বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

হৃদয়বিদারক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শিশুর ওপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতন ছাড়াও ধর্ষণ ও হত্যার মতো ঘটনা বাড়ছে। এবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই পৈশাচিক এবং হৃদয়বিদারক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছিল। এরপর অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ধর্ষণের ঘটনায় শিশুটির দুলাভাই ও তার বাবাকে আটক করেছে পুলিশ।

খবরে প্রকাশ, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। শিশুটি কয়েকদিন আগে তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। অভিযুক্তের স্ত্রী জাহেরা বেগম বলেছেন, তিনি মাঠে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন একটি শিশু পড়ে আছে। তাড়াতাড়ি সবাইকে খবর দিয়ে তাকে জরুরি ভিত্তিতে মাগুরা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। বিকেলে তার অবস্থা আরও সংকটাপন্ন হলে ঢাকায় প্রেরণ করা হয়। তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন। তার স্বামী খুবই খারাপ প্রকৃতির একজন মানুষ। তিনি তার সঙ্গেও সব সময় দুর্ব্যবহার করেন। যে কোনো বিষয়ে প্রতিবাদ করলে তার ওপর নেমে আসে নানা ধরনের নির্যাতন। শিশু ধর্ষণের ঘটনায় শুক্রবার দুপুরে শহর ছিল উত্তাল। জুমার নামাজ শেষে শহরের পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী চরপাড়া গ্রাম থেকে শত শত যুবক ধর্ষকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে হিটু ও তার ছেলে সজীবের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে। তারপর মিছিল নিয়ে জনতা সদর থানা ঘেরাও করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, ঘটনাটি কোনোভাবেই মেনে নিতে পারছে না তার পরিবারসহ মাগুরাবাসী। নিজনান্দুয়ালী মাঠপাড়া এলাকা পুরোপুরি থমথমে। মাঠপাড়ার মানুষের মুখে নেমে এসেছে বিস্ময়ের ছায়া। নারী-পুরুষ, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, কিষান-কিষানি থেকে শুরু করে সব মানুষের একটাই দাবি—এ ঘটনার সঠিক বিচার হোক এবং জড়িতদের ফাঁসি হোক। পবিত্র রমজান মাসে যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা অমানুষ। ২০২৪ সালে শারীরিক নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর খুনসহ বিভিন্ন কারণে ৪৮২ শিশু হত্যার শিকার হয়েছে। ২০২৩ সালের প্রথম ১০ মাসে এ সংখ্যা ছিল ৪২১ জন।

গত কয়েক দশকে বাংলাদেশ শিশু অধিকার রক্ষায় বেশকিছু পরিকল্পনা গ্রহণ করলেও তাদের পরিস্থিতি আশানুরূপ অগ্রগতি অর্জন করেনি। কেননা, অধিকাংশ ক্ষেত্রে এসব পদক্ষেপের বাস্তবায়ন ঘটেনি। ধর্ষণের ঘটনা কমানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালের ১৩ অক্টোবর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে গেজেট প্রকাশ করা হয়। তবে বাস্তবে এর প্রভাব দেখা যাচ্ছে না। পরিসংখ্যান বলছে, ধর্ষণ কমেনি, বরং বেড়েই চলছে। এর একটি কারণ হতে পারে বিচারকার্যে জটিলতা, দীর্ঘসূত্রতা এবং অধিকাংশ ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে না পারা। আমার মনে করি, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারলে ধর্ষণের মতো জঘন্য অপরাধ কমিয়ে আনা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১০

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১১

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১২

বিজয় থালাপতি এখন বিপাকে

১৩

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৪

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৫

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৬

সুর নরম আইসিসির

১৭

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৮

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৯

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

২০
X