তানভীর রিফাত অনিক, জাবি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

অপরাধ সাম্রাজের রাজা ছাত্রলীগের মোস্তাফিজ

ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. মোস্তাফিজুর রহমান প্রথম বর্ষ থেকেই নানা অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। গণরুমে র‌্যাগিংয়ের নামে নবাগত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, মারধর, আটকে রেখে মুক্তিপণ আদায়, ছিনতাই, মাদকসহ ছাত্রলীগের পদ কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন অপরাধের সাম্রাজ্য।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত মোস্তাফিজের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। ২০১৫ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রথম বর্ষ থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। গণরুমে নতুন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, মারধর, আধিপত্য বিস্তার ও নেশাদ্রব্য সেবন করেই দিন কাটত মোস্তাফিজের। দেড় বছর আগে লেখাপড়া শেষ হলেও ছাত্রলীগের পদ কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলেই থাকতেন। হলে থেকেই গড়ে তোলেন ছিনতাইয়ের একটি গ্যাং। ক্যাম্পাসের ভেতরে নির্জন এলাকায় মোস্তাফিজের নেতৃত্বে জুনিয়রদের একটি গ্রুপ বেশ কিছুদিন ধরেই ছিনতাই চালিয়ে আসছে। বিশেষ করে কেন্দ্রীয় খেলার মাঠ, মীর মশাররফ হোসেন হল ও বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকায় তিনি এসব অপকর্ম চালাতেন। ছিনতাইয়ের ক্ষেত্রে বহিরাগত দর্শনার্থীরাই ছিল তার মূল টার্গেট।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি অভিযোগ করে বলেন, মোস্তাফিজ দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বাইরে থেকে ঘুরতে আসা লোকজনকে আটকে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন। ছিনতাইয়ে সুবিধার জন্য বেশ কয়েকটি ছোট গ্রুপ পরিচালনা করতেন তিনি। এ কাজের জন্য তাদের তিন থেকে চারটি মোটরবাইকও রয়েছে।

তবে তার বিরুদ্ধে বেশ কয়েকবার ছিনতাইয়ের অভিযোগ উঠলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের অনুসারী।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বছরের পর বছর প্রশাসনের ছত্রছায়ায় এ ধরনেরঅপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে। কিন্তু প্রশাসন সবকিছু জেনেও শুধু ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তি ছাত্র সংগঠন হাওয়ায় সবকিছু জেনেও না জানার ভান করে আসছে। আমরা বারবার বলার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এখনই ছাত্রলীগের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে।

গত শনিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী মো. জাহিদ মিয়া। মামলায় প্রধান অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন শর্ত মেনে ছেলেদের চীনাবাদাম খাওয়া উচিত

যাবজ্জীবন দণ্ড ভোগ করে মুক্তির পর দোকান পেলেন দুলাল

রাজস্থান থেকে মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে মনিকা বিশ্বকর্মা

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ

চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

খাবার হোটেলে গিয়ে অবরুদ্ধ শ্রম পরিদর্শক

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৪ মামলা

বিতর্কিত শিক্ষা কর্মকর্তা সালামকে বদলি, গাজীপুরে মিষ্টি বিতরণ 

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় কঠোর সিদ্ধান্তে বিমান

১০

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত, যুক্তরাষ্ট্রের অভিযোগ

১১

এই কৌশলে মাত্র ২ মিনিটেই ঘুমিয়ে পড়বেন যেভাবে

১২

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৩

জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করেই সমাধান করব : আমিনুল হক

১৪

যত্নে ফলানো ‘স্বপ্ন’ এবার যাচ্ছে কৃষকের বাড়ি

১৫

যে জায়গায় চলছে অর্ধদিবস হরতাল

১৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন

১৮

বাবা-মা থাকা ছাত্রদের এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

১৯

থ্রি ইডিয়টসের প্রিয় সেই অধ্যাপক আর নেই

২০
X