নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে বাড়তি দামে এলপিজি বিক্রি

হিমশিম ক্রেতাদের
চট্টগ্রামে বাড়তি দামে এলপিজি বিক্রি

জানুয়ারির শুরুতে গ্রাহক পর্যায়ে ১২ কেজির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এরপর মাসের মাঝামাঝিতে ১৪ জানুয়ারি আরও ৪ টাকা বাড়িয়ে ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করে সরকারি সংস্থাটি। ওইদিন থেকেই চট্টগ্রামসহ সারা দেশে নতুন দর কার্যকরের কথাও জানায় তারা। তবে সরকার নির্ধারিত দরে গ্যাস পাচ্ছেন না চট্টগ্রামের গ্রাহকরা। নির্ধারিত দামের চেয়ে ৪০ থেকে ১৫০ টাকা বেশি দরে তাদের কিনতে হচ্ছে ১২ কেজির সিলিন্ডার। গ্রাম পর্যায়ে এই দাম আরও বেশি রাখা হচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম খাওয়া সাধারণ মানুষের। এ পরিস্থিতিতে সরকারি তদারকি সংস্থাগুলোর পর্যাপ্ত তদারকির দেখাও মিলছে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, একটি অসাধু চক্র ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছে, ফলে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

গত বৃহস্পতিবার সরেজমিন চট্টগ্রাম নগরের হামজারবাগ, বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট, পলিটেকনিক মোড়, রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার বেশ কিছু দোকানে দেখা যায়, সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার কিনতে পারছেন না ক্রেতারা। অতিরিক্ত দামে বেশিরভাগ ব্যবসায়ী সিলিন্ডার বিক্রি করছেন। ওজনপ্রতি ৪০ থেকে ১৫০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত দরে বিক্রি করতে না পারায় কয়েকটি দোকানে গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন কোম্পানির ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকায়। এর মধ্যে বসুন্ধরা, বেক্সিমকো, টোটালসহ নামি কোম্পানিগুলোর সিলিন্ডারের দাম তুলনামূলক বেশি।

নগরের পলিটেকনিক মোড়ের মেসার্স মোহাম্মদিয়া ট্রেডিং নামে একটি দোকানে গতকাল দুপুরে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনছিলেন খোরশেদ আলম। সরকার নির্ধারিত দরের চেয়ে তাকে বাড়তি ৪১ টাকা দিতে হয়। এ কারণে বেশ ক্ষুব্ধ ছিলেন তিনি। খোরশেদ বলেন, ‘ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকা; কিন্তু নেওয়া হচ্ছে ১ হাজার ৫০০ টাকা। বাড়তি দাম নিলেও তদারকি করার কেউ নেই। গ্যাসের পরিবেশক ও ব্যবসায়ীরা মিলে সিন্ডিকেট তৈরি করেছেন। বাড়তি দাম নিলেও রসিদ দিচ্ছেন না।’

মেসার্স মোহাম্মদিয়া ট্রেডিংয়ের মালিক মুহাম্মদ আলী আজম বলেন, বাজারে অন্তত ২০ কোম্পানির এলপি গ্যাস পাওয়া যায়। ১২ কেজির সিলিন্ডার কিনতে হয় সরকার নির্ধারিত দামের চেয়েও ৩০-৪০ টাকা বেশিতে। তাই বাড়তি দামে কিনে সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির সুযোগ নেই। কোম্পানি ও পরিবেশকরা না কমালে পাইকারি ও খুচরা বিক্রেতারা দাম কমাতে পারবেন না।

ক্রেতারা বলছেন, প্রতি মাসে বাড়িয়ে বা কমিয়ে দাম নির্ধারণ করে দিয়েই দায় সারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে কোনো সংস্থাকেই তদারকিতে দেখা যায় না। ফলে অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটতে পারছে। বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেই। গ্যাসের দাম বাড়াতে কয়েক মাস ধরে কৃত্রিম সংকটের কথা বলা হচ্ছে। এই সংকটকে পুঁজি করে গ্যাস সিলিন্ডারের দাম নিজেদের মতো করে বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পাঁচতলা ভবন রয়েছে মো. শাহ আলমের। তিনি বলেন, বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রাখার কারণে সিলিন্ডার কিনতে হচ্ছে; কিন্তু সিলিন্ডারও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ কারণে ভোগান্তি বাড়ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ কালবেলাকে বলেন, ‘আমাদের তদারকি চলছে। আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি। কোনো ভোক্তা যদি অভিযোগ করেন, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এর বাইরে বড় পরিসরে অভিযান চালিয়ে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’

অন্যদিকে এলপিজি সিলিন্ডারের বাজারে অস্থিরতার জন্য বিইআরসির ভূমিকাকেই দায়ী করেছে ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘আগেও যখন দাম নির্ধারণ করা হয়েছিল, তখনো বাড়তি দামে ভোক্তারা গ্যাসের সিলিন্ডার কিনেছে। বিইআরসি দাম নির্ধারণ করে দায় সেরেছে। এ দামে ভোক্তারা কিনতে পারছেন কি না এবং বাজারে দামের বিষয়টি কে তদারকি করবে, তা নিয়ে বিইআরসির স্পষ্ট কোনো নির্দেশনা নেই। মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গেও তাদের খুব একটা যোগাযোগ রয়েছে বলে কখনো শুনিনি। এই বড় একটি খাতে সাধারণ মানুষ যে কষ্ট পাচ্ছে তা নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই।’

জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান কালবেলাকে বলেন, ‘আপনি যে বিষয়টি আমাদের নজরে এনেছেন তা অবশ্যই জনগণ এবং তাদের ক্রয় ক্ষমতা—উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিত করছি, খুব অল্প সময়ের মধ্যেই এই সংকট সমাধানে উল্লেখযোগ্য কার্যক্রম দেখতে পাবেন। আমি নোট রাখলাম, যেখানে যেখানে ইন্টারফেয়ার করা দরকার আমরা সেখানেই হস্তক্ষেপ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

১০

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

১১

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

১২

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

১৩

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

১৪

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

১৫

চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

১৬

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

১৭

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে দেশ সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনার পণ্য 

১৮

জেন-জির নতুন ট্রেন্ড ‘থিম পার্টি’, কী হয় সেখানে

১৯

নারী ওয়ানডে বিশ্বকাপ / আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

২০
X