আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। আর ঈদের পর এপ্রিলে উপজেলা পরিষদের ভোট করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এবার উপজেলা ও সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। তবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বিরোধী দল জাতীয় পার্টি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে ২৬ আসনে সমঝোতা করেছিল জাপা। এর মধ্যে ১১টিতে জয় পেয়েছে দলটি। এই ভরাডুবি নিয়ে দলে দেখা দিয়েছে বড় রকমের বিভক্তি। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ জাপার শীর্ষ নেতারাও। নির্বাচনের পর বিরোধী দলের আসনে বসা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। এ পরিস্থিতিতে জাপার বড় পরিসরে কোনো বৈঠকও হয়নি। তাই জাপা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন।
গতকাল মঙ্গলবার এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু কালবেলাকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের তো এখন পর্যন্ত কোনো তপশিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে সম্ভাব্য সময় জানানো হয়েছে মাত্র। আমরা এ নিয়ে এখনো বসিনি। শিডিউল ঘোষণার পর দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে। তবে জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। এখন পর্যন্ত কোনো নির্বাচন বর্জন করার ইতিহাস নেই।’