রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
মো. জাফর আলী, ঢাবি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৩:৩৭ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাবির হলে ফিরছেন শিক্ষার্থীরা, বাড়ছে অসংগতিও

ঢাবির হলে ফিরছেন শিক্ষার্থীরা, বাড়ছে অসংগতিও

কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত মাসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কোলাহলময় ক্যাম্পাস হয়ে পড়ে নিস্তব্ধ-নিষ্প্রাণ। গত ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলন থেমে গেলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের পদচারণায় প্রাণ ফিরে আসে ঢাবি ক্যাম্পাসে।

এদিকে, মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত এবং ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরাও তাতে সাড়া দিচ্ছেন। তবে হলগুলোতে তালা ভেঙে কক্ষে প্রবেশ করে অন্যের আসবাব লুট ও ফেলে দেওয়ার মতো কিছু অসংগতিমূলক ঘটনাও ঘটেছে। এর বাইরে হলগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের কমিটির আলাদাভাবে কক্ষ দখলের চেষ্টাও নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ঢাবির বিভিন্ন আবাসিক হলে প্রবেশ করতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল ও জসিম উদদীন হলের মূল ফটকের তালা ভেঙে ফেলেন তারা। এদিন শিক্ষার্থীরা হলে অবস্থান না করার প্রতিশ্রুতি দেন এবং কারও প্রবেশের প্রয়োজন হলে সংশ্লিষ্টদের সে সুযোগ দেওয়ার আহ্বান জানান। পরদিন ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় শিক্ষার্থীদের একাংশ নিজ নিজ হলে ওঠেন। অন্যদিকে, এদিন থেকেই হলে বৈধ শিক্ষার্থীদের উঠানো এবং স্বাভাবিক সেবা কার্যক্রম চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করার ঘোষণা দেয়। এর ফলে গত বুধ ও গতকাল বৃহস্পতিবার প্রতিটি হলেই শিক্ষার্থীরা উঠে পড়েন। এ দুদিন বৈধ সিট নিশ্চিত করতে আবাসিক বা দ্বৈতাবাসিক হলকার্ড নবায়ন এবং সিটের জন্য হলগুলোর অফিসে ভিড় করতে দেখা যায়। এ ক্ষেত্রে হলগুলোর নির্দেশনা হলো—বৈধভাবে অথবা আবাসিকতার প্রক্রিয়া সম্পন্ন না করে যেসব ছাত্র হলে থাকতেন, তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজস্ব ড্যাশবোর্ড থেকে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সিটের জন্য আবেদন করতে হবে।

এ ছাড়া হাজী মুহম্মদ মুহসীন, শহীদ সার্জেন্ট জহুরুল হক, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, বিজয় একাত্তর হলসহ বেশ কিছু হলে ইচ্ছামতো কক্ষ দখলে নেওয়া, পূর্বে বসবাসকারীর জিনিসপত্র নিয়ে নেওয়া বা ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিশেষ করে গত ১৭ জুলাই ভাঙচুর হওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষগুলোতেই এসব ঘটনা বেশি ঘটেছে। তবে অনেক শিক্ষার্থীর দাবি, আবাসিক কার্ডে উল্লিখিত কক্ষেই উঠছেন।

অন্যদিকে, হলগুলোতে দুদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়ার এবং ছাত্রদলের ব্যানারে কক্ষ দখলের তৎপরতা চোখে পড়ে। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগে গত বুধবার ছাত্রদলের কয়েক নেতাকর্মী শহিদুল্লাহ হলে কক্ষের তালিকা করতে গেলে সাধারণ শিক্ষার্থীদের মারধরের শিকার হন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, হলগুলোতে প্রায় প্রতিটি রুমেই লুটপাট হচ্ছে। কাগজপত্র বইসহ গুরুত্বপূর্ণ জিনিসগুলো বাইরে ফেলে দেওয়া হচ্ছে। সেখান থেকেও কেউ কেউ পছন্দসই জিনিস তুলে নিচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে জহুরুল হক হলে এসব দৃশ্য চোখে পড়ে। সালমান জাভেদ নামে আরেক শিক্ষার্থী বলেন, আমাদের একাত্তর হলে কে আসছে কে যাচ্ছে, তার কোনো বাধ্যবাধকতা নেই। হলের গণরুম থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছে।

জহিরুল হক তমাল নামের এক শিক্ষার্থী বলেন, গত কয়েকদিন হলে শিক্ষার্থীদের কার্যক্রম দেখে একটি বিষয় স্পষ্ট, যে কোনো ধরনের কমিটি সাধারণ শিক্ষার্থীদের ঐক্যে ফাটল ধরাচ্ছে। ডাকসু ছাড়া বিকল্প নেই। সবাই ত্যাগী, এজন্য সবাই নেতা হতে চায়, কেউ কাউকে মানতে নারাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি হলে হলে দেওয়া হলে ঐক্যের সংকট আরও বাড়বে। নতুন মোড়কে রাজনীতি আসবে।

সাজিদ ইউসুফ নামে একজন বলেন, হলে হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কমিটি কেন লাগবে? এটা করা মানেই কর্তৃত্বের লড়াই এবং ফের নোংরা রাজনীতি। আর কমিটি দেবে কীসের ভিত্তিতে? এই আন্দোলন বৈষম্য হটানোর জন্য, নতুন করে বৈষম্য সৃষ্টির জন্য নয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, বিভিন্ন হলে অনেকে নিজে নিজে সমন্বয়ক কমিটি গঠন করেছে। এসব বিষয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। খুব তাড়াতাড়ি সবার মতামত নিয়ে এসব সমস্যার বিকল্প সমাধান, অতিদ্রুত হল সংসদ বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে বৈধ সিট বণ্টনসহ সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, হলগুলোতে অবশ্যই প্রশাসনিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের জন্য বৈধ সিটের ব্যবস্থা করা, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা এবং ক্যাম্পাস থেকে সব ধরনের দখলদারিত্ব ও সন্ত্রাস থেকে উৎখাত করা হবে।

ছাত্রদল নেতাদের কক্ষ দখল ও কমিটি দেওয়ার তৎপরতার বিষয়ে মুহসীন হলের শিক্ষার্থী আশিকুর রহমান রাফি বলেন, গত বুধবার ছাত্রদল হলে এসে খুব চিল্লাচিল্লি ও খুব অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে। তারা কমিটি দেবে এবং হলে তাদের লোক তুলবে বলছে। এত কষ্ট করে, মার খেয়ে, প্রাণ সংশয় নিয়ে লুকিয়ে থেকে আন্দোলন করেছি। হলে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না, সেটা ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির যে দলই হোক।

এ বিষয়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আমাদের পক্ষ থেকে নেতাকর্মীদের উদ্দেশে কঠোর নির্দেশনা দেওয়া আছে। আমার জানামতে, কেউ বিশ্ববিদ্যালয়ের হলে যায়নি। ছাত্রলীগের সুবিধাভোগীরা হয়তো আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এবং সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. ইকবাল রউফ মামুন কালবেলাকে বলেন, হলে সিট বরাদ্দের ব্যাপারে সর্বশেষ আমাদের যে নীতিমালা করা হয়েছে, আপাতত সেটা বাস্তবায়ন করা যাচ্ছে না। কারণ, সরকারি নির্দেশনায় তাৎক্ষণিকভাবে হল খোলা হয়েছে। তবে আপাতত সিটের জন্য অনলাইনে আবেদনের নোটিশ দেওয়া হয়েছে, সে অনুযায়ীই কাজ চলছে। তিনি আরও বলেন, সরকার গঠনের অপেক্ষায় আছি। এটা হয়ে গেলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী সব অসংগতি দূর করতে কাজ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকিং সমস্যার কারণে বন্ধ ৪০০ কারখানার উৎপাদন

জাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের ৯ দফা ইশতেহার

নিহত দুই মালয়েশিয়া প্রবাসীর দাফন সম্পন্ন

বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প

লাশবাহী অ্যাম্বুলেন্স পড়ে গেল খালে

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে : চরমোনাই পীর

পুত্রশোক সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

সিলেটে ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত

প্রবাসী খুনের ঘটনায় পুলিশ হেফাজতে দুই নারী-পুরুষ

১০

সংস্কারের এক বছরেই ভেঙে গেছে সড়ক

১১

রাকসু নির্বাচনে ৯২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

১২

হবিগঞ্জে কূপে গ্যাসের সন্ধান, ১০ বছরে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস

১৩

বাড়ি ছাড়ার কারণ জানালেন ক্রিকেটার নাসুমের বাবা

১৪

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক নিখোঁজ

১৫

জাপানের কাছে ভরাডুবির পর পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ

১৬

চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?

১৭

জাপার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

১৮

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, হাজার জনের বিরুদ্ধে মামলা

১৯

এশিয়া কাপের জন্য ভারতের জার্সি উন্মোচন

২০
X