দেশের সব বিনিয়োগ প্রমোশন সংস্থাকে একীভূত করে একটি কেন্দ্রীয় বিনিয়োগ প্রমোশন এজেন্সি (আইপিএ) গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই সংস্থাগুলো একীভূত করার কাজ শেষ করতে চায় সরকার। বিনিয়োগকারীদের জন্য একক সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে। সরকারের লক্ষ্য—স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে একটি একক কর্তৃপক্ষের অধীনে সব কার্যক্রম আনার মাধ্যমে টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি করা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা) ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটিকে একীভূত করে কেন্দ্রীয় বিনিয়োগ প্রমোশন এজেন্সি (আইপিএ) গঠন করা হবে। এ ছাড়া নতুন কাঠামোর আওতায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথরিটি এবং বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশনকেও (বিসিক) আনা হতে পারে বলে জানা গেছে।
বিডা সূত্রে জানা গেছে, নতুন সংস্থার গভর্নিং বা সিদ্ধান্ত গ্রহণকারী বোর্ড গঠনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি নতুন সংস্থার কাঠামো ও আইনি ফ্রেমওয়ার্ক তৈরির জন্য একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে। সরকারের লক্ষ্য—স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে একটি একক কর্তৃপক্ষের অধীনে সব কার্যক্রম আনার মাধ্যমে টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি করা।
বিডার নির্বাহী সদস্য ও ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, উচ্চপর্যায়ের কমিটি দুটি মূল কাজ নির্ধারণ করেছে—প্রথমত, গভর্নিং বোর্ডকে একত্র করা, যাতে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত কেন্দ্রীভূতভাবে নেওয়া যায়; দ্বিতীয়ত, একটি আন্তর্জাতিক কনসালটিং ফার্ম নিয়োগ করা, যারা নতুন কাঠামোর নকশা ও বাস্তবায়ন তদারক করবে। গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির বৈঠকে গভর্নিং বোর্ডের খসড়া ও সংশ্লিষ্ট আইনের প্রস্তাব তৈরি হয়েছে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কাজ অক্টোবরের শেষের দিকে শেষ হবে এবং নভেম্বরের ১ তারিখ থেকে তারা কাজ শুরু করবে। তিন মাসের মধ্যে তারা রূপরেখা জমা দেবে। সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যেই একীভূতকরণ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বাতিল ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে ইনভেস্টর খোঁজা হচ্ছে: এদিকে সম্প্রতি বাতিল করা ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে নতুন ইনভেস্টর খোঁজা হচ্ছে বলে জানা গেছে। বেজার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) সালেহ আহমেদ বলেন, এরই মধ্যে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে। এখন প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি নেই। সেখানে বেস্ট ইনভেস্টর খোঁজা হচ্ছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, এটা কাকে দেবে। তবে এখন আমরা বড় প্লট কাউকে দিচ্ছি না, কারণ বড় প্লটের অভিজ্ঞতা ভালো না। বেস্ট ইনভেস্টরদের কাছে প্লটিং করে সরবরাহ করা হবে।
মন্তব্য করুন