স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

শীর্ষ বাছাই শিয়ানতেক

শীর্ষ বাছাই শিয়ানতেক

এবারের ইউএস ওপেনে অঘটন শুরু হয়েছে প্রথম দিন থেকেই। প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস। এরপর বিদায় নেন ক্যাসপার রুড। বৃহস্পতিবার রাতে বিদায় নেন তিনটি গ্র্যান্ডস্লামের মালিক এন্ডি মারে। আর গতকাল বিদায় নিলেন নারী এককের শীর্ষ বাছাই পোলিশ নারী টেনিস তারকা ইগা শিয়ানতেক।

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে লাটভিয়ার ইয়েলেনা অস্টাপেঙ্কোর কাছে হেরে বিদায় নেন মেয়েদের টেনিসের নাম্বার ওয়ান। সোমবার নিউইয়র্কের ফ্লাশিং মিডোর বিলি জিন কিং টেনিস সেন্টারে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে ইয়েলেনা অস্টাপেঙ্কোর কাছে ৬-৩, ৩-৬, ১-৬ সেটে হেরে বিদায় নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়ানতেক। গতবারের চ্যাম্পিয়ন শিয়ানতেক প্রথম সেটেই লাটভিয়ার অস্টাপেঙ্কোকে হারান। তবে পরের দুই সেটে টেনিসের ২০তম বাছাই লাটভিয়ার নারীর সঙ্গে আর পেরে ওঠেননি। চতুর্থ রাউন্ড পর্যন্ত প্রথম তিন ম্যাচে একটি সেটও হারের মুখ দেখেননি শিয়ানতেক। এর আগেও তিনবার মুখোমুখি হয়েছিলেন অস্টাপেঙ্কোর। তবে একবারও সিয়ানতেককে হারাতে পারেননি লাটভিয়ান তরুণী। এমনকি এবারও প্রথম সেট ৬-৩-এ জিতে যান টেনিসের শীর্ষ বাছাই। দ্বিতীয় ও তৃতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান অস্টাপেঙ্কো। ৬-৩, ৬-১ ব্যবধানে টানা দুই সেটে ম্যাচ জিতে নেন লাটভিয়ার টেনিস খেলোয়াড়। তবে এই হারে শুধু ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন না, মেয়েদের টেনিসের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারাবেন শিয়ানতেক। পোলিশ তরুণীর জায়গায় নতুন হালনাগাদ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে আসবেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। তাতেই ৭৫ সপ্তাহ ধরে শীর্ষস্থান ধরে রাখার সমাপ্তি ঘটবে শিয়ানতেকের। পুরুষদের এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী নোভাক জকোভিচ। চতুর্থ রাউন্ডে ক্রোয়েশিয়ার বোর্না গোয়োকে ৬-২, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন টেনিসের দ্বিতীয় শীর্ষ বাছাই। শেষ আটের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজের বিপক্ষে লড়বেন সার্বিয়ান টেনিস তারকা। ম্যাচ জয়ের পর তিনি বলেন, ‘আগে কখনো ওর বিরুদ্ধে খেলিনি; কিন্তু শুনেছিলাম বোরনা ভালো সার্ভিস করতে পারে। যোগ্যতা অর্জন পর্বে এবং ইউএস ওপেনের প্রথম দুটি রাউন্ডে ওর খেলা দেখেছি। সার্ভিস এবং ফোরহ্যান্ড ওর প্রধান অস্ত্র। কোর্টে নড়াচড়াও বেশ ভালো। তাই ওর সার্ভিস নির্বিষ করার দিকে জোর দিয়েছিলাম।’

এদিকে ম্যাচের পর হতাশ শিয়ানতেক বলেছেন, ‘ইয়েলেনা এমন একজন খেলোয়াড় যে কোনো এক দিন নিখুঁত একটা ম্যাচ খেলবে। আবার অন্য এক দিন অন্য কোনো রূপে ওকে দেখা যাবে। আজ নিখুঁত ম্যাচ খেলেছে। ঝুঁকি নিতেও পিছিয়ে যায়নি। ওর বিরুদ্ধে খেলতে নামলে কোনো প্রত্যাশা রাখা উচিত নয়। আমার বিরুদ্ধে যারা নিজেদের সেরা টেনিস বের করে আনে তাদের খুব ভালো লাগে। ইয়েলেনা কখনো হাল ছেড়ে দেয় না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

ঢাবির শোক দিবসে জগন্নাথ হল স্মৃতিসৌধে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

১০

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

১১

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

১২

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

১৩

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

১৪

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

১৫

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৬

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

১৭

হাসপাতালে খালেদা জিয়া

১৮

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১৯

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

২০
X