ময়মনসিংহের ত্রিশালে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার মাধ্যমে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার ময়মনসিংহ ব্যুরো চিফ দেলোয়ার হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচএম জোবায়ের হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। তিনি তার বক্তব্যে দৈনিক কালবেলার নিরপেক্ষ ও গঠনমূলক সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দৈনিক কালবেলা প্রতিষ্ঠার পর থেকেই সৎ, সাহসী ও জনবান্ধব সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থা অর্জন করেছে। আশা করি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও অন্য অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজে সচেতনতা বৃদ্ধি করে এবং অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করে তোলে। দৈনিক কালবেলা সে দায়িত্ব দৃঢ়ভাবে পালন করে আসছে। বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ বাড়লেও কালবেলা তার পাঠকের বিশ্বাস ধরে রেখেছে, যা প্রশংসনীয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আয়োজিত দেশাত্মবোধক গান, কবিতা ও সংবাদ প্রতিবেদন লেখা বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকৃতদের পুরস্কৃত করা হয়। শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মন্তব্য করুন