কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

মোহিতলাল মজুমদার

জন্মদিন
মোহিতলাল মজুমদার

মোহিতলাল মজুমদার বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। বাংলা সাহিত্যের অন্যতম প্রবন্ধকারও ছিলেন তিনি। মোহিতলালের জন্ম ১৮৮৮ সালের ২৬ অক্টোবর চব্বিশ পরগনা জেলায়।

গভীর অন্তর্দৃষ্টি, নিপুণ বিশ্লেষণ ও ভাব-গম্ভীর ভাষার মহিমায় মোহিতলালের সমালোচনাধর্মী গ্রন্থগুলো ধ্রুপদী সাহিত্যের পর্যায়ে উন্নীত হয়েছে। মোহিতলাল মজুমদারের পৈতৃক বাড়ি ছিল অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া মহকুমার অন্তর্গত বলাগড় গ্রাম। তার বাবা নন্দলাল মজুমদার ছিলেন কবি দেবেন্দ্রনাথ সেনের জ্ঞাতি ভাই। মোহিতলালের কৈশোর ও বিদ্যালয় জীবন বলাগড় গ্রামে অতিবাহিত হয়। ছোটবেলায় তিনি কিছুদিন কাঁচড়াপাড়ার কাছে হালিশহরে মায়ের মামাবাড়িতে অবস্থান করে সেখানকার বিদ্যালয়ে পড়াশোনা করেন। মোহিতলাল চার-পাঁচ বছর বয়সে কাশীরাম দাসের মহাভারতের সঙ্গে পরিচিত হন।

তিনি বলাগড় বিদ্যালয় থেকে ১৯০৪ সালে এন্ট্রান্স পাস করেন। ১৯০৮ সালে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে বিএ পাস করেন; কিন্তু অসুবিধায় পড়ে এমএ পড়া ছেড়ে দেন। ১৯১০ থেকে ১৯১৪ সাল পর্যন্ত কলকাতার তালতলা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর ১৯১৪ সালে সরকারি জরিপ বিভাগে কানুনগো পদে চাকরি গ্রহণ করেন। তিন বছর এ পদে দায়িত্ব পালন করেন। ফের বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯২৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সংস্কৃত বিভাগে অধ্যাপনা কর্মে নিয়োজিত থাকেন। ১৯৪৪ সালে অধ্যাপনার চাকরি থেকে অবসরগ্রহণ করেন মোহিতলাল। তারপর চলে যান কলকাতায়। পরে বঙ্গবাসী কলেজে গিরিশ সংস্কৃতি ভবনে অধ্যাপনায় যোগ দেন।

মানসী পত্রিকায় তার সাহিত্যজীবনের সূত্রপাত হয়। বীরভূমি পত্রিকায় কবিতা প্রবন্ধ অনুবাদ প্রকাশ করেন। দেবেন্দ্রনাথ সেনের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের ফলে তার কাব্যচর্চায় দেবেন্দ্রনাথের প্রভাব দেখা যায়। এ ছাড়া করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের কবিতার ছন্দমাধুর্য তাকে মুগ্ধ করে। মোহিতলাল কিছুকাল ভারতী গোষ্ঠীর অন্যতম লেখক ছিলেন। তিনি শনিচক্রের সঙ্গেও যুক্ত ছিলেন। রবীন্দ্র পরবর্তী কাব্যে কবি মোহিতলালের স্থান খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্য-সমালোচক হিসেবেও তার সবিশেষ খ্যাতি ছিল। ভাষারীতির বিশুদ্ধতা নিয়ে তার প্রবল আগ্রহ ও নিষ্ঠা ছিল। কবি ও প্রবন্ধকাররূপে তিনি বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেন। মোহিতলাল মজুমদার সৃজনধর্মী সাহিত্য সমালোচক ও প্রবন্ধকাররূপে বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেন। তিনি নিপুণ ও শব্দ সচেতন কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতেই তার কাব্য আপন বৈশিষ্ট্যে প্রোজ্জ্বল হয়ে ওঠে। নজরুল ইসলামের পূর্বে আরবি-ফারসি শব্দের সার্থক প্রয়োগ তার রচনায়ই বিশেষভাবে লক্ষণীয়। ভাবে ও ভাষায় প্রচলিত কাব্যরীতিতে মোহিতলাল ছিলেন বিদ্রোহীস্বরূপ। বাংলা সাহিত্যের দেহাত্মবাদী কবি হিসেবে তার রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তার কাব্যে ক্লাসিক্যাল ভঙ্গি এবং রোমান্টিক ভাবের অপূর্ব সমন্বয় ঘটেছে। বঙ্গসাহিত্য প্রসঙ্গে মোহিতলাল সৃজনধর্মী ও সৃষ্টিশীল আলোচনা করে গেছেন। অনেক মাসিক পত্রিকায়, বিশেষ করে ভারতীতে কবিতা লিখতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৭২ সালে প্রতিষ্ঠিত বঙ্গদর্শন পত্রিকা তৃতীয় পর্যায়ে প্রকাশ ও সম্পাদনা করেন। শনিবারের চিঠির নিয়মিত লেখক ছিলেন তিনি। মাঝে মাঝে ‘কৃত্তিবাস ওঝা’, ‘চামারখায়-আম’, ‘সব্যসাচী’, ‘সত্যসুন্দর দাস’ ছদ্মনামে লিখতেন। ১৯৫২ সালের ২৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত

স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দুই সপ্তাহের Students outbound program শুরু

ব্যস্ততার মাঝেও ওজন নিয়ন্ত্রণে রাখার ৩ সহজ কৌশল

এর আগেও খুলে গিয়েছিল মেট্রোরেলের বিয়ারিং প্যাড

১১তম আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলনে বিজয়ী ব্র্যাকইউ, ইউল্যাব ও এসএমইউসিটি

জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ : আখতার

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত পথচারীর পরিচয় মিলল

সুন্দরবনের রাঙ্গা বাহিনীর প্রধান আটক

এক সেতুর অভাবে দুর্ভোগে তিন উপজেলার মানুষ

যাত্রীদের উদ্দেশে মেট্রোরেলের বার্তা

১০

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে-কমিশনে ইউট্যাবের স্মারকলিপি

১১

ক্যানসার আক্রান্ত জুলাই যোদ্ধা, চাইলেন দোয়া

১২

ট্রাম্পের এশিয়া সফর শুরু

১৩

জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিক্ষোভ

১৪

কফির সঙ্গে যা মিশিয়ে খেলে দ্রুত ওজন কমবে

১৫

হাডুডু খেলার অনুষ্ঠানে অতর্কিত হামলা, ছাত্রদল নেতাসহ আহত ১০

১৬

রাজধানীতে ট্রেনে মিলল বিপুল অস্ত্র-গুলি

১৭

নারীদের জন্য জরুরি আয়রন সমৃদ্ধ ৫ খাবার

১৮

১০ জন নিয়েই বিশ্বকাপের রানার্সআপদের হারিয়ে দিল ব্রাজিল

১৯

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহত

২০
X