কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

কঠোর হোক ইসি

কঠোর হোক ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অনেকের মধ্যেই নির্বাচনী আচরণবিধির কোনো প্রকার তোয়াক্কা না করার প্রবণতা অত্যন্ত দুঃখজনক। এ তালিকায় শামিল হয়েছেন খোদ মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিও।

শুক্রবার কালবেলায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদনে জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে উল্লেখ করে বলা হয়েছে, আচরণবিধির তোয়াক্কা না করে পতাকাবাহী গাড়িসহ শোডাউন, মিছিল, মোটর শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেন অনেক প্রার্থী। এসব প্রার্থীর অনেককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার আগেও সংবর্ধনা, সাংবাদিক লাঞ্ছনা ও হুমকিমূলক বক্তব্যের জন্য শোকজ করা হয়েছে কয়েকজনকে। প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার রাত পর্যন্ত সরকারের চার মন্ত্রীসহ ২৬ জনকে এসব অভিযোগে শোকজ করা হয়েছে। এর মধ্যে নরসিংদীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে শুক্রবার গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অথচ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় পরিষ্কারভাবে এসব বিষয়ে রয়েছে সব নির্দেশনা। বিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এ ক্ষেত্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ যেহেতু ৭ জানুয়ারি, সেই হিসেবে ১৫ ডিসেম্বরের আগে নির্বাচনী প্রচার চালানো বিধিবহির্ভূত বা বিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে। দেশে প্রচলিত আচরণবিধি লঙ্ঘনে জরিমানা ও জেল, দুই ধরনের শাস্তির ব্যবস্থাই রয়েছে। এ ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয় মাসের জেল ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। এর ওপরে হলে আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি সর্বোচ্চ শাস্তি হিসেবে রয়েছে প্রার্থিতা বাতিলের বিধি। তবে আচরণবিধি লঙ্ঘন বিষয়ে অতীতের আলোকে দেখা যায়, জরিমানার বাইরে বেশি কিছু করার উদাহরণ নেই। ফলে বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বদা লঘুদণ্ডের এ উদাহরণ কিছুটা হলেও এ প্রবণতা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করলে অস্বাভাবিক হবে না।

অন্যদিকে মনোনয়ন পর্বেই নির্বাচনী মহোৎসবের এ আতিশয্যে যেভাবে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে, স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারের সময়গুলোতে এ পরিস্থিতি কী চেহারা নেবে, সেই প্রশ্ন এখনই উঠছে সচেতন মহল ছাড়াও দেশের সাধারণ মানুষের মনে।

আসন্ন দ্বাদশ সংসদীয় নির্বাচনে দেশে বিএনপির মতো বড় রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। এ ছাড়া নির্বাচন ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠনের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। নির্বাচন নিয়ে এসব দেশ ও সংস্থার নানা তৎপরতা এরই মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন বা ভোট গ্রহণের ওপর তারা রেখেছে বিশেষ নজর। এমন একটি পরিস্থিতিতে দেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ শুধু নির্বাচন কমিশনের একার নয়, এ দায়িত্ব বর্তায় সব রাজনৈতিক নেতাকর্মীর ওপর। ফলে নির্বাচনে অংশগ্রহণ করছেন এমন প্রতিনিধিদের বিশেষভাবে দায়িত্বশীল হওয়া দরকার। পাশাপাশি যেহেতু আচরণবিধি লঙ্ঘন বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে রয়েছে, সেহেতু ইসির কোনোরকমের উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতা কাম্য নয়। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার স্বার্থে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। সুতরাং আচরণবিধি লঙ্ঘন বিষয়ে ইসি কঠোর হবে এবং এসব ঘটনার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে, এটাই প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদনের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচি

পুকুরপাড়ে গিয়ে মা দেখেন, ২ সন্তান পুকুরে ভাসছে

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় : মির্জা ফখরুল

কারিগরি ত্রুটিতে অনলাইন জিডি বন্ধ

মুক্তিপণ না পেয়ে শিশু তামিমকে হত্যার অভিযোগ, আটক ২

৫ ধরনের ব্যক্তির জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

থেমে আছে পাতাল মেট্রোরেলের কাজ 

আল আকসা মসজিদ নিয়ে ভয়ংকর পরিকল্পনা

‘নির্বাচনে জনগণের কাছে যেতে হবে’

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

১০

গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ফেরিওয়ালাকে নির্যাতন 

১১

দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ফের ভাইরাল

১২

ভারত ভ্রমণে দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ, প্রথম কোন দেশ

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

১৪

সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৫

নতুন চুক্তিতে কেমন বেতন পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা?

১৬

বড় ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হচ্ছিল নাজিম, অতঃপর...

১৭

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ৩ ঘণ্টার বৈঠকে কী আলোচনা হল?

১৮

যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি

১৯

২৫ মিলিয়ন ডলারের চুরি করা গোলাপি হীরা উদ্ধার দুবাই পুলিশের

২০
X