কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০১:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকা-১৭-তে জয়ী আ.লীগের আরাফাত

ঢাকা-১৭-তে জয়ী আ.লীগের আরাফাত

আশানুরূপ ভোটার উপস্থিতি না হলেও সারা দিন শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে। পরে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মাধ্যমে রাজধানীর এ আসনের ভোট শেষ হয়। মাত্র কয়েক মাসের জন্য সংসদ সদস্য হওয়ার এ উপনির্বাচনে প্রত্যাশিতভাবেই জয়লাভ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। ১২৪টি ভোটকেন্দ্রের ফলাফলে গতকাল সোমবার রাতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরাফাতকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ১ হাজার ৩২৮ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট, ছড়ি প্রতীকের প্রার্থী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞা ৫২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট এবং সোনালি আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির প্রার্থী ২০২ ভোট পেয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে জানিয়ে নির্বাচন

কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। এ উপনির্বাচনে ১২ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদে জাতীয় সংসদের উপনির্বাচনগুলো ইভিএমে অনুষ্ঠিত হলেও এ উপনির্বাচন হয় ব্যালট পেপারের মাধ্যমে। তবে, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া উপনির্বাচন অনুষ্ঠিত হলেও যথারীতি কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগসহ এক প্রার্থী নির্বাচন বর্জন করেন। কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ আনেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম এবং ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন আরেক স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম। তবে বিজয়ী প্রার্থী আরাফাতের দাবি, মানুষ আওয়ামী লীগের প্রতীক নৌকা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। হিরো আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, হিরো আলম যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি। সরেজমিন নির্বাচনী ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, কিছু কিছু কেন্দ্রে হিরো আলমের কোনো পোলিং এজেন্ট ছিল না। অন্যদিকে গুলশানের কূটনীতিকপাড়ায় অন্য কেন্দ্রের চেয়ে অতিরিক্ত এজেন্ট ছিল। এ বিষয়ে অন্তত ১০টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে জিজ্ঞেস করলে তারা জানান, হিরো আলমের কোনো পোলিং এজেন্ট এসব কেন্দ্রে আসেননি, কাগজপত্র জমা দেননি। জামিয়া মোহাম্মদিয়া কড়াইল টিঅ্যান্ডটি মাদ্রাসায় চারটি কেন্দ্রের মধ্যে ৫৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহানাম ব্রত দেবনাথ বলেন, হিরো আলমের কোনো এজেন্ট এ কেন্দ্রে আসেননি। একইভাবে কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ৪২ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূরে আলম সিদ্দিকীও বলেন, হিরো আলমের কোনো এজেন্ট এ কেন্দ্রে আসেননি। প্রায় সব নির্বাচনী কেন্দ্রে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভোট প্রদানের সংখ্যা গণনা করা হলেও দুপুর ১টা পর্যন্ত নূরে আলম সিদ্দিকী জানেন না কোন বুথে কত ভোট পড়েছে। ভোটার উপস্থিতি কম : যথাসময়ে ভোট শুরু হলেও রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি নিয়ে প্রার্থীসহ নির্বাচন কমিশনও নিরাশ হয়েছেন। প্রার্থীসহ স্থানীয় মানুষের অভিযোগ, উপনির্বাচন হওয়ায় মানুষের আগ্রহ কম। এ ছাড়া এ এলাকায় যারা বসবাস করেন, তাদের ভোটকেন্দ্রে যাওয়ার প্রবণতা কম। ভোট দিতে যাওয়ার ইচ্ছে থাকলেও এমন অনেকের অফিস থাকায় কেন্দ্রে যেতে পারেননি। সকাল ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় গুলশান ও বনানীর ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা গেছে ১ শতাংশ ভোটও পড়েনি। গুলশান মডেল হাইস্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা আওয়ামী লীগের প্রার্থী আরাফাতের কেন্দ্রেও ভোট পড়ে মোট ২৪টি। ওই একই স্থানে অন্য আরেকটি কেন্দ্রে ভোট পড়ে ছয়টি। একই ধরনের পরিস্থিতি ছিল গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ এবং বনানীর বিদ্যানিকেতনে। এ উপনির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। গত ১৪ মে অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের প্রতিকৃতি খচিত মুদ্রা তৈরির পরিকল্পনা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

চোখের ৫ লক্ষণই বলে দেবে আপনার কিডনি কোন অবস্থায় আছে

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়র কারাদণ্ড

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

হানিট্র্যাপের শিকার সরকারি কর্মকর্তা, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সবুর খান

‘কৈফিয়ত’ দিলেন ফারুকী

নেট দুনিয়ায় কারা বেশি ছবি শেয়ার করেন, সুখী নাকি অসুখী দম্পতি?

১০

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে : টুকু

১১

মানবপাচারবিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ : মার্কিন রিপোর্ট

১২

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

১৩

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

১৪

ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

১৫

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

১৬

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

১৮

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

১৯

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

২০
X