ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমটির কনটেন্ট সুপারিশ প্রযুক্তি বা ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ নতুনভাবে সাজিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এই আপডেট চালু হলে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী আরও বেশি প্রাসঙ্গিক রিলস দেখতে পাবেন।
প্রযুক্তিবিশ্লেষকদের মতে, মেটা এখন স্পষ্টভাবেই ভিডিওনির্ভর কনটেন্টকে অগ্রাধিকার দিচ্ছে। ধীরে ধীরে ফেসবুক টিকটকের মতো স্বল্পদৈর্ঘ্য ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে।
মেটার তথ্যমতে, ফেসবুককে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলতে চলতি বছরই একাধিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি পুরোনো দিনের ফেসবুকের অভিজ্ঞতায় ফিরতে চান—যেখানে ব্যবহারকারীদের মধ্যে সংযোগ ও যোগাযোগই ছিল মূল শক্তি। সেই লক্ষ্যেই ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হচ্ছে।
এর ফলে ফেসবুক এখন টিকটকসহ অন্যান্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নতুন পরিবর্তনের অংশ হিসেবে ফেসবুকে একই দিনে প্রকাশিত ভিডিও প্রদর্শনের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্যবহারকারীরা যেন সাম্প্রতিক ও প্রাসঙ্গিক ভিডিও বেশি দেখতে পান, সেজন্যই এ পদক্ষেপ। পাশাপাশি যুক্ত করা হয়েছে ‘ফ্রেন্ড বাবল’ নামের নতুন একটি ফিচার।
এই ফিচারে ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে কোনো বন্ধু ওই ভিডিওতে লাইক দিয়েছেন কি না। চাইলে সেই বাবলে ট্যাপ করে বন্ধুর সঙ্গে সরাসরি প্রাইভেট চ্যাটে কথাও বলা যাবে।
এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুকের অভিজ্ঞতার মূল অংশ। আমরা এখন এমন নতুন ফিচার আনছি, যা ব্যবহারকারীদের সেই পুরোনো অভিজ্ঞতায় ফিরিয়ে নিয়ে যাবে।
সূত্র : জিও নিউজ ও দ্য ভার্জ
মন্তব্য করুন