কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৪৪ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

পেঁয়াজের কেজি আবারও ১০০ টাকা ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উৎপাদন মৌসুমে প্রতিবছর দেশি মুড়িকাটা পেঁয়াজের দাম কম থাকে; কিন্তু এ বছর তার ব্যতিক্রম। ভরা মৌসুমে ফের পেঁয়াজের কেজি ১০০ টাকায় উঠেছে। মাঝখানে কয়েকদিন ৭৫ বা ৮০ টাকায় পাওয়া গেলেও এখন মানভেদে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা বা তারও বেশি দামে। এবার অবশ্য খুচরা ব্যবসায়ীরা শীতের অজুহাত দিচ্ছেন। পাশাপাশি চাহিদার তুলনায় সরবরাহের দোহাই দিচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা।

বাজার বিশ্লেষকরা বলছেন, সরকার বারবার ব্যবসায়ীদের রমজান মাসের বিষয়ে সতর্ক করছে। ফলে রমজানের আগেই ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে। পরে রমজানে দাম না বাড়িয়ে বাহবা নেবে। পাশাপাশি সরকারি তথ্য ও মাঠ তথ্যের পার্থক্যের কারণে কারসাজি চক্র বাজারে সংকট তৈরি করে ভোক্তার পকেট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের কঠোরতা ঘোষণায় সীমাবদ্ধ থাকার সুযোগে ব্যবসায়ীরা নিজেদের মতো করে নিত্যপণ্যের দাম ঠিক করে নিচ্ছে। মাঝেমধ্যে সরকারের অনুরোধে কোনো একটি পণ্যের দাম দু-এক টাকা কমালে অন্য পণ্যের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বাড়িয়ে দিচ্ছে।

গতকাল রাজধানীর বাজার ও পাড়া-মহল্লায় ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা। দুদিন আগে একই মানের পেঁয়াজের দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকায়। তবে গত মাসে একই মানের পেঁয়াজের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা। যদিও গত বছর এই সময়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩৫ থেকে ৪০ টাকায়।

একইভাবে আমদানি পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। সপ্তাহের শুরুতে পাওয়া যেত ৮৫ থেকে ৯০ টাকায়। গত মাসের এই সময়ে দাম ছিল ১০০ থেকে ১৪০ টাকা। আর গত বছরের এই সময়ে বিক্রি ছিল ৪০ থেকে ৪৫ টাকা কজি দরে।

পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে একাধিক ব্যবসায়ী জানান, কারণ ছাড়াই পেঁয়াজের দাম বাড়ছে। বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। সরকার রোজার সময় আমদানির উদ্যোগ নেওয়ায় তখন পেঁয়াজের দাম কমে যাবে, এ আশঙ্কায় মজুতদাররা বাজারে সরবরাহ কমিয়ে এখন আগাম লাভ তুলে নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১০

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১১

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১২

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৩

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৪

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৫

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১৬

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১৭

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

১৯

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

২০
X