শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
ওসমান এহতেসাম
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত হোক

পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত হোক

আমাদের পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রয়োজনীয়তা আজকের এ অবস্থায় আরও স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে কিছু দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিকভাবে প্রভাবিত সিনিয়র পুলিশ কর্মকর্তার অনৈতিক নির্দেশ পালনের দায়ভার সাধারণ পুলিশ সদস্যদের ওপর এসে পড়েছে। এই দুর্নীতিগ্রস্ত অফিসাররা যখন পালিয়ে বেড়াচ্ছেন, তখন নিরীহ পুলিশ সদস্যরা নিজেদের জীবন দিয়ে মূল্য পরিশোধ করছেন। দেশের ইতিহাসে পুলিশ সবসময়ই জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে। যখনই দেশে কোনো সংকট সৃষ্টি হয়েছে, পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে সেই সংকট মোকাবিলা করেছে। উদাহরণস্বরূপ, করোনা মহামারির সময়ে পুলিশ বাহিনীর ভূমিকা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, এই বাহিনী ছাড়া আমরা কতটা অসহায়। যখন কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, তখন পুলিশ সদস্যরাই মৃতদেহ সৎকার করেছেন, ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন এবং আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করেছেন। তারা কখনো নিজেদের সুরক্ষার কথা ভাবেননি। অথচ, আজ সেই পুলিশ বাহিনীকেই আমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি।

মনে রাখতে হবে, পুলিশ সদস্যরাও আমাদেরই ভাই, বোন, স্বামী, স্ত্রী বা সন্তান। তারা এ সমাজেরই অংশ এবং তাদের ওপর আক্রমণ মানেই আমাদের নিজেদের ওপর আক্রমণ। আমরা যদি তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হই, তাহলে নিজেরাই নিজেদের সুরক্ষার দায়িত্ব থেকে পিছিয়ে আসছি। তাহলে কীভাবে আমরা এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে পাব?

প্রথমত, আমাদের প্রয়োজন একটি রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী। পুলিশকে রাজনৈতিক দলগুলোর হাত থেকে মুক্ত করতে হবে, যাতে তারা পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারে। এজন্য পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন। দুর্নীতিগ্রস্ত, রাজনৈতিক তোষামোদকারী এবং পদলেহনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের স্থলে পেশাদার এবং দায়িত্বশীল পুলিশ সদস্যদের নিয়োগ দিতে হবে, যারা দেশের সেবায় নিজেদের উৎসর্গ করবেন।

দ্বিতীয়ত, আমাদের পুলিশ বাহিনীর পাশে দাঁড়াতে হবে। আমরা যদি সত্যিই একটি নিরাপদ ও সুশাসিত বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের পুলিশকে তার কাজের পরিবেশ দিতে হবে। পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, যেন তারা নিরাপদে এবং নিশ্চিন্তে নিজেদের দায়িত্ব পালন করতে পারে। আমরা যদি এই কাজে ব্যর্থ হই, তাহলে দেশ হিসেবে আমরা ব্যর্থ হব। আমরা যদি এ সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের পুলিশ বাহিনী আবারও তাদের সুনাম পুনরুদ্ধার করতে সক্ষম হবে এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। চলুন আমরা সেই দিনটির অপেক্ষা না করে আজই আমাদের দায়িত্ব পালন করি। একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাই। আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুশাসিত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিই। এবার পুলিশ বাহিনীকে রাজনীতির বেড়াজাল থেকে মুক্ত করার সময় এসেছে।

ওসমান এহতেসাম, শিক্ষার্থী

সুলতান বিল্ডিং, ডিসি রোড, ১৯ নম্বর ওয়ার্ড বাকলিয়া, চট্টগ্রাম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১০

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

১১

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

১২

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

১৩

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

১৪

নুরের শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন রাশেদ

১৫

আকাশ বহুমুখী সমবায় সমিতি ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

১৭

মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে : ডা. তাহের

১৮

২০ বল করার জন্য ৩৪ হাজার কিলোমিটার উড়ে যাচ্ছেন অজি স্পিনার

১৯

সড়কে নিয়ম ভাঙার মহোৎসব / যানজট নিরসনে ভুমিকা নেওয়ায় সুবিধাভোগীদের রোষানলে পুলিশ কর্মকর্তা

২০
X