ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

বৈষম্যের বেড়াজালে অ্যাথলেটিকস

বৈষম্যের বেড়াজালে অ্যাথলেটিকস

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের স্বর্ণপদক বাংলাদেশের মানদণ্ডে অনেক বড় সাফল্য। স্বর্ণ জয়ের পর গোটা ক্রীড়াঙ্গনেই ইমরানুর বন্দনা চলছে। ইমরানুরের ভবিষ্যৎ পথচলা মসৃণ করতে বাংলাদেশ থেকে সম্ভাব্য সবকিছু করা হচ্ছে। এটি মুদ্রার এক পিঠ, আরেক পিঠের চিত্র বড্ড করুণ!

ছেলেদের হাইজাম্পে মাহফুজুর রহমান, নারী বিভাগে ঋতু আক্তার ও উম্মে হাফসা রুমকি এবং স্প্রিন্টে মোহাম্মদ ইসমাইল ও জহির রায়হানরা অপার সম্ভাবনাময় হলেও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন থেকে ন্যূনতম সুযোগ-সুবিধা পাচ্ছেন না। অথচ ইমরানুর রহমানের পরিচর্যায় প্রতি মাসে ৬-৭ লাখ টাকা পাঠানো হচ্ছে দেশ থেকে। ইমরানুর এক সময় লন্ডনে চাকরি করতেন। তিনি চাকরি ছেড়ে এখন পুরোপুরি অ্যাথলেটিকসে মনোযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। ইমরানুরের চাকরি ছাড়ার ক্ষতিপূরণ ও অনুশীলন ব্যয় মেটানো হয় দেশ থেকে পাঠানো অর্থ দিয়ে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমন বৈষম্যের দিকেই ইঙ্গিত করেছেন সাবেক স্প্রিন্টার ও কোচ আব্দুল্লাহেল কাফি, ‘অ্যাথলেটিকসের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বর্তমান কমিটির কাছে চাইব দেশের অ্যাথলেটিকসের পোস্টারবয় ইমরানুর রহমানের পাশাপাশি বাংলাদেশের অ্যাথলেটদের নিয়েও দীর্ঘমেয়াদি সুষ্ঠু পরিকল্পনার উদ্যোগ গ্রহণ করবে।’

বিপুল বিনিয়োগের বিপরীতে এ স্প্রিন্টারকে ঘিরে জাতিকে যে স্বপ্ন দেখানো হচ্ছে, তা আদৌ পূরণ করা সম্ভব? এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, ইমরানুর মূলত ৬০ মিটারের অ্যাথলেট। লক্ষ করলে দেখবেন, ৬০ মিটারের পর ক্রমেই মন্থর হতে থাকে গতি। এ অবস্থায় ইমরানুরকে দিয়ে এশিয়ান গেমসে ভালো কিছু করা তো দূরের পথ, এসএ গেমসে কিছু করাটা কঠিন! ইমরানুরের অবস্থান ও বৈষম্যের চিত্র পরিষ্কার হচ্ছে জহির রায়হানের সঙ্গে তুলনা করলে। জহির সর্বশেষ চায়নার ছেংদুতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে খেলেছেন। ৩ আগস্ট ২০০ মিটারে তার টাইমিং ছিল ২১.৩৪। গেমসের সেমিফাইনালে নাম লেখান তিনি। ইমরানুর সর্বশেষ খেলেছেন বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেখানে তার টাইমিং ছিল ১০.৪১ সেকেন্ড। জেনেভা অ্যাথলেটিকস মিটে স্প্রিন্টারের টাইমিং ছিল ১০.৩৮ সেকেন্ড। মৌসুমসেরা টাইমিং করেন গত মাসে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে, ১০.২৫ সেকেন্ড। ইমরানুর এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন জহির রায়হানও। ২০২২ সালে সামার অ্যাথলেটিকসে ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েন ইমরানুর রহমান। ইলেকট্রিক টাইমিংয়ে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি। ২০০ মিটারে জাতীয় রেকর্ডের টাইমিং ২১.১৫ সেকেন্ড। মাহবুবুল আলমের রেকর্ড থেকে ০.১৯ সেকেন্ড দূরে জহির।

১০০ মিটার দক্ষিণ এশিয়া অঞ্চলের রেকর্ড ১০.২৬, তার খুব কাছাকাছি আছেন ইমরানুর। ২০০ মিটারে রেকর্ড টাইমিং ২০.৯৯। ইমরানুরের তুলনায় দক্ষিণ এশিয়ার সেরার সঙ্গে ব্যবধানটা বেশি বটে; তবে এটা ঘুচিয়ে আনা সম্ভব! কিন্তু এ কাজে ইমরানুর রহমান ফেডারেশন থেকে যে সহযোগিতা পান, বাকিরা ছিটেফোঁটাও পাচ্ছেন না। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন উদ্যোগী না হলে তা পাওয়ার সম্ভাবনাও শূন্যের কোটায়।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)

ট্রেনিং-ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব এ কে সরকার সে কথাই বললেন, ‘আমরা সাধারণত গেমস ও ইভেন্ট ধরে পরিকল্পনা সাজাই। এশিয়ান গেমসের জন্য ইমরানুরকে ট্রেনিং সহায়তা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট ফেডারেশন যদি মনে করে অন্য অ্যাথলেটের মধ্যে সম্ভাবনা আছে, তারা বিওএ কর্মকর্তাদের কাছে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে বিওএ অবশ্যই বিবেচনা করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবন্তীর লেহেঙ্গায় মুগ্ধ ভক্তরা

শুক্র-শনি ছুটিসহ এনজিওতে চাকরির সুযোগ

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন আবাসন সুবিধাও

একাদশে ভর্তির তৃতীয় পর্যায়ের আবেদন কবে?

মাঠের করুণ অবস্থা দেখে কান্না চলে আসছে : বুলবুল

আরও ১৪ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

ব্রাজিলে বেড়ে ওঠেও আর্জেন্টিনার জার্সিতে স্বপ্ন দেখছেন তরুণ ফুটবলার

ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে মহাদুশ্চিন্তায় ইসরায়েল

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল : পররাষ্ট্র উপদেষ্টা

১০

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

১১

জোয়ারের তোড়ে লোকালয়ে ভেসে এলো বনের হরিণ

১২

৩শ সাপ পুষছেন ইদ্রিস, কামড় খেয়েছেন দুই শতাধিক

১৩

রেকর্ড জয়ের পরও সিরিজ হাতছাড়া অজিদের

১৪

ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

১৫

‘আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে’

১৬

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে আটকে দিচ্ছে পেন্টাগন

১৭

ইসিতে ধাক্কাধাক্কি-হাতাহাতি, ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা 

১৮

গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট আজমল হোসেন

১৯

ক্যাম্পাসে এখনো প্রান্তিক অবস্থায় ছাত্রদল, অভিযোগ আবিদের

২০
X