ড. মিহির কান্তি মজুমদার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৩:৩৭ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৭:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

মেডিকেল কলেজে শিক্ষক সংকট ও কিছু অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা

মেডিকেল কলেজে শিক্ষক সংকট ও কিছু অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা

‘ঢুকতে কষ্ট, ঢুকলে কষ্ট, বের হতে কষ্ট এবং বের হলেও কষ্ট’

ওপরের কথাগুলো কোনো ধাঁধা নয়। নিজের অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলেছিলেন নেপালের প্রাক্তন পরিবেশ সচিব ড. শীতল বাবু রিগমি। আমি পরিবেশ ও বন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে ২০০৯-১০ সালে আন্তর্জাতিক কনফারেন্সে ড. শীতল বাবু রিগমির সঙ্গে একাধিকবার দেখা হয়। ভদ্রলোক কলকাতায় পড়াশোনা করেছেন। কাজেই ভালোই বাংলা জানেন। কনফারেন্সের ফাঁকে সুযোগ পেলেই তিনি আমাদের সঙ্গে কথা বলতে আসতেন।

ড. শীতল বাবু রিগমির তিন কন্যা। তিনজনই চিকিৎসক। সরকারি সেক্টরে। আমার স্ত্রী পেশায় চিকিৎসক। ভাই ও তাদের স্ত্রী নিয়ে আমাদের পরিবারে ডাক্তারের সংখ্যা সাতজন। এ শুনে ড. রিগমি চিকিৎসক পেশা সম্পর্কে উপরোক্ত কথাগুলো বলেছিলেন। তার ভাষায় মেডিকেলে পড়ার জন্য শুরু হয় ভর্তিযুদ্ধ। অর্থাৎ ঢুকতে কষ্ট। ভর্তি হওয়ার পর পড়াশোনার চাপ অনেকটাই বেশি। ঢুকলে কষ্ট। কোনো সাবজেক্টে ফেল বা সাপ্লিমেন্টারি না পেয়ে পাস করা বেশ কঠিন। বের হতে কষ্ট। পাস করার পর বা বের হয়ে চাকরি পেতে যেমন কষ্ট, তেমনি চাকরি পেলে বদলি ও পদোন্নতিতেও অনেক যুদ্ধ বা কষ্ট। এসব মিলিয়ে চিকিৎসক পেশা নিয়ে ড. রিগমির এ ছন্দবদ্ধ মন্তব্য। পরিবারে ডাক্তারের সংখ্যা অপেক্ষাকৃত একটু বেশি এবং তাদের পদায়ন ও পদোন্নতির যুদ্ধের অভিজ্ঞতার আলোকে আমি ড. রিগমির মতামতের সঙ্গে সহমত পোষণ করি।

বেশ কয়েক বছর হলো অবসরে গিয়েছি। পরিবারের চিকিৎসক সদস্যরাও এখন অবসরে। কাজেই বদলি বা পদোন্নতির জন্য এখন আর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তর অভিমুখে যেতে হয় না। কদিন আগে প্রথম আলো পত্রিকায় ‘৪২% শিক্ষকের পদ খালি রেখে চলছে সরকারি মেডিকেল কলেজ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদক শিশির মোড়ল। শিশির মোড়ল স্বাস্থ্য সেক্টরে অনুসন্ধানী প্রতিবেদন লেখেন। বেশ ভালো লেখেন। তবে শিক্ষকের পদ শূন্য কেন? এ সম্পর্কিত কিছু তথ্য থাকলে আরও ভালো হতো। তার তথ্যবহুল প্রতিবেদনটি পড়ে নেপালি সচিব ড. শীতল বাবু রিগমির কথাগুলো আবার মনে পড়ে গেল।

চিকিৎসা শিক্ষায় যদি ৪২ শতাংশ শিক্ষকের পদ খালি থাকে, তবে দেশে ভালো চিকিৎসক হবে কীভাবে? অথচ শূন্য পদের এরূপ চিত্র চলছে বহু বছর ধরে। এমন নয় যে, ডিগ্রিধারী যোগ্য প্রার্থী ছিল না বা নেই। পদ আছে, প্রার্থীও আছে। প্রকাশিত গবেষণাপত্র আছে। কিন্তু পদোন্নতি প্রক্রিয়ায় আছে দীর্ঘসূত্রতা এবং অহেতুক প্রতিবন্ধকতা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি শিক্ষকদের পদোন্নতি প্রদান করেন। সরকারি কলেজে শিক্ষকদের পদোন্নতির জন্য আছে শিক্ষা মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়ে পদোন্নতির জন্য কমিটি আছে। সচিবসহ উচ্চপর্যায়ের পদে পদোন্নতির সুপারিশের জন্য আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপিরিয়র সিলেকশন বোর্ড বা এসএসবি। সেখানে চিকিৎসা শিক্ষার অধ্যাপকসহ সব ক্যাডারের সর্বোচ্চ পদের পদোন্নতি বিবেচিত হয়। কিন্তু চিকিৎসা শিক্ষায় পদোন্নতির জন্য ছিল একটু ভিন্নধর্মী ব্যতিক্রম। তা আবার দীর্ঘ সময়। বছরের পর বছর। ২০১০ সাল পর্যন্ত চিকিৎসা শিক্ষায় ৮০ শতাংশ পদ পূরণে সুপারিশের দায়িত্ব ছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের। পরে তা ৫০ শতাংশে নামানো হয়। বর্তমানে সরকারি কর্ম কমিশনের এখতিয়ারে আছে ২০ শতাংশ পদ পূরণের। পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক শূন্য পদে পদোন্নতির জন্য প্রথমে বিজ্ঞাপন প্রকাশ করে। পরে মৌখিক পরীক্ষায় ডাকা, নির্বাচিত করা এবং নির্বাচিত প্রার্থীদের পদোন্নতি প্রদানের জন্য সুপারিশ করা বেশ সময়সাপেক্ষ। সুপারিশের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পদোন্নতির আদেশ জারি করা। এ দীর্ঘ পদোন্নতি প্রক্রিয়ায় কতজন স্নাতকোত্তর প্রফেশনাল ডিগ্রি, প্রকাশনা এবং পদোন্নতির যোগ্যতাসহ পদোন্নতির পথে হারিয়ে গেছেন। তার তালিকা অনেক দীর্ঘ। এমন একজন ভুক্তভোগীর নাম ডা. বৃন্দাবন বিশ্বাস। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বৃত্তি নিয়ে চিকিৎসা বিদ্যায় স্নাতক হয়ে ডা. বৃন্দাবন বিশ্বাস দেশে আসেন ১৯৮৪ সালে। রক্ত পরিসঞ্চালনে স্নাতকোত্তর ডিগ্রি করেন। ১৯৯৮ সালে শেরেবাংলা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপকের চলতি দায়িত্বে যোগদান করেন। তখনই তার সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতির যোগ্যতা ছিল। কিন্তু কর্ম কমিশনের বিজ্ঞপ্তি না থাকায় চলতি দায়িত্বে যোগদান। ডিসেম্বর, ২০১০ সালে অবসর ছুটিতে যাওয়ার সময়কালে অর্থাৎ দীর্ঘ ১২ বছরেও তার সেই চলতি দায়িত্ব শেষ হয়নি। পদোন্নতি হয়নি। সরকারি কর্ম কমিশন রক্ত সঞ্চালনের সহকারী অধ্যাপকের পদে পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০০৬ সালে। তখনই শুধু তার পদোন্নতির জন্য আবেদন করার সুযোগ হয়। আবেদন করেন এবং সাক্ষাৎকার প্রদান করেন নির্ধারিত তারিখে। কর্ম কমিশন পদোন্নতির জন্য প্রার্থী নির্বাচন করে মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করে ২০০৯ সালে। কিন্তু মন্ত্রণালয় ডিসেম্বর, ২০১০ পর্যন্ত এ সুপারিশের ভিত্তিতে কোনো পদোন্নতি আদেশ জারি করেনি। যোগ্যতা, স্নাতকোত্তর ডিগ্রি, গবেষণাপত্র ও মেডিকেল কলেজের শিক্ষক পদে চাকরি করার ১২ বছরের অভিজ্ঞতা নিয়ে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়েছে। অথচ যথাসময়ে পদোন্নতি হলে ডা. বিশ্বাস অধ্যাপক হতে পারতেন। পড়ানোর আগ্রহ ও উদ্যমে গতি পেত। তা হয়নি। তিনি নিজে যেমন বঞ্চিত হয়েছেন, ছাত্ররাও বোধকরি বঞ্চিত হয়েছেন। অবসরের পর বেসরকারি মেডিকেল কলেজে যদিও তার পদোন্নতি হয়েছে। কিন্তু মূল চাকরিতে পদোন্নতিবঞ্চিত হওয়ায় নিশ্চয়ই ভুলতে কষ্ট হবে।

সরকারি কর্ম কমিশনের এ পদোন্নতি প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় পদোন্নতি বিধিমালা ২০১০ সালের পর সংশোধন করে। কর্ম কমিশনের কাছে ২০ শতাংশ এবং মন্ত্রণালয়ের কাছে ৮০ শতাংশ পদ রাখা হয়। কিন্তু ভোগান্তির জটিলতা শেষ হয় না। শূন্য পদ পূরণের জন্য সব সার্ভিসে নির্দিষ্ট সময়ান্তরে জ্যেষ্ঠতা ও যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়। যোগ্যতা থাকলে এবং পদ থাকলে পদোন্নতি পাওয়া একটা প্রাধিকার। কিন্তু স্বাস্থ্য খাতে শূন্য পদে পদোন্নতির দীর্ঘ প্রক্রিয়া সহজ হয়নি খুব একটা। পদোন্নতির জন্য উদ্যোগ নেওয়া হলে তখনই শুধু আবেদন করা যায়। মধ্যে কেটে যায় মাসের পর মাস। বছরের পর বছর। চিকিৎসা শিক্ষার বিভিন্ন বিভাগের পদোন্নতিযোগ্য শূন্য পদের তালিকা করা, যোগ্য প্রার্থী তালিকা করা এবং পদোন্নতির ব্যবস্থা গ্রহণের জন্য কেটে যায় দীর্ঘ সময়। সব শূন্য পদের পদোন্নতি প্রক্রিয়া একত্র করতে সময় নেয় অনেক। পদোন্নতির এ পথ পরিক্রমায় হারিয়ে যান অনেক প্রার্থী।

পদোন্নতি বঞ্চনার এ তালিকায় আছেন অনেক চিকিৎসক। এর মধ্যে একজন ডা. গীতা রাণী। আমার স্ত্রী। নিউক্লিয়ার মেডিসিনে এমফিল করেছেন ২০০৪ সালে। ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে পদ ছিল, কিন্তু কাজ ছিল না। তাই থেকে গেছেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিনে। প্রেষণে। সেখানে প্রচুর কাজ। এ ইনস্টিটিউট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের। কাজ থাকলেও এখানে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের পদোন্নতির সুযোগ নেই। পদোন্নতির আশায় তাই বদলি হয়ে ফিরে এসেছেন ঢাকা মেডিকেল কলেজে। সেখানে নিউক্লিয়ার মেডিসিনে অধ্যাপকসহ সব পদ আছে। কিন্তু রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার কোনো সুবিধা নেই। সচল বিভাগ নেই। কাজ নেই। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার আছে। এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান। রোগ নির্ণয় সম্পর্কিত পরীক্ষা-নিরীক্ষার চাপ অনেক বেশি। সিরিয়াল দিয়ে পরীক্ষা করাতে হয়। অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায়। সেখানে রোগ নির্ণয়ের সুবিধা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের চিকিৎসকদের দায়িত্ব দিলে রোগীর চাপ কমে। হাসপাতালে রোগীকে অহেতুক বেশি সময় অপেক্ষা করতে হয় না। এ বিষয়ে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের চিকিৎসকদের আবেদন আমি নিজে গিয়ে স্বাস্থ্য সচিবকে দিয়েছি। ঢাকা মেডিকেল কলেজের মধ্যে কোনো কক্ষ বরাদ্দ দিয়ে কাজ করানোর প্রস্তাব দিয়েছি। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে দেখা করেছি। অগ্রগতি হয়নি। পরবর্তীকালে অনেক পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন ইউনিট কাজ শুরু করেছে।

পদোন্নতির আশায় নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি ও কাজের অভিজ্ঞতা নিয়ে ডা. গীতা রাণী ২০১০ সালে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন। মন্ত্রণালয় পদোন্নতির উদ্যোগ না নেওয়ায় পদোন্নতির আবেদন করা যায়নি। তাই সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি হয় ২০১৬ সালে। শুধু আবেদন করার অপেক্ষার জন্য পদোন্নতিতে বিলম্ব। অভিজ্ঞতা, গবেষণা, ডিগ্রি, প্রকাশনা সব ছিল। পদোন্নতির উদ্যোগ না নেওয়ায় সহযোগী অধ্যাপকের পদেও আবেদন করতে বিলম্ব হয়। মন্ত্রণালয় ০৭/০৫/২০১৯ তারিখে সহযোগী অধ্যাপকের পদে পদোন্নতির উদ্যোগ গ্রহণ সম্পর্কিত চিঠি জারি করে এবং তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেয়। সে মতো স্বাস্থ্য অধিদপ্তরের ১৪/০৭/২০১৯ তারিখের স্মারক অনুযায়ী নির্ধারিত ছকে আবেদন করেন। আবেদনপত্র প্রক্রিয়া শেষে ২০১৯ সালেই প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। ৩০/০৬/২০২০ তারিখ ডা. গীতা রাণীর অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত মন্ত্রণালয় পদোন্নতির সভা করতে পারেনি। আমি কয়েকবার নিজে গিয়ে স্বাস্থ্য সচিবকে অনুরোধ করেছি। বলেছেন হবে। সভা হয়নি। আর তাই পদোন্নতির আদেশ জারি হয়নি।

মান্না দের কণ্ঠে একটা গানের অতি পরিচিত কলি হচ্ছে—‘দীপ ছিল, শিখা ছিলো, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না’। পদ ছিল। প্রার্থী ছিল। যোগ্যতা ছিল। ডিগ্রি ছিল। গবেষণাপত্রের প্রকাশনা ছিল। তারপরও পদোন্নতির এ দীর্ঘ ও বিলম্বিত প্রক্রিয়ার জন্য ডা. বৃন্দাবন বিশ্বাস, ডা. গীতা রাণীদের পদোন্নতি হয়নি। ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিনের সহযোগী অধ্যাপক পদটি বোধকরি এখনো শূন্য আছে। অথচ যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও পদোন্নতি হয়নি। ওই যে বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা। সে অনুযায়ী আবেদন করা ও আবেদনপত্র প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষা। আর মন্ত্রণালয়ের সভার জন্য অপেক্ষা। সরকারি কর্ম কমিশনের দায়িত্বের শেষ নেই। তাদের হাতে ২০ শতাংশ পদ পূরণের দায়িত্ব রাখার কারণ অজানা। যে ৮০ শতাংশ পদ মন্ত্রণালয় পূরণ করতে পারে। তার জন্য নিয়মিত মন্ত্রণালয় পদোন্নতি সভা করলে কী অসুবিধা হয় জানি না। সব বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপকের শূন্য পদ কেন একত্রে পূরণ করার উদ্যোগ নিতে হবে তাও জানি না। শুধু এটুকু জানি বা দেখি যে, স্বাস্থ্য বিভাগের পদোন্নতি প্রক্রিয়ায় আছে অনেক বিলম্ব। পদোন্নতির উদ্যোগ নিলেই শুধু পদোন্নতির জন্য আবেদন করতে হয়। সব ধরনের যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনা থাকা সত্ত্বেও যথাসময়ে পদোন্নতি হয় না। পদোন্নতির জন্য আবেদন করতে হবে, এ প্রক্রিয়া কোনো মন্ত্রণালয় বা কোনো সার্ভিসে নেই।

স্বাস্থ্যসেবা বিভাগ সূত্রে জানা যায়, পদোন্নতির জন্য আবেদন করার প্রক্রিয়া বন্ধ হচ্ছে। এ বিলম্বিত প্রক্রিয়া বুঝতে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৪ বছর সময় লাগবে—বুঝতে পারি না। এ কার্যক্রম ১০ বছর আগেই শুরু করলে অনেক জটিলতা দূর হতো। শূন্য পদ পূরণে আবেদন করার পদ্ধতি অবিলম্বে বন্ধ করতে হবে। সব বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপকের পদ একত্র করে পদোন্নতির পদ্ধতিও পাল্টাতে হবে। শূন্য পদ হলেই বিভাগভিত্তিক পদোন্নতি দিতে হবে। না হলে চিকিৎসা শিক্ষার অনেক শূন্যপদ এভাবে শূন্যই থাকবে। মেডিকেল কলেজে শিক্ষক সংকট থাকবে। আর পদোন্নতিযোগ্য প্রার্থীদের পদোন্নতিবঞ্চিত অবস্থায় অবসরে যাওয়ার তালিকা ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘতর হবে।

লেখক: সাবেক সচিব

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির

রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শেষ রোববার

ইউসিটিসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা’

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিচার দাবি

অশুভ শক্তি দমনে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে : কামাল হোসেন

জাপা কার্যালয়ের সামনে ফের হামলা, গুরুতর আহত নুর

১০

চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াই : মিস করা যাবে না এই ১০ ম্যাচ

১১

বে গ্রুপে আবেদন করুন, আর দুদিন বাকি

১২

নারী সেজে কিশোরীকে ধর্ষণ করলেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা

১৩

শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

১৪

সবচেয়ে সুবিধাবাদী দল জামায়াতে ইসলামী : এলডিপি মহাসচিব

১৫

শনিবার যেসব জেলায় বিদ্যুৎ থাকবে না

১৬

চাকসুর দপ্তরের দুই পদে প্রার্থী হতে পারবেন নারীরাও

১৭

দেশে অরাজকতা সৃষ্টি করতে আ.লীগ নেতারা ফান্ডিং করছে : সপু

১৮

ফুডপান্ডায় অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ, আবেদন করুন আজই

১৯

‘আমরা এমন সরকার গঠন করতে চাই যার সবাই ভালো’

২০
X