ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্ররাজনীতি বন্ধ করলে পরাজিত ফ্যাসিস্টরা সুযোগ পাবে এবং তারা ফের ক্ষমতায় চলে আসার পাঁয়তারা চালাবে। যারা এ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং দেশের মালিকানা বিক্রি করার পাঁয়তারা করেছে, তারাই মূলত রাজনীতি বন্ধের কথা বলে সুযোগ নিতে চায়। এরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করেছে। সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কোনো ন্যায্যতা তারা দেয়নি।
গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে ছাত্ররাজনীতি বিষয়ক মতামত জানতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন নাছির উদ্দীন নাছির। এদিন তিনি বরিশাল শিল্পকলা একাডেমিতে নির্দেশনামূলক যৌথ কর্মিসভায় অংশ নেন। এর আগে তিনি বরিশালের ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যান। ছাত্ররাজনীতি চাওয়া-না চাওয়া নিয়ে শিক্ষার্থীদের মতামত ও তাদের সঙ্গে কথা বলেন।
নাছির বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থি। উপযোগী ও ইতিবাচক ছাত্ররাজনীতির জন্য আমরা বিভিন্ন মহলের সঙ্গে কথা বলছি। আমরা ওপেন ডায়ালগের মাধ্যমে সব রাজনৈতিক দল ও ছাত্রসমাজের সঙ্গে কথা বলতে চাই। যে কেউ এটি আয়োজন করতে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক মন্তব্য করে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেন ববির সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৮৫তম বিশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়।