বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এমন একটা খবর রোববার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট না ভারপ্রাপ্ত সভাপতি হবেন? প্রশ্নটা উঠছে বিসিবির গঠনতন্ত্রের কারণে।
যদি নাজমুল হাসান পাপন সভাপতির পদ না ছাড়েন তাহলে হয়তো ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেই বোর্ডের কার্য পরিচালনা করতে হবে ফারুক আহমেদকে। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে বোর্ডে ঢুকলেও তার সভাপতি হওয়া না হওয়া নির্ভর করছে পাপনের পদত্যাগের ওপর। বর্তমান বিসিবি সভাপতি পাপন পদত্যাগ করলে সভাপতির চেয়ারে বসতে কোনো বাধা থাকবে না। তবে পাপন পদত্যাগ না করলে তৈরি হবে জটিলতা।
সেক্ষেত্রে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তাকে কাজ চালাতে হবে। চলতি অন্তর্বর্তী সরকারের সময়ে বিসিবি সভাপতি হওয়ার ক্ষেত্রে তিনটি নাম আলোচনায় ছিল। ফারুক আহমেদ ছাড়া অন্য দুজন হলেন সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদীন ফাহিম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন। কালবেলাকে সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘আমার সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে।
তবে পলিসি মেকিং পর্যায়ে আমার কাজ করতে আপত্তি নেই।’ বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালকদের মধ্য থেকে নির্বাচিত হবেন বোর্ড প্রেসিডেন্ট। পরিচালকের পদ থেকে জালাল ইউনুস পদত্যাগ করায় এখন ফারুক আহমেদের বিসিবির পরিচালক পদে আসা সময়ের ব্যাপার মাত্র।