মকবুল ফিদা হুসেন আধুনিক ভারতের সবচেয়ে জনপ্রিয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী চলচ্চিত্রকার। তাকে বলা হতো ‘ভারতের পিকাসো’। হুসেন ১৯১৫ সালের ১৭ সেপ্টেম্বর মুম্বাইয়ের সন্নিকটে পান্ধারপুরে জন্মগ্রহণ করেন।
মকবুল ফিদা হুসেন এম এফ হুসেন নামেই বেশি পরিচিত। চল্লিশ দশকের শেষের দিকে এম এফ হুসেন চিত্রশিল্পী হিসেবে প্রথমে পরিচিতি লাভ করেন। তার প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে সুইজারল্যান্ডের জুরিখ শহরে। এর পরবর্তী কয়েক বছরে তার চিত্রকলা ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। পরের বছরই তিনি তার প্রথম চলচ্চিত্র থ্রু দ্য আইজ অব আ পেইন্টার নির্মাণ করেন। এই চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং গোল্ডেন বেয়ার পদকপ্রাপ্ত হয়।
মকবুল ফিদা হুসেনের চিত্রকর্মের সংখ্যা ৬০ হাজারের মতো বলে উল্লেখ করা হয়। এর বাইরেও রয়েছে তার ছাপাই ছবি ও আলোকচিত্র ও চলচ্চিত্র। জীবদ্দশাতেই তিনি প্রায় কিংবদন্তির নায়কে পরিণত হয়েছিলেন। পরিণত বয়সে পিকাসোর মতোই বিবিধ, বিচিত্র উৎস থেকে তিনি চিত্রকর্মের বিষয় আহরণ করেছেন। এ ক্ষেত্রে সনাতন ধর্ম ও পুরাণ, ইতিহাস, রাজনীতি, সাহিত্য, ব্যক্তিত্ব, সমসাময়িক ঘটনা কোনোটিই তার নজর এড়ায়নি। হুসেনের ছবির অধিকাংশই সিরিজ চিত্র। রামায়ণ, মহাভারত থেকে ব্রিটিশ রাজত্বকাল, মহাত্মা গান্ধী থেকে মাদার তেরেসা, ইরাকে মার্কিন আগ্রাসন সবকিছুই তার সিরিজ চিত্রের বিষয়। অতি স্বল্প সময়ের মধ্যেই হুসেন স্বাতন্ত্র্য ও খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রকার হিসেবেও তিনি হয়েছেন পুরস্কৃত, আলোচিত আবার একই সঙ্গে হয়েছেন সমালোচিত। ১৯৬৭ সালে তার প্রামাণ্যচিত্র ‘থ্রু দ্য আইস অব আ পেইন্টার’ বার্লিন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে পুরস্কার লাভ করে। চলচ্চিত্রাভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে সিরিজ চিত্র আঁকার পাশাপাশি মাধুরীকে নায়িকা করে নির্মাণ করেন চলচ্চিত্র গজগামিনী। ১৯৭০ সালে হুসেনের আঁকা নগ্নিকারূপী দুর্গা ও সরস্বতীর চিত্র তখন সমালোচিত না হলেও ১৯৯৬ সালে একটি হিন্দুত্ববাদী পত্রিকা সেটা ছাপার পর হুসেনের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ‘ভারতমাতা’ ছবির জন্য ২০০৬ সালে আবার তার বিরুদ্ধে মামলা ও জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে হুসেন দেশত্যাগ করেন এবং কাতার ও যুক্তরাজ্যে প্রবাসজীবন বেছে নেন। ১৯৬৬ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে।
এর মধ্যে মুসলিম উগ্রপন্থিরা তার চলচ্চিত্র মীনাক্ষী: আ টেল অব থ্রি সিটিজের একটি গান নিয়ে আপত্তি করলে এটিরও প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। জীবনভর আলোচিত-সমালোচিত থেকে স্বেচ্ছানির্বাসনেই ২০১১ সালের ৯ জুন মৃত্যুবরণ করেন শিল্পী মকবুল ফিদা হুসেন।