মাহমুদুল হাসান
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৩:১৩ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

ক্যান্সার-হৃদরোগের ঝুঁকি বাড়ছে পরোক্ষ ধূমপানে

ডিএসএ বাতিল চান বিশেষজ্ঞরা
ক্যান্সার-হৃদরোগের ঝুঁকি বাড়ছে পরোক্ষ ধূমপানে

ধূমপানের সময় সব ধোঁয়া ধূমপায়ীর ফুসফুসে যায় না, আশপাশে থাকা মানুষের নিঃশ্বাসেও প্রবেশ করে। এতে ধূমপায়ীদের আশপাশের সবাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। একজন ধূমপায়ী নিজেও ক্যান্সারের ঝুঁকিতে থাকেন, আশপাশের মানুষকেও একই ঝুঁকিতে ফেলে দেন। অধূমপায়ী হয়েও যারা পরোক্ষ ধূমপানের শিকার হন তাদের ফুসফুসের ক্যান্সার, হৃদরোগসহ অন্যান্য রোগের ঝুঁকি থাকে। তবে সবচেয়ে বেশি ক্ষতি ও স্বাস্থ্যঝুঁকি শিশুদের। দেশের শিশুদের বিরাট অংশ পরোক্ষ ধূমপানের শিকার।

২০১৭ সালের ৭ ডিসেম্বর অক্সফোর্ডের নিকোটিন অ্যান্ড টোবাকো রিসার্চ সাময়িকীতে প্রকাশিত ‘সেকেন্ড হ্যান্ড স্মোক এক্সপোজার ইন প্রাইমারি স্কুল চিলড্রেন: এ সার্ভে ইন ঢাকা’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, ঢাকা সিটি করপোরেশন ও আশপাশের ৯৫ শতাংশ শিশুর শরীরে ক্ষতিকর নিকোটিন রয়েছে। পরোক্ষ ধূমপান নিকোটিন উপস্থিতির কারণ। রাজধানীর মিরপুরে ছয়টি ও সাভারে ছয়টি প্রাথমিক স্কুলের ৪৭৯ শিশুর লালা পরীক্ষায় ক্ষতিকর নিকোটিন পাওয়া গেছে। গর্ভবতী মায়েদের জন্যও ক্ষতিকর এটি। পরোক্ষ ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। মিসক্যারেজের সম্ভাবনা বেড়ে যায়, এমনকি সন্তান জন্ম দেওয়ার পরও এ প্রভাব থেকে যেতে পারে। শিশুর কম ওজন হওয়া, জন্মের সময় নানাবিধ সমস্যাসহ শিশুমৃত্যুর কারণও হতে পারে পরোক্ষ ধূমপান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সব ধরনের তামাক ক্ষতিকর এবং এর নিরাপদ কোনো স্তর নেই। সংস্থাটির মতে, সিগারেটের পরোক্ষ ধোঁয়ায় প্রায় সাত হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ রয়েছে। এর মধ্যে অন্তত ৭০টি উপাদান ক্যান্সার সৃষ্টি করতে পারে। এ ছাড়া অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের শিকার হলে তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ২০-৩০ শতাংশ বেড়ে যায়। হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ায় পরোক্ষ ধূমপান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পরোক্ষ ধূমপানের কারণে প্রতি বছর ৬৫ হাজার শিশু মারা যায়। যে শিশুরা পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে, তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির হিসাবমতে, দেশে ৫০ হাজারেরও বেশি রেস্তোরাঁ আছে। আর গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭-এর তথ্যমতে, ৫০ শতাংশ মানুষ রেস্তোরাঁয় পরোক্ষ ধূমপানের শিকার হন। এ ছাড়া, হসপিটালিটি সেক্টরের অন্যান্য ক্ষেত্রেও অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের শিকার হন। অন্যদিকে, তামাক কোম্পানি বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, রিসোর্টে প্রচার-প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে তামাকজাত পণ্য প্রদর্শন করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর ৮০ লাখ মানুষের মৃত্যু হয় তামাক গ্রহণের কারণে। এর মধ্যে ১৩ লাখ মানুষই প্যাসিভ স্মোকিং অর্থাৎ পরোক্ষ ধূমপানের শিকার। এদিকে অধূমপায়ীদের সুরক্ষায় পাবলিক প্লেসে ধূমপায়ীদের জন্য নির্ধারিত এলাকা (ডেজিগনেটেড স্মোকিং এরিয়া-ডিএসএ) স্থাপন বাধ্যতামূলক করা আছে। ধূমপায়ীদের কারণে যেন অধূমপায়ীরা ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইনে ডিএসএ বাধ্যতামূলক করা হয়। বাস্তবতা হচ্ছে বিধানটি প্রায় শতভাগ অকার্যকর।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ অনুযায়ী চতুর্দিকে দেয়াল দিয়ে আবদ্ধ রেস্টুরেন্টসহ অধিকাংশ আচ্ছাদিত পাবলিক প্লেস এবং কর্মক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ। তবে, মাত্র কয়েকটি স্থান ছাড়া বেশিরভাগ পাবলিক প্লেস এবং একাধিক কামরাবিশিষ্ট গণপরিবহনে (ট্রেন, স্টিমার) ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখার সুযোগ আছে। ফলে, অধূমপায়ীদের পাশাপাশি এসব স্থানের সেবাদান করা কর্মীরাও পরোক্ষ ধূমপানের শিকার হন। সংশ্লিষ্টরা বলছেন, সব পাবলিক প্লেস ও পাবলিক ট্রান্সপোর্টে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বা ডিএসএ বাতিল করা গেলে পাবলিক প্লেস ও ট্রান্সপোর্ট ব্যবহারকারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ৮৫ শতাংশ কমতে পারে।

জনস্বাস্থ্যবিদরা জানিয়েছেন, পরোক্ষ ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই। কানাডা, থাইল্যান্ড, পাকিস্তান, নেপালসহ বিশ্বের ৬৯ দেশে পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করে আইন রয়েছে। এ ছাড়াও যেসব আবদ্ধ স্থানে স্মোকিং জোন রয়েছে, সেখানকার দূষণের মাত্রা ব্যস্ততম সড়ক, বন্ধ মোটর গ্যারেজ এমনকি দাবানলের সময়ের থেকে বেশি দূষণ সৃষ্টি করে। আবার বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, অধূমপায়ীদের মৃত্যু, রোগ ও শারীরিক অক্ষমতার কারণ তামাকের ধোঁয়ার সংস্পর্শ। একই সঙ্গে পরোক্ষ ধূমপান নবজাতকের হঠাৎ মৃত্যু, অকাল জন্মের ঝুঁকি এবং অপরিণত শিশু জন্মের ঝুঁকি দ্বিগুণ করে। তাই কর্মক্ষেত্র, রেস্টুরেন্ট, গণপরিবহন ও পাবলিক প্লেসগুলো শতভাগ ধূমপানমুক্ত করা প্রয়োজন। এতে এসব স্থানে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের শিকার হবেন না। একই সঙ্গে ধূমপায়ীরাও ধূমপান ছাড়তে উৎসাহিত হবেন। তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৭ সংশোধন করে সব ধরনের পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করা, ধূমপানসহ যে কোনো ধরনের তামাক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। আইনের প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে রেস্টুরেন্টগুলোতে ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান রাখার বিধান বাতিল করলে জনস্বাস্থ্যের জন্য তা অশেষ উপকারী হবে বলেও মত তাদের।

হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী কালবেলাকে বলেন, মূলত আইনে অধূমপায়ীদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে রেস্টুরেন্টগুলোতে স্মোকিং জোন রাখার বিধান ছিল। তবে আমাদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, এই স্মোকিং জোন অধূমপায়ীদের সুরক্ষা দিতে পারছে না। বরং অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার ও দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন। বর্তমানে দেখা যাচ্ছে, তরুণদের ধূমপানে আকৃষ্ট করতে তামাক কোম্পানিগুলো রেস্টুরেন্টগুলোতে স্মোকিং জোন নির্মাণে অর্থায়ন করছে। আর এমনভাবে স্মোকিং জোনের ডিজাইন করছে, যাতে সহজেই তরুণরা ধূমপানে আকৃষ্ট হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১০

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১১

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১২

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৩

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৪

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৬

ফিরছেন দীপিকা 

১৭

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

১৮

নিজেই বাড়াচ্ছেন স্ট্রোকের ঝুঁকি, জানুন কীভাবে

১৯

ধর্ষণের অভিযোগের পর চাপের মুখে বিয়ে

২০
X