তানভীর রিফাত অনিক, জাবি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

অপরাধ সাম্রাজের রাজা ছাত্রলীগের মোস্তাফিজ

ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. মোস্তাফিজুর রহমান প্রথম বর্ষ থেকেই নানা অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। গণরুমে র‌্যাগিংয়ের নামে নবাগত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, মারধর, আটকে রেখে মুক্তিপণ আদায়, ছিনতাই, মাদকসহ ছাত্রলীগের পদ কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন অপরাধের সাম্রাজ্য।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত মোস্তাফিজের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। ২০১৫ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রথম বর্ষ থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। গণরুমে নতুন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, মারধর, আধিপত্য বিস্তার ও নেশাদ্রব্য সেবন করেই দিন কাটত মোস্তাফিজের। দেড় বছর আগে লেখাপড়া শেষ হলেও ছাত্রলীগের পদ কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলেই থাকতেন। হলে থেকেই গড়ে তোলেন ছিনতাইয়ের একটি গ্যাং। ক্যাম্পাসের ভেতরে নির্জন এলাকায় মোস্তাফিজের নেতৃত্বে জুনিয়রদের একটি গ্রুপ বেশ কিছুদিন ধরেই ছিনতাই চালিয়ে আসছে। বিশেষ করে কেন্দ্রীয় খেলার মাঠ, মীর মশাররফ হোসেন হল ও বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকায় তিনি এসব অপকর্ম চালাতেন। ছিনতাইয়ের ক্ষেত্রে বহিরাগত দর্শনার্থীরাই ছিল তার মূল টার্গেট।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি অভিযোগ করে বলেন, মোস্তাফিজ দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বাইরে থেকে ঘুরতে আসা লোকজনকে আটকে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন। ছিনতাইয়ে সুবিধার জন্য বেশ কয়েকটি ছোট গ্রুপ পরিচালনা করতেন তিনি। এ কাজের জন্য তাদের তিন থেকে চারটি মোটরবাইকও রয়েছে।

তবে তার বিরুদ্ধে বেশ কয়েকবার ছিনতাইয়ের অভিযোগ উঠলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের অনুসারী।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বছরের পর বছর প্রশাসনের ছত্রছায়ায় এ ধরনেরঅপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে। কিন্তু প্রশাসন সবকিছু জেনেও শুধু ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তি ছাত্র সংগঠন হাওয়ায় সবকিছু জেনেও না জানার ভান করে আসছে। আমরা বারবার বলার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এখনই ছাত্রলীগের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে।

গত শনিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী মো. জাহিদ মিয়া। মামলায় প্রধান অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে : এ্যানি

ডেঙ্গুতে প্রাণ গেল নারী চিকিৎসকের

৫টার মধ্যে ঢাবির হল খালির নির্দেশ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

থানা ব্যারাকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে গ্রেপ্তার করবে : শাহজাহান চৌধুরী

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

১০

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

১১

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী

১২

পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

১৩

২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

১৪

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

১৫

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

১৬

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৭

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

১৮

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৯

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

২০
X