শেখ হারুন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ

এক ছাতার নিচে আসছে সব বিনিয়োগ প্রমোশন এজেন্সি

এক ছাতার নিচে আসছে সব বিনিয়োগ প্রমোশন এজেন্সি

দেশের সব বিনিয়োগ প্রমোশন সংস্থাকে একীভূত করে একটি কেন্দ্রীয় বিনিয়োগ প্রমোশন এজেন্সি (আইপিএ) গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই সংস্থাগুলো একীভূত করার কাজ শেষ করতে চায় সরকার। বিনিয়োগকারীদের জন্য একক সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে। সরকারের লক্ষ্য—স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে একটি একক কর্তৃপক্ষের অধীনে সব কার্যক্রম আনার মাধ্যমে টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি করা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা) ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটিকে একীভূত করে কেন্দ্রীয় বিনিয়োগ প্রমোশন এজেন্সি (আইপিএ) গঠন করা হবে। এ ছাড়া নতুন কাঠামোর আওতায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথরিটি এবং বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশনকেও (বিসিক) আনা হতে পারে বলে জানা গেছে।

বিডা সূত্রে জানা গেছে, নতুন সংস্থার গভর্নিং বা সিদ্ধান্ত গ্রহণকারী বোর্ড গঠনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি নতুন সংস্থার কাঠামো ও আইনি ফ্রেমওয়ার্ক তৈরির জন্য একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে। সরকারের লক্ষ্য—স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে একটি একক কর্তৃপক্ষের অধীনে সব কার্যক্রম আনার মাধ্যমে টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি করা।

বিডার নির্বাহী সদস্য ও ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, উচ্চপর্যায়ের কমিটি দুটি মূল কাজ নির্ধারণ করেছে—প্রথমত, গভর্নিং বোর্ডকে একত্র করা, যাতে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত কেন্দ্রীভূতভাবে নেওয়া যায়; দ্বিতীয়ত, একটি আন্তর্জাতিক কনসালটিং ফার্ম নিয়োগ করা, যারা নতুন কাঠামোর নকশা ও বাস্তবায়ন তদারক করবে। গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির বৈঠকে গভর্নিং বোর্ডের খসড়া ও সংশ্লিষ্ট আইনের প্রস্তাব তৈরি হয়েছে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কাজ অক্টোবরের শেষের দিকে শেষ হবে এবং নভেম্বরের ১ তারিখ থেকে তারা কাজ শুরু করবে। তিন মাসের মধ্যে তারা রূপরেখা জমা দেবে। সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যেই একীভূতকরণ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বাতিল ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে ইনভেস্টর খোঁজা হচ্ছে: এদিকে সম্প্রতি বাতিল করা ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে নতুন ইনভেস্টর খোঁজা হচ্ছে বলে জানা গেছে। বেজার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) সালেহ আহমেদ বলেন, এরই মধ্যে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে। এখন প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি নেই। সেখানে বেস্ট ইনভেস্টর খোঁজা হচ্ছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, এটা কাকে দেবে। তবে এখন আমরা বড় প্লট কাউকে দিচ্ছি না, কারণ বড় প্লটের অভিজ্ঞতা ভালো না। বেস্ট ইনভেস্টরদের কাছে প্লটিং করে সরবরাহ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করতে দিতে হবে মোটা অঙ্কের কাবিন, প্রেমিকের কাণ্ড

‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে নেই রুক্মিণী, অবশেষে মুখ খুললেন নায়িকা

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

ইয়ারবাড পরিষ্কার করার ৫ সহজ ও কার্যকর উপায়

‘ডিডিএলজে’-র ৩০ বছর, সিমরান চরিত্র নিয়ে যা বললেন কাজল

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সল্ট-ব্রুকের তাণ্ডবে ইংল্যান্ডের বড় জয়

সেই বাংলাদেশি পর্নো তারকা যুগল নিয়ে যে তথ্য দিল সিআইডি

আজানের মধ্যেই ইমামের টাকা নিয়ে গেল চোর

ফরিদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

মায়ের অনুপস্থিতিতে দীপাবলিতে বাড়ি সাজাল শুভশ্রী কন্যা

১১

ত্রিশালে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

বগুড়ায় সারজিস আলমের অনুষ্ঠানের ভেন্যুতে একাধিক ককটেল বিস্ফোরণ

১৩

প্রধান উপদেষ্টার কাছে ছেলে হত্যার বিচার চাইলেন জুবায়েদের বাবা

১৪

নির্বাচনে সেনাবাহিনী যে ক্ষমতায় থাকবে, জানালেন ইসি সচিব

১৫

জবি শিক্ষার্থী হত্যা : অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন মা 

১৬

কোটি টাকার সেতুতে বাঁশের মই!

১৭

কেনিয়ার লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

১৮

দ্রুত বিচার ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে হত্যার বিচার

১৯

আশুলিয়ায় আলোচিত চাঁদাবাজ ‘কিলার শিকদার’ গ্রেপ্তার

২০
X