিৎসায় ছয় সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হলেও মৃত্যু-পরবর্তী সংবাদ সম্মেলনে কোনো চিকিৎসক আসেননি। বরং ব্রিফিংয়ে পাঠানো হয় হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দীপকে।

এ সময় তিনি বলেন, প্রসবোত্তর রক্তক্ষরণে আঁখির মৃত্যু হয়েছে। এ রকমটা স্বাভাবিকভাবেই হতে পারে। আঁখির শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রক্তক্ষরণ হয়েছিল সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি পরিষ্কার করতে পারেননি।

ভর্তিকালীন রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে দীপ বলেন, রোগীকে অচেতন অবস্থায় অ্যাম্বুলেন্সে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে আনা হয়। তখন প্রসবজনিত জটিলতায় শিশুর মৃত্যু হয় এবং মায়ের অবস্থা সংকটাপন্ন ছিল। প্রসবোত্তর রক্তক্ষরণ ও হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়। ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছিল। রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় ছয় সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সে অনুযায়ী চিকিৎসা প্রদান অব্যাহত ছিল।

ল্যাবএইডের জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, রোগীর ইউরিন আউটপুট বন্ধ থাকায় ডায়ালাইসিস প্রদান করা হচ্ছিল। সব ধরনের প্রচেষ্টার পরও রোগীর কোনো উন্নতি পরিলক্ষিত হয়নি। রোববার দুপুর ১টা ৪৩ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

০৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১০

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১১

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১২

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১৩

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১৪

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৫

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৬

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৭

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৯

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

২০
X