আতাউর রহমান
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৪১ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১০:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

খোলা মাঠে নিতে চায় পুলিশ

অনুমতি পাবে না জামায়াত
খোলা মাঠে নিতে চায় পুলিশ

আগামী ২৮ অক্টোবর বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেবে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে সড়ক বাদ দিয়ে দলটি কোনো মুক্ত এলাকা বা খোলা মাঠে এ কর্মসূচি আয়োজন করতে চাইলে পুলিশের দিক থেকে কোনো আপত্তি থাকবে না। সেজন্য বিএনপিকে নতুন করে আবেদন করতে হবে। সেক্ষেত্রে মহাসমাবেশ করতে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে পুলিশও কঠোর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপি ছাড়া একইদিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট এবং জামায়াতে ইসলামী রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়েছে। গতকাল বুধবার পর্যন্ত কাউকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আওয়ামী লীগ ও বিএনপিকে অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হলেও ওইদিন জামায়াতকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা দৈনিক কালবেলাকে জানিয়েছেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতির বিষয়টি পুলিশ ইতিবাচকভাবে বিবেচনা করছে। তবে জনদুর্ভোগ কীভাবে কমানো যায়, সে বিষয়ে বিশ্লেষণ চলছে। এজন্য দুই দলকেই তাদের চাহিদা অনুযায়ী রাস্তায় অনুমতি না দিয়ে খোলা মাঠে যাওয়ার অনুরোধ করা হবে। জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন গতকাল বুধবার দৈনিক কালবেলাকে বলেন, ‘২৮ অক্টোবর বড় দুই দলসহ বেশ কয়েকটি দল ঢাকায় সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আবেদনে তারা শান্তিপূর্ণ সমাবেশের কথা বলেছে। জনভোগান্তির কথা বিবেচনা করে পুলিশ কাউকেই সড়কের ওপর সমাবেশের অনুমতি দিতে পারে না।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘বিএনপি নয়াপল্টনের মতো গুরুত্বপূর্ণ সড়কে সমাবেশ করতে চাইছে; কিন্তু সেখানে অনুমতি দিলে তো জনভোগান্তি সৃষ্টি হবে। এজন্য পুলিশের অনুরোধ থাকবে, তারা যাতে ভোগান্তি কমাতে কোনো খোলা মাঠে তাদের কর্মসূচি পালন করে। এজন্য ডিএমপি কমিশনারের কাছ থেকে তাদের অনুমতি নিতে হবে। শান্তিপূর্ণ ও ভোগান্তিমুক্ত সমাবেশে পুলিশ বরাবরের মতোই সহায়তা করবে।’

এদিকে গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, ‘এখনো আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলকেই ২৮ অক্টোবর সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।’ জামায়াতের বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত জামায়াতে ইসলামী নিবন্ধিত দল নয়। কাজেই তারা জামায়াতে ইসলামীর ব্যানারে যদি আসে, তাহলে তাদের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) নাকি সারা দেশ থেকে যারাই বিএনপি করে, তাদের নিয়ে আসবে। কোনো সদস্যই নাকি বাদ থাকবে না। সে রকমই যদি হয়, তাহলে তো এত লোক ঢাকায় এলে একটি অন্য রকম পরিস্থিতি হতে পারে। সেজন্যই আমাদের কমিশনার সাহেব (ডিএমপি কমিশনার) তাদের কোথায় সমাবেশ করতে দেবেন, সেটা কমিশনার বুঝবেন, সেভাবেই তিনি সিদ্ধান্ত নেবেন।’

বিএনপির সমাবেশ ঘিরে ঢাকার প্রবেশপথ বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকার প্রবেশপথ কেন বন্ধ করব? মানুষ ঢাকায় আসেন ব্যবসার কাজে, চাকরির কাজে আসেন। ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় অফিস করেন। কাজেই ঢাকার পথ আমরা কেন বন্ধ করব? আমরা ঢাকার কোনো পথ বন্ধ করব না।’

বিএনপি যদি শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং সমাবেশ শেষে ফিরে যায় তাতে কিছু বলার নেই উল্লেখ করে আসাদুজ্জামান কামাল বলেন, ‘আমরা সেখানে কোনো বাধা দেব না।’

বিএনপির সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সরকার তো এমন একটা কিছু নয় যে, তাদের ধাক্কা দিল পড়ে গেল। গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে এসেছে, তার যে মেয়াদ সেই মেয়াদের পরে নির্বাচন হবে, তার পরই সরকার পরিবর্তন হবে। সংবিধানে ধাক্কা দিলে সরকার পড়ে যাবে—এ ধরনের কোনো শব্দ লেখা নেই। সংবিধান রক্ষা করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেই সংবিধানের ফ্রেমওয়ার্কের বাইরে যদি তারা (বিএনপি) কিছু করতে চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।’

পুলিশ কর্মকর্তারা বলছেন, এর আগে বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তখন দলটির নেতাকর্মীর সংখ্যা কম থাকায় ততটা দুর্ভোগ হয়নি। এখন ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে সারা দেশ থেকে দলটির নেতাকর্মীদের ঢাকায় আনা হবে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে, দলটির নেতাকর্মীরাও নানা মাধ্যমে বলছেন। এমন পরিস্থিতিতে সার্বিক বিষয় বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে গোলাপবাগ মাঠ বা অন্য কোনো খোলা মাঠে, জায়গায় বিএনপি অনুমতি চাইলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

ডিএমপির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে সমস্যা নেই। কিন্তু ঢাকা মহানগর পুলিশকে রাজধানীর ২ কোটি ৪০ লাখ বাসিন্দার নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি মাথায় রাখতে হয়। এ ছাড়ায় ঢাকায় প্রতিদিন আরও ৫০ লাখ লোক যাতায়াত করেন। এসব বিষয় বিবেচনা করা হয়। এখন বিএনপি যদি ডিএমপি কমিশনারকে বলেন, তারা নয়াপল্টনে কী করতে চান, তাদের লোকসংখ্যা কত হবে এবং নগরবাসীর নিরাপত্তার স্বার্থে কমিশনার যেসব শর্ত দেবেন, তা পালন করা হবে, তাহলে নয়াপল্টনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এদিকে ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি ঘিরে এলিট ফোর্স র্যাবও নানা নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক সমাবেশের সুযোগ নিয়ে স্বার্থান্বেষী কোনো মহল বিশৃঙ্খলার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

র্যাব সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট জোরদার করা হবে। যাতে কেউ নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরকদ্রব্য নিয়ে ঢাকায় ঢুকতে না পারে। একইভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে।

র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে র্যাব। সমাবেশ কেন্দ্র করেও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এলিট ফোর্স হিসেবে র্যাবের মূল কাজ জনগণের নিরাপত্তা দেওয়া, পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য র্যাব দায়িত্ব পালন করে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় বাড়াল ডাকসু নির্বাচন কমিশন

এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত

টকশোতে বসে এনসিপি নেতা জানলেন তিনি বহিষ্কার

ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের তথ্য জানালেন জেলেনস্কি

এশিয়া কাপের আগে ভারত দলে দুঃসংবাদ

দুই দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

আ.লীগ নেতা এফএম শরীফুল গ্রেপ্তার

ছাত্রদলকে সুবিধা দিতেই মনোনয়নপত্র গ্রহণের সময় বৃদ্ধি : বাগছাস

এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার

ডাকসু নির্বাচন / ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে’

১০

এক ফ্যান এক বাতিতে বিদ্যুৎ বিল এক লাখ ৬৭ হাজার টাকা!

১১

চমক রেখেই বাছাইপর্বের শেষ দুই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

১২

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শিশু সন্তানেরও

১৩

মব সৃষ্টি করে বাধা, ছাত্রদলের অভিযোগের তদন্তে কমিটি গঠন 

১৪

গুলশানে সাংবাদিক মুনজুরুল করিমের কফিশপ ভাঙচুর

১৫

মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্ব বিষয়ে সেমিনার

১৬

ছিনতাইয়ের ২ ঘণ্টার মধ্যে অটোরিকশা উদ্ধার

১৭

মিরসরাইয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

১৮

মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ড্যাবের কেন্দ্রীয় কমিটিকে ফুলেল শুভেচ্ছা 

১৯

৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার সেই রিকশাচালক কারামুক্ত

২০
X