আর কয়েক মাস পর হার্ভার্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞান বিভাগে শুরু হবে নতুন সেমিস্টার। আর তাতে কম্পিউটার কোডিংয়ের প্রাথমিক একটি কোর্স করাতে যোগ দেবেন নতুন শিক্ষক। তবে সে কোনো মানুষ নয়। ওটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে যে এআই প্রতিটি শিক্ষার্থীর চাহিদা বুঝে প্রত্যেকের জন্য আলাদা করে পড়ানোর কৌশল তৈরি করতে পারবে।
হার্ভার্ড কোর্স স্টাফরা আপাতত এ কাজের জন্য ওপেন এআইর সাড়া জাগানো এআই চ্যাটজিপিটি ৩.৫ বা চ্যাটজিপিটি ৪ নিয়ে গবেষণা চালাচ্ছেন। পরীক্ষামূলক একটি কোর্স সম্পন্ন করতে পারলে তবেই ‘নিয়োগ’ হবে চূড়ান্ত।
বিতর্ক দমাতে এআইর পক্ষে সাফাই গেয়েছেন এই কোর্সেরই শিক্ষক ডেভিড মালান। তার মতে, ‘ভার্চুয়াল শিক্ষকের ফলে অন্য স্টাফরা শিক্ষার্থীদের দেখভালে বেশি সময় দিতে পারবেন। আমরাও শিক্ষার্থীদের বলছি, তারা কোনো তথ্য যে উৎস থেকেই শুনুক না কেন, চিন্তাটা করতে হবে মানুষের মতোই।’
উচ্চ ফির বিনিময়ে কম খরচের এআই শিক্ষক চাইবে না অনেকেই। তাদের কথা হলো, হার্ভার্ডের মতো নামি বিশ্ববিদ্যালয় যদি পাঠদানে এআই নির্ভর হয়ে পড়ে তবে তার দেখাদেখি বাকি বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষকের খরচ কমাতে হয়তো গুগল, ওপেন এআইর সঙ্গে চুক্তি করে বানিয়ে নেবে কাস্টমাইজড কোর্স ইনস্ট্রাকটর।
মন্তব্য করুন