আলী ইব্রাহিম
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৩:৪৪ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৮:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

সিগারেটের মূল্য নির্ধারণে নির্দেশনা উপেক্ষিত

বিএটিকে ভ্যাট কর্তৃপক্ষের চিঠি
সিগারেটের মূল্য নির্ধারণে নির্দেশনা উপেক্ষিত

সর্বোচ্চ খুচরা মূল্যের বিধান বাস্তবায়ন না হওয়ায় সিগারেট বিক্রি করে নির্ধারিত কমিশন থেকে বঞ্চিত হচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। ২০ শলাকার ১ প্যাকেট বেনসন সিগারেট বিক্রি করে ট্রেড মার্জিন হিসেবে ৪ টাকা পাওয়ার কথা থাকলেও কোনো কমিশনই পাচ্ছেন না তারা। এই ক্ষতি পুষিয়ে নিতে ভোক্তার কাছ থেকে বাড়তি দাম নিচ্ছেন খুচরা বিক্রেতা। এতে ভোক্তা ও খুচরা বিক্রেতা প্রতিনিয়ত ঠকলেও লাভবান হচ্ছেন ডিলার ও পাইকারি ব্যবসায়ীরা। এ অবস্থায় সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাস্তবায়নের জন্য ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর (বিএটি) ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট, ভ্যাট। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। আরেকটি বাজেট ঘোষণার সময় চলে এলেও বাজারে নির্ধারিত দামে সিগারেট বিক্রি হচ্ছে না। অর্থবছরের শুরুতে দাম বাস্তবায়ন এবং নতুন মোড়কের জন্য সংশ্লিষ্ট কোম্পানি তিন মাস সময় নেয় এনবিআরের কাছ থেকে। এরপর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও বিষয়টি বাস্তবায়ন হচ্ছে না। এ কারণে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

জানা গেছে, প্রাথমিকভাবে ডিলার থেকে শুরু করে পাইকারি এবং খুচরা পর্যায়ে সমহারে ট্রেড মার্জিন দেওয়ার কথা থাকলেও উৎপাদনকারী প্রতিষ্ঠানটি দিচ্ছে না, যার কারণে বাজারে প্যাকেটে গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে সিগারেট। বাজারে এর প্রমাণ পেয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট)। আর ডিলার ও পাইকারদের যোগসাজশের কারণে বাজারে সর্বোচ্চ খুচরা মূল্য বাস্তবায়ন করতে পারছে না সরকার। সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সময় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর পরামর্শে ২০ শলাকার এক প্যাকেট সিগারেট বিক্রিতে ট্রেড মার্জিন ধরা হয় ৪ টাকা। এই কমিশনের টাকা ডিলার, পাইকার এবং খুচরা বিক্রেতাদের মধ্যে সমহারে ভাগ হওয়ার কথা থাকলেও হচ্ছে না। খুচরা পর্যায়ে কোনো ধরনের কমিশনও দিচ্ছে না ডিলাররা। যার কারণে আইন অনুযায়ী সর্বোচ্চ খুচরা মূল্যে সিগারেট বিক্রি হচ্ছে না। বিএটির চার স্তরের সিগারেট বিক্রিতে এ ধরনের ঘটনা ঘটছে।

এ বিষয়ে জানতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিমের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার মোবাইল ফোনে বিষয়টি উল্লেখ করে ক্ষুদেবার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি।

এনবিআর সূত্র জানায়, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ঘোষণা অনুযায়ী বেনসন ২০ শলাকার প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৩১০ টাকা। এতে ট্রেড মার্জিন ৪ টাকা। অর্থাৎ ২০ শলাকার বেনসন সিগারেট বিক্রি করে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রেতারা ৪ টাকা পাবে। সেই হিসাবে তিন স্তরের বিক্রেতারা ২০ পয়সা করে পাবেন প্রতি শলাকা সিগারেট বিক্রিতে। আর কোম্পানির ঘোষিত হিসাব অনুযায়ী, খুচরা বিক্রেতা ২০ শলাকার এক প্যাকেট বেনসন সিগারেট বিক্রি করে ১ টাকা ৪০ পয়সা পাওয়ার কথা। কিন্তু খুচরা বিক্রেতা কোনো টাকাই পাচ্ছেন না। আর নিম্নমানের সিগারেট বিক্রি করলে খুচরা বিক্রেতা পাবেন ৯৫ পয়সা, যা কোনোভাবে বাস্তবসম্মত নয় বলেও মনে করে এলটিইউ, ভ্যাট। এত কম মার্জিনে ব্যবসা করে ব্যয় নির্বাহ কঠিন বলেও মনে করে এনবিআর। যার কারণে খুচরা বিক্রেতারা আইন ভেঙে বেশি দামে সিগারেট বিক্রি করছেন। আর ডিলাররা খুচরা পর্যায়ে ট্রেড মার্জিন বা কমিশন না দেওয়ার সর্বোচ্চ খুচরা মূল্যের বিধানটি বাস্তবায়ন হচ্ছে না। বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ করেছে এলটিইউ ভ্যাট। বিষয়টি আমলে না নিলে এনবিআরের পক্ষ থেকেও ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোকে চিঠি দেওয়া হবে বলেও জানিয়েছে এনবিআর সূত্র।

এ বিষয়ে এলটিইউ ভ্যাটের অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া কালবেলাকে বলেন, ‘ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোকে ট্রেড মার্জিন যৌক্তিকীকরণের জন্য অনুরোধ জানিয়েছি। যেহেতু সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা আছে, তাই বিভিন্ন স্তরে মার্জিন যৌক্তিকীকরণ করা উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

আলোচনা ছাড়াই করা গোপন চুক্তিতে জনগণের দায় নেই : জোনায়েদ সাকি

ধানের শীষ শুধু নির্বাচনী নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষারও প্রতীক : নুরুদ্দিন আহাম্মেদ অপু

খাঁচা থেকে সিংহ পালানোর ঘটনায় তদন্ত কমিটি

১০

ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

১১

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান

১২

পরীক্ষক আসবেন শুনে জানালা দিয়ে বই নিক্ষেপ, অতঃপর...

১৩

ফ্লাইট বাতিলের হিড়িক, যে কৌশলে বিয়ের অনুষ্ঠান সারলেন বর-কনে

১৪

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু সাদকা করলেন কায়কোবাদ 

১৫

৫০০ রিকশাচালককে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

১৬

সবুজের টার্গেট ওমান প্রবাসীদের লাশ

১৭

খাঁচায় ফেরানো হলো মিরপুর চিড়িয়াখানার সিংহটিকে

১৮

৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

১৯

তপশিল-নির্বাচন নিয়ে ইসির সতর্কবার্তা

২০
X