কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

রোহিঙ্গাদের সাত দফা

রোহিঙ্গাদের সাত দফা

মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার ছয় বছর পূর্ণ হয়েছে চলতি সপ্তাহে। এ উপলক্ষে শুক্রবার রোহিঙ্গাদের উদ্যোগে উখিয়া-টেকনাফের ৩২টি ক্যাম্পে একযোগে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। তারা সভা-সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে নিজ জন্মভূমি রাখাইন রাজ্যে (আরাকান রাজ্য) ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। কর্মসূচিতে মিয়ানমারের নাগরিকত্ব আইন বাতিলসহ সাত দফা দাবি তুলে ধরেছেন রোহিঙ্গা নেতারা। মিয়ানমারের রাখাইন রাজ্যের আইডিপি ক্যাম্প বন্ধ করে রোহিঙ্গাদের নিজ গ্রামে পুনর্বাসন করতে হবে। নিশ্চিত করতে হবে নাগরিক অধিকার ও নিরাপত্তা। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ করার পাশাপাশি নিরীহ মানুষের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেছেন, মিয়ানমারের নাগরিক হওয়ার পরও তারা যুগ যুগ ধরে সরকার দ্বারা অত্যাচারের শিকার হয়ে আসছেন। ১৯৭৮ সাল থেকে তাদের ওপর নির্যাতন শুরু হয়। ধারাবাহিকভাবে আমাদের মেয়েদের ধর্ষণ, হত্যাসহ গ্রাম ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এরপর ১৯৯২, ২০১২, ২০১৬ এবং সর্বশেষ ২০১৭ সালে সরকার আমাদের ওপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, বসতবাড়িতে অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড শুরু করে। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে নিজ দেশ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সমাবেশে তারা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেইসঙ্গে তারা বলেছেন, বাংলাদেশ তাদের দেশ নয়। তারা তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে চান। যুক্তরাষ্ট্র-চীনের সহায়তায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত প্রত্যাবাসন সংক্রান্ত চুক্তির বিষয়টি উল্লেখ করে রোহিঙ্গা নেতারা বলেন, চুক্তির ৫ বছর অতিক্রম হলেও তাদের ফেরত পাঠানোর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছেন না। সংকট সমাধানে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা। অত্যন্ত দুঃখের বিষয় এই যে, এই বিপুলসংখ্যক শরণার্থীর আশ্রয় ও মানবিক জীবনযাপনের ব্যবস্থা করায় সহযোগিতার হাত বাড়িয়ে যেসব বন্ধুরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, তাদের সাহায্যের পরিমাণ ও সহানুভূতি ক্রমেই শেষ হয়ে আসছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার সামগ্রিক পর্যালোচনায় দেখা যায়, ভূরাজনীতির যে বৈশ্বিক দ্বন্দ্ব, এর প্রত্যক্ষ প্রতিফলন আর্থিক সহায়তার ক্ষেত্রেও ঘটছে। রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং গণহত্যার বিচারের প্রশ্নে যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলোর রাজনৈতিক ভূমিকা যেমন জোরালো, তাদের আর্থিক সহায়তাও প্রায় একই রকম। বিপরীতে মিয়ানমারের প্রতি নমনীয় রাজনৈতিক অবস্থান নেওয়া দুই শক্তিধর রাষ্ট্র চীন ও রাশিয়া বিপন্ন রোহিঙ্গাদের মানবিক সহায়তায় অর্থ জোগান দেওয়ার ক্ষেত্রে একেবারেই নগণ্য বা নামমাত্র ভূমিকা রাখছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমতে থাকার পটভূমিতে তাদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকার জন্য বাংলাদেশ আহ্বান জানিয়ে আসছে। সেই পটভূমিতেই চীন রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে। ইতোমধ্যে দুবার তারা পরীক্ষামূলক বা পাইলট প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। এখন ডিসেম্বরের আগেই আবারও এই পরীক্ষামূলক প্রত্যাবাসন শুরুর কথা বলা হচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও নাগরিকত্বের স্বীকৃতি ছাড়া প্রত্যাবাসনের বিরোধিতা করা হয়েছে।

আমরা মনে করি, দিন যতই যাচ্ছে রোহিঙ্গা সংকট ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। রোহিঙ্গাদের সাত দফা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যমান সংকটের সমাধান সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X