কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

ভাষাসংগ্রামী মমতাজ বেগম

জন্মদিন
ভাষাসংগ্রামী মমতাজ বেগম

মমতাজ বেগম শিক্ষক ও মহান ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী নারী। তিনিই একমাত্র নারী ভাষা-সংগ্রামী; যিনি ভাষার জন্য দীর্ঘ সময় কারাভোগ করেন। মমতাজ বেগম ১৯২৩ সালের ২০ মে কলকাতার হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কল্যাণী রায় চৌধুরী। ১৯৪৪ সালে কলকাতার সিভিল সাপ্লাই অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা আবদুল মান্নাফের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি মমতাজ বেগম নাম গ্রহণ করেন। তার বাবা রায় বাহাদুর মহিমচন্দ্র রায় ছিলেন জেলা জজ এবং পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি। মা মাখনমতি দেবী ছিলেন স্কুলশিক্ষক। তার পূর্বপুরুষ রাজশাহীর রঘুনন্দপুরের জমিদার এবং নাটোরের রানি ছিলেন তাদের আত্মীয়। মমতাজ বেগম বিশিষ্ট সাহিত্যিক প্রমথনাথ বিশীর বোনের মেয়ে।

তার বাবা উচ্চশিক্ষিত হলেও ছিলেন অতিশয় রক্ষণশীল। মেয়েদের লেখাপড়ার ব্যাপারে তার তেমন আগ্রহ ছিল না। সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় মমতাজ বেগম ম্যাট্রিক পাস করলেও পরিবারের পক্ষ থেকে তার লেখাপড়া বন্ধের সিদ্ধান্ত হয়। কিন্তু নিজের প্রতিজ্ঞা ছিল উচ্চশিক্ষা গ্রহণ করার। কঠিন পর্দাপ্রথার ঘেরাটোপে থেকে ১৯৪২ সালে তিনি কলকাতার বেথুন কলেজ থেকে বিএ এবং ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন বিএড পরীক্ষায় পাস করেন। ১৯৫৮ সালে তিনি ‘এডুকেশন ওয়ার্কশপ ফর টিচার্স’ কোর্স সম্পন্ন এবং ১৯৬৩ সালে এমএড ডিগ্রি অর্জন করেন। ১৯৪২ সালে তিনি কলকাতার ‘দ্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’য় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দেশ ভাগের পর তিনি ময়মনসিংহ চলে আসেন এবং শহরের বিদ্যাময়ী স্কুলে সহকারী শিক্ষিকা পদে যোগ দেন। ১৯৫১ সালে তিনি নারায়ণগঞ্জের মর্গ্যান হাই স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় সংঘটিত ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে ছাত্র শহীদ হওয়ার সংবাদে নারায়ণগঞ্জের রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউট মাঠে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ওইদিন মমতাজ বেগমের নেতৃত্বে মর্গ্যান স্কুলের ছাত্রীসহ মহিলাদের প্রথম মিছিল ওই জনসভায় উপস্থিত হয়। এ ছাড়া ভাষা আন্দোলনকে বেগবান করতে তিনি তৎকালীন রাজনীতিক ও শ্রমিক নেতাদের সঙ্গে গোপনে বৈঠক ও মতবিনিময় করেন। তিনি আদমজী জুট মিল শ্রমিকদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেন এবং তাদের আন্দোলনের তাৎপর্য বোঝাতে সক্ষম হন। দূরদর্শী ও দক্ষ সাংগঠনিক কর্মতৎপরতায় হয়ে ওঠেন আন্দোলনের প্রধান প্রাণশক্তি। তাকে গ্রেপ্তার করতে পারলেই আন্দোলন বন্ধ হয়ে যাবে—এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে মর্গ্যান স্কুলের তহবিল তছরুপের মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয় এবং বায়ান্নর ২৯ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে সংঘটিত বিক্ষোভ-মিছিল সংবাদ ১৯৫২ সালের ৩ মার্চ ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকায় প্রকাশিত হয়।

মমতাজ বেগম ১৯৫৩ সালের মে মাসে কারামুক্ত হন। সে বছর ‘ঢাকা মিউনিসিপ্যালিটি স্কুল পরিদর্শক’ হিসেবে যোগদান করেন। জীবনের অবশিষ্ট সময় শিশুদের সেবা ও শিক্ষা বিস্তারের মধ্য দিয়ে তিনি কাটাতে চেয়েছেন। এ লক্ষ্যে ‘শিশু নিকেতন’ নামে একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগপর্যন্ত শিক্ষকতা পেশাতেই নিয়োজিত ছিলেন। ১৯৬৭ সালের ৩০ জুন এ সংগ্রামী নারী মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি বীজ সংরক্ষণাগার ভেঙে দোকান নির্মাণের চেষ্টা যুবদল নেতার

রাতে ভাত খাওয়া কি আসলেই ক্ষতিকর, কী বলছেন পুষ্টিবিদ

ক্লাব বিশ্বকাপ / প্রায় পাঁচ ঘণ্টার নাটকীয় ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালে চেলসি

কুমিল্লায় দরজা ভেঙে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫

গাজা যুদ্ধবিরতি রাজনৈতিক কল্পনাবিলাস, ট্রাম্পের উদ্দেশে ইসরায়েল

শেফালির ময়নাতদন্ত সম্পন্ন, যা জানাল মুম্বাই পুলিশ

ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

অস্ট্রেলিয়ায় জলবায়ু ভিসায় গিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ

দেশে আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে

১০

জি৭ সম্মেলনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি

১১

জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন আ.লীগ নেতা

১২

ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মালয়েশিয়ায় ৫ গাড়ির ভয়াবহ সংঘর্ষ

১৪

মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনায় আসিফ মাহমুদের স্ট্যাটাস 

১৫

নারীকে ন্যাড়া ও বিবস্ত্র করে খাটের সঙ্গে বেঁধে মারধর

১৬

কুমিল্লায় ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেপ্তার

১৭

আজ পরীক্ষায় বসবেন সেই আনিসা

১৮

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় 

১৯

কুমিল্লায় নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ভাইরাল করা তিনজন গ্রেপ্তার

২০
X