বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা

বাগেরহাটে সরকারি পিসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতির ওপর হামলা। ছবি : কালবেলা
বাগেরহাটে সরকারি পিসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতির ওপর হামলা। ছবি : কালবেলা

বাগেরহাটে সরকারি পিসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি বেল্লাল শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পালকিঘর এলাকায় ওই ঘটনা ঘটে।

বেল্লাল শেখ সরকারি পিসি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণে হলেও পড়াশোনার সুবাদে জেলা সদরের দশানী এলাকাতে থাকেন।

জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) বাগেরহাট সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। সেখানে বেল্লাল শেখকে সভাপতি এবং রেদওয়ান কাদের সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া বাগেরহাট জেলার ৩০টি কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এরপর থেকেই বিভিন্ন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ্যমাধ্যম ও দলীয় পর্যায়ে নানা অভিযোগ ও আলোচনা শুরু হয়েছে।

নবগঠিত ওই কমিটি কেন্দ্র করে বিরোধের জেরে একটি পক্ষ বেল্লাল শেখসহ তাদের লোকজনের ওপর ওই হামলা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ ছাত্রদল সভাপতি বেল্লাল শেখ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আয়শা আক্তারসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। তবে হামলাকারীদের পরিচয় স্পষ্ট করে বলতে চাননি কলেজ ছাত্রদল সভাপতি।

স্থানীয় সূত্র বলছে, নবগঠিত পিসি কলেজ ছাত্রদলের সভাপতি বেল্লাল শেখ ও তার অনুসারীরা কলেজের পালকি ঘর সংলগ্ন পুকুর পাড়ে আসলে প্রতিদ্বন্দ্বী গ্রুপ তাদের ওপর হামলা চালায়।

জানতে চাইলে কলেজ ছাত্রদলের সভাপতি বেল্লাল শেখ বলেন, আমরা নবগঠিত কমিটির সদস্যরা শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়।

তবে কারা এবং কেন তাদের ওপর হামলা করেছে এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি। বেল্লাল শেখ আরও বলেন, হামলাকারীদের মধ্যে কয়েকজন এ কমিটির সদস্য রয়েছেন। তবে হামলার কারণ জানেন না বলে দাবি করেছেন তিনি।

আর হামলাকারীদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মানসিক প্রেশারে আছি, এ বিষয়ে পরে কথা বলব।’

এ বিষয়ে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সামির বলেন, ‘আমি দুই দিন ধরে অসুস্থ। কারা কী, হামলা করেছে তা আমি জানি না।’

জানতে চাইলে নবগঠিত কলেজ কমিটির সাধারণ সম্পাদক রেদওয়ান বলেন, ‘ঘটনার পর আমি কলেজে গিয়ে দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। তারা হামলার কথা জানালেও কারা জড়িত, সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। বিষয়টি নিয়ে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করছি।’

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান বলেন, ‘এমন কিছু শুনিনি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

কমিটি ও পিসি কলেজের ঘটনা নিয়ে বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল বলেন, ‘চার-পাঁচ বছর পর কলেজ কমিটি হয়েছে। বিভিন্নজনের বিরুদ্ধে অভিযোগ আসছে। এগুলো সত্য হলে নিশ্চিত দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’

আর পিসি কলেজের সভাপতির ওপর যে হামলা হয়েছে, সেখানে দলীয় কেউ থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং যদি বাইরের কেউ থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দখল করে সরকার উৎখাতের ঘোষণা

পাবনা মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল বাবা-মা

নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক

বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা

শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের নির্দেশ

নকল ওষুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের হানা, অতঃপর...

ক্লিনারকে দিয়ে অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

রাতে খাবার বাদ দিলে কি সত্যিই ওজন কমে? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

বক্স অফিসে সাড়া ফেলল ‘ধুরন্ধর’

১০

ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ

১১

দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে : তারেক রহমান

১২

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

১৩

দিনেদুপুরে ভূমি অফিসে চুরি

১৪

খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দীনের

১৫

এক টেকে ‘জানি না’ গেয়েছিলেন নচিকেতা

১৬

বার্সাকে ‘চূড়ান্ত হ্যাঁ’ ইয়ামালের, ত্যাগে মুগ্ধ ফ্লিক

১৭

চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট

১৮

আমদানির খবরে পেঁয়াজের বাজারে দরপতন

১৯

নতুন জোটে এনসিপির সঙ্গী হলো যারা

২০
X