বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

মকবুল ফিদা হুসেন

মৃত্যুবার্ষিকী
মকবুল ফিদা হুসেন

মকবুল ফিদা হুসেন আধুনিক ভারতের সবচেয়ে জনপ্রিয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী চলচ্চিত্রকার। তাকে বলা হতো ‘ভারতের পিকাসো’। হুসেন ১৯১৫ সালের ১৭ সেপ্টেম্বর মুম্বাইয়ের সন্নিকটে পান্ধারপুরে জন্মগ্রহণ করেন।

মকবুল ফিদা হুসেন এম এফ হুসেন নামেই বেশি পরিচিত। চল্লিশ দশকের শেষের দিকে এম এফ হুসেন চিত্রশিল্পী হিসেবে প্রথমে পরিচিতি লাভ করেন। তার প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে সুইজারল্যান্ডের জুরিখ শহরে। এর পরবর্তী কয়েক বছরে তার চিত্রকলা ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। পরের বছরই তিনি তার প্রথম চলচ্চিত্র থ্রু দ্য আইজ অব আ পেইন্টার নির্মাণ করেন। এই চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং গোল্ডেন বেয়ার পদকপ্রাপ্ত হয়।

মকবুল ফিদা হুসেনের চিত্রকর্মের সংখ্যা ৬০ হাজারের মতো বলে উল্লেখ করা হয়। এর বাইরেও রয়েছে তার ছাপাই ছবি ও আলোকচিত্র ও চলচ্চিত্র। জীবদ্দশাতেই তিনি প্রায় কিংবদন্তির নায়কে পরিণত হয়েছিলেন। পরিণত বয়সে পিকাসোর মতোই বিবিধ, বিচিত্র উৎস থেকে তিনি চিত্রকর্মের বিষয় আহরণ করেছেন। এ ক্ষেত্রে সনাতন ধর্ম ও পুরাণ, ইতিহাস, রাজনীতি, সাহিত্য, ব্যক্তিত্ব, সমসাময়িক ঘটনা কোনোটিই তার নজর এড়ায়নি। হুসেনের ছবির অধিকাংশই সিরিজ চিত্র। রামায়ণ, মহাভারত থেকে ব্রিটিশ রাজত্বকাল, মহাত্মা গান্ধী থেকে মাদার তেরেসা, ইরাকে মার্কিন আগ্রাসন সবকিছুই তার সিরিজ চিত্রের বিষয়। অতি স্বল্প সময়ের মধ্যেই হুসেন স্বাতন্ত্র্য ও খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রকার হিসেবেও তিনি হয়েছেন পুরস্কৃত, আলোচিত আবার একই সঙ্গে হয়েছেন সমালোচিত। ১৯৬৭ সালে তার প্রামাণ্যচিত্র ‘থ্রু দ্য আইস অব আ পেইন্টার’ বার্লিন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে পুরস্কার লাভ করে। চলচ্চিত্রাভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে সিরিজ চিত্র আঁকার পাশাপাশি মাধুরীকে নায়িকা করে নির্মাণ করেন চলচ্চিত্র গজগামিনী। ১৯৭০ সালে হুসেনের আঁকা নগ্নিকারূপী দুর্গা ও সরস্বতীর চিত্র তখন সমালোচিত না হলেও ১৯৯৬ সালে একটি হিন্দুত্ববাদী পত্রিকা সেটা ছাপার পর হুসেনের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ‘ভারতমাতা’ ছবির জন্য ২০০৬ সালে আবার তার বিরুদ্ধে মামলা ও জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে হুসেন দেশত্যাগ করেন এবং কাতার ও যুক্তরাজ্যে প্রবাসজীবন বেছে নেন। ১৯৬৬ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে।

এর মধ্যে মুসলিম উগ্রপন্থিরা তার চলচ্চিত্র মীনাক্ষী: আ টেল অব থ্রি সিটিজের একটি গান নিয়ে আপত্তি করলে এটিরও প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। জীবনভর আলোচিত-সমালোচিত থেকে স্বেচ্ছানির্বাসনেই ২০১১ সালের ৯ জুন মৃত্যুবরণ করেন শিল্পী মকবুল ফিদা হুসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১০

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১১

বিজয় থালাপতি এখন বিপাকে

১২

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৩

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৪

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৫

সুর নরম আইসিসির

১৬

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৭

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৮

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৯

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

২০
X