

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। সেই নিলামের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ তখনই জানা যাবে, কোন দলে কোন নতুন খেলোয়াড় যোগ দিচ্ছেন। তবে এর আগে বিপিএলের নিলামে ভারতীয় ক্রিকেটার পিযুষ চাওলার অন্তর্ভুক্তি নজর কেড়েছে ক্রিকেট সমর্থকদের। কারণ এই প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার বিপিএল খেলার জন্য নিজের নাম দিয়েছেন।
আসন্ন বিপিএলের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ জন। বাংলাদেশের স্থানীয় ১৫৮ ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বিপিএল-১২ এর প্লেয়ার ড্রাফট।
৩৬ বছর বয়সী পিযুষ চাওলা ২০২৫ সালের জুনে ভারতীয় ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর ঘোষণা করেছিলেন। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তিনি ঘরোয়া ভারতীয় ক্রিকেট ও আইপিএল থেকেও সরে দাঁড়ান। ভারতীয় ক্রিকেট থেকে সম্পূর্ণরূপে নিজেকে সরিয়ে নেওয়ায় বিদেশি লিগে খেলতে আর কোনো বাধা নেই তার।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইর নিয়ম অনুযায়ী, যতদিন কোনো ক্রিকেটার আইপিএলসহ ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িত থাকেন তত দিন তারা অন্য কোনো বিদেশি লিগে খেলতে পারেন না। তবে ভারতীয় ক্রিকেট থেকে পুরোপুরিভাবে সরে দাঁড়ালে বিদেশি লিগ খেলতে তখন আর বাধা থাকে না। পিযুষ চাওলা সব শর্ত পূরণ করেছেন এবং তাই বিপিএলের নিলামে নাম দিতে পেরেছেন।
তবে বিদেশি লিগে খেলা তিনি প্রথম ভারতীয় নন। তার আগে দীনেশ কার্তিক, প্রবীণ তাম্বে, উন্মুক্ত চাঁদরাও অবসর নেওয়ার পর বিদেশি লিগে খেলেছেন। কিন্তু বিপিএলে প্রথম বার কোনো ভারতীয় ক্রিকেটার পা বাড়াচ্ছেন। ভারতের হয়ে ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা পিযুষ ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন।
মন্তব্য করুন